খেলার টুকরো খবর |
আরামবাগে ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
|
ছবি: মোহন দাস। |
চল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আরামবাগ সাংস্কৃতিক সঙ্ঘে দু’দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শহরের ১৪ নম্বর ওয়ার্ডের ওই সঙ্ঘের উদ্যোগে শনিবার আরামবাগ মহকুমা হাসপাতালের ৪০০ জন রোগীকে ফল বিতরণ করা হয়। রবিবার আরামবাগের জুবিলি পার্ক ময়দানে আটটি দলের এক দিনের ক্রিকেট প্রতিযোগিতা হয়। মেদিনীপুরের বজরং দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারকেশ্বরের সৃজন। সিরিজের সেরা হন তারকেশ্বরের সায়ন ঘোষ। শতাধিক ব্যক্তিকে শীতবস্ত্র দান করা হয়েছে। মহকুমার কিছু দুঃস্থ মেধাবী পড়ুয়াকে আর্থিক সাহায্যও করা হয়। আরামবাগ বয়েজ হাইস্কুলের শিক্ষক জাহাঙ্গির পতৌদিকে বিশেষ সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অলিভ বেরা, হুমায়ুন খান, বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা প্রমুখ।
|
ফুটবল ম্যাচ বৈদ্যবাটিতে
নিজস্ব সংবাদদাতা • বৈদ্যবাটি |
বৈদ্যবাটি-শেওড়াফুলি শহর তৃণমূল কমিটির পরিচালনায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং বিধায়ক মুজফ্ফর খানের উদ্যোগে আকবর আলি খোন্দকার স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতা গত শনিবার থেকে শুরু হয়েছে। ৮টি দলকে নিয়ে এই প্রতিযোগিতা চলছে বৈদ্যবাটির বিএস পার্ক মাঠে। প্রথম দিনের খেলায় দি শেওড়াফুলি ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে হারায় রিষড়া অরোরা ক্লাব। পর দিন চন্দননগরের ওরিয়েন্টাল ক্লাব হেরে যায় উত্তরপাড়ার নেতাজি ব্রিগেডের কাছে। উত্তরপাড়ার দলটি জেতে ২-১ গোলে। সোমবার সিঙ্গুর ক্লাব ২-০ গোলে হারায় চুঁচুড়ার পিয়ারাবাগানের সিমোকে ট্রেনিং সেন্টারকে। উদ্যোক্তাদের তরফে শ্যামলেন্দু মুখোপাধ্যায় জানান, আজ, মঙ্গলবার বিএস পার্ক বৈদ্যবাটিরই অন্য একটি ক্লাব কৃষ্টিচক্রের মুখোমুখি হবে। ফাইনাল ১২ ফেব্রুয়ারি।
|
ফুটবলে জয়ী বিদ্যুৎ অ্যাথলেটিক
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
|
নিজস্ব চিত্র। |
হুগলির জেলার আরামবাগের রবিনহুড ক্লাব পরিচালিত ৩০ তম ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল হয়ে গেল রবিবার। স্থানীয় বসন্তপুর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত ওই খেলায় আরামবাগ বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাব ২-১ গোলে হারা। আরামবাগ স্পোর্টিং ইউনিয়নকে। বিজয়ী দলের হয়ে গোল করেন বাপি মান্ডি ও জয়ন্ত সাঁতরা। বিপক্ষের একমাত্র গোলটি করেন হেমন্ত পাত্র। সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের লক্ষ্মী মুর্মু। |
|