আজ থেকে শুরু হচ্ছে ৩১ তম মুর্শিদাবাদ জেলা বইমেলা। মঙ্গলবার বিকেল চারটেয় বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানের এই বইমেলার উদ্বোধন হবে। এ দিন শহরের রাস্তায় পথ পরিক্রমার আয়োজন করা হয়েছে। বইমেলা কমিটির নির্বাহী সভাপতি তথা অতিরিক্ত জেলাশাসক অজয়কুমার ঘোষ বলেন, “আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর একটা থেকে বইমেলা শুরু হবে। চলবে রাত ৯টা পর্যন্ত। সাধারণের জন্য প্রবেশমূল্য ২ টাকা। তবে ছাত্রছাত্রীদের কোনও প্রবেশমূল্য লাগবে না।” মুর্শিদাবাদ জেলার ভারপ্রাপ্ত গ্রন্থাগার আধিকারিক তথা বইমেলা কমিটির সচিব মৃত্যুঞ্জয় মিত্র বলেন, “এ বারের বইমেলার বাজেট প্রায় ৫ লক্ষ টাকা। মেলায় বইয়ের স্টল রয়েছে ১০১টি।”
এ বারের মুর্শিদাবাদ বইমেলার ‘থিম’ বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ। এ কথা জানিয়ে মুর্শিদাবাদ জেলার ভারপ্রাপ্ত গ্রন্থাগার আধিকারিক তথা বইমেলা কমিটির সচিব মৃত্যুঞ্জয় মিত্র বলেন, “সমগ্র বইমেলা জুড়েই ওই থিমের ভাবনা ছড়িয়ে দেওয়া হয়েছে।” উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা লালগোলার বিধায়ক কংগ্রেসের আবু হেনা, সাগরদিঘির বিধায়ক তৃণমূলের সুব্রত সাহা ও বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী। এ ছাড়াও থাকবেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সিপিএমের পূর্ণিমা দাস, কংগ্রেসের দুই সাংসদ অধীর চৌধুরী, মান্নান হোসেন-সহ অন্য বিধায়ক এবং প্রশাসকেরা। নির্ধারিত ওই সূচি অনুসারে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা সবাই বইমেলার মঞ্চে হাজির থাকলে তা হবে মুর্শিদাবাদ জেলা তথা রাজ্য রাজনীতিতে সাম্প্রতিক কালের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এবং বইমেলা আক্ষরিক অর্থেই মিলন মেলা হয়ে উঠবে। উদ্বোধনী অনুষ্ঠানকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে থাকছে উদ্বোধন ও ভাষণ। মধ্যে রয়েছে বই প্রকাশ অনুষ্ঠান। বইমেলা ঘিরে মুর্শিদাবাদ জেলা থেকে বই ও পত্রিকা মিলিয়ে ১২টিরও বেশি বই প্রকাশিত হতে চলেছে। মুর্শিদাবাদের সঙ্গীতের আদিপর্ব থেকে বর্তমান পর্যন্ত সুদীর্ঘ কালের অমূল্য এক দলিল বিশিষ্ট গবেষক রমাপ্রসাদ ভাস্কর তাঁর ৪০০ পাতার সংকলন গ্রন্থ ‘সংগীত চর্চার ধারায় মুশির্দাবাদ’-এ আবদ্ধ করেছেন। প্রকাশিত হতে চলেছে জিনাত ইসলামের কাব্যগ্রন্থ ‘মৃত জীবন’। মৃত্যুঞ্জয়বাবু বলেন, “ওই দু’টি গ্রন্থ-সহ আরও কয়েকটি বই উদ্বোধনী মঞ্চ থেকে প্রকাশ করবেন সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। অন্য দিনও বই প্রকাশ করা হবে।” |