বড় ম্যাচের ছায়া থেকে বেরিয়ে এসে সোমবার অনুশীলন শুরু হল দুই প্রধানে। আগামী শনিবারের ম্যাচের জন্য দুই দলের একটাই মিলপ্রথম এগারো গঠনে সমস্যা।
এক মাঠে চোট আর অফিস-ম্যাচের ধাক্কায় গরহাজির প্রায় অর্ধেক টিম। মোহনবাগান মাঠে চোটের জন্য আসেননি হোসে ব্যারেটো-হাদসন লিমা। ওডাফা-ওকোলি এলেও বেরিয়ে যান তাড়াতাড়ি। সংগ্রাম, অসীম-সহ ছ’জন ফুটবলার চিত্তরঞ্জনে গিয়েছেন রেলের ফুটবল টুর্নামেন্টে। যুবভারতীতে মুম্বই এফ সি-র বিরুদ্ধে নামার আগে অবশ্য তাঁরা ফিরে আসছেন।
অন্য মাঠে আবার পেটের সমস্যায় আসতে পারেননি অস্ট্রেলীয় স্ট্রাইকার টোলগে ওজবে। তবু তার মধ্যেই দুই কোচ গুছিয়ে নিতে চাইছেন পরের ম্যাচের দল। যেখানে প্রথম এগারোর নিয়মিতদের কয়েক জন থাকবেন। থাকবেন না কয়েক জন। তাঁদের না-থাকা নিয়েই অঙ্ক কষছেন দুই ক্লাবের থিঙ্ক-ট্যাঙ্ক।
শিলংয়ে লাজং এফ সির বিরুদ্ধে খেলতে পারবেন না পেন ওর্জি। দু’টি হলুদ কার্ড দেখার জন্য। অনুশীলন সেরে গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের কাছে জানতে চাইলেন হাদসন লিমার ফোন নম্বর! শনিবারের ডার্বিতে মোহনবাগানের ব্রাজিলীয় লেফট হাফের গোড়ালিতে চোট লাগে। যার জন্য দায়ী ছিলেন পেন। আর সেই চোটের জন্য হাদসনকে অন্তত দু’সপ্তাহ থাকতে হচ্ছে মাঠের বাইরে। তার জন্য অনুতপ্ত পেন। বলছিলেন, “হাদসন লিমা এত দিন মাঠের বাইরে চলে যাওয়ায় আমি দুঃখিত। ওকে ‘সরি’ বলার জন্যই ফোন করতে চাই।” লাল-হলুদের নাইজেরীয় মিডিও বলছিলেন, “এই ভাবে মাঠের বাইরে বসে থাকতে কতটা খারাপ লাগে সেটা আমিও জানি।”
মোহনবাগানে আবার চোট ছিটকে দিচ্ছে হাদসনকে। ব্যারেটো অনিশ্চিত। সুনীল ছেত্রী থাকবেন না কার্ড-সমস্যায়। রহিম নবির পায়ের মাসল এখনও শক্ত হয়ে আছে। সোমবারের সকালের বেশির ভাগটাই কাটিয়েছেন জিমে। এই অবস্থাতেই দল তৈরি করতে হবে সুব্রত ভট্টাচার্যকে। আর খালিদ জামিলের মুম্বই এফ সি-কে যে হেলাফেলা করা যাবে না সেটা তারা বুঝিয়ে দিল সোমবারই। চার্চিলকে ২-১ হারিয়ে। তিন পয়েন্টের লক্ষ্যে তাই অসীম-ই হতে পারেন ওডাফার সঙ্গী। হাদসনের বদলি হতে পারেন স্নেহাশিস চক্রবর্তী। এ দিকে গোল না পাওয়ায় হতাশ সুনীল প্র্যাক্টিস শেষে গোটা দল উঠে যাওয়ার পর একা-একাই শুটিং অনুশীলন করে গেলেন।
ইস্টবেঙ্গল মাঠে ট্রেভর মর্গ্যানকে আবার খুঁজতে হচ্ছে দু’জনের বিকল্প। পেন ছাড়াও দু’টি হলুদ কার্ড দেখায় শিলং যাচ্ছেন না হরমনজোৎ খাবরা। তাঁর বদলি হিসাবে ব্রিটিশ কোচের চিন্তায় সৈকত সাহারায়ের নাম। আর পেনের বদলে কাকে নিয়ে যাবেন তা নিয়ে মর্গ্যান এখনই মুখ খোলেননি। তবে সুশান্ত ম্যাথু-রই পাল্লা ভারী। নির্মল ছেত্রী অনেকটা ম্যাচ-ফিট। তাই স্টপার হিসাবে নির্মলকেই দেখা যেতে পারে শনিবারের ম্যাচে।
পরপর ডেম্পো, চার্চিলের হারে আবার নতুন আশায় দুই প্রধানের ফুটবলাররা। |