ব্যাটে ঋদ্ধিমান সাহার পরে বল হাতে অশোক দিন্দা দুই বঙ্গসন্তানের কৃতিত্বে দলীপ ট্রফির ফাইনালে ওঠার পথে পূর্বাঞ্চল। অস্ট্রেলিয়া থেকে ফিরেই সেঞ্চুরি করে প্রথম দিনের নায়ক যদি হন ঋদ্ধিমান, তা হলে তৃতীয় দিনের নায়ক অবশ্যই অশোক দিন্দা। উত্তরাঞ্চলের প্রথম ইনিংসে ৮ উইকেট নিয়ে দিন্দা জীবনের সেরা বোলিংই করলেন না, পূর্বাঞ্চলকে ২৮ রানের ‘লিড’ দিয়ে ফাইনালের রাস্তা প্রায় পরিষ্কার করে দিলেন। দ্বিতীয় ইনিংসে ১২০-১ তুলে পূর্বাঞ্চল ১৪৮ রানে এগিয়ে। কোটলায় কালই ম্যাচের শেষ দিন। অন্যতম জাতীয় নির্বাচক মোহিন্দর অমরনাথের সামনে নিজের ক্রিকেট জীবনের সেরা বোলিং পারফরম্যান্সের (৩৮-৩-১২৩-৮) পর দিন্দা বললেন, “আমার কাজ ধারাবাহিক পারফর্ম করে যাওয়া। সেটাই করে চলছি।” এ মরসুমে রঞ্জি ট্রফিতে ৩৫ ও দলীপে এখন অবধি ১৭, মোট ৫২ উইকেট নিয়েছেন দিন্দা। বাংলার পেসার এ দিন বললেন, “আজকের বোলিংটা আমার জীবনের সেরা হলেও এ বার হরিয়ানা আর বরোদার বিরুদ্ধে রঞ্জিতে মনে হয় আরও ভাল বল করেছি। তবে প্রত্যেকটা উইকেট আমার কাছে দামি। আমি আমার কাজ করে যাচ্ছি। বাকিটা দেখার কাজ নির্বাচকদের। মোহিন্দর অমরনাথ গত কাল আর আজ আমার বোলিং দেখলেন। নতুন কোকাবুরা বলে প্রথম কয়েক ওভার সুইং করিয়েছি। তবে আরও ভাল বল করতে চাই। থেমে থাকলে চলবে না।” এ দিন ১৯ ওভার বল করে ৬১ রানে ৬ উইকেট নেন দিন্দা। দ্বিতীয় নতুন বলে ১৩ ওভারের লম্বা স্পেলে ৫১ রানে ৫ উইকেট নেন।
|
আগের দিন সুবিধে করেছিল পুণে এফসি। ডেম্পোকে হারিয়ে। এ বার মোহনবাগান-ইস্টবেঙ্গলের সুবিধে করে দিল মুম্বই এফসি। চার্চিলকে ২-১ হারিয়ে। কিছুটা স্বস্তি দিল ডেম্পোকেও। আবার এক বিতর্কিত ম্যাচে সালগাওকরের কাছে ০-১ হেরে রেফারিং নিয়ে ফের প্রশ্ন তুলে দিল প্রয়াগ ইউনাইটেড। আই লিগ টেবিলের পাঁচ নম্বরে থাকা চার্চিলের পয়েন্ট রয়ে গেল ৩৩। একটি ম্যাচ কম খেলে। ইস্টবেঙ্গল আর মোহনবাগান রইল দুই ও তিনেই। ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যান বলেন, “চার্চিলের হারে সুবিধা হল প্রথম তিন-চারটি দলের। এ বার আমাদের নিজেদের ম্যাচগুলো জিততে হবে।” একই সুর মোহন টিডি সুব্রত ভট্টাচার্যের গলাতেও, “চার্চিল এগিয়ে গেল না, ভাল। কিন্তু নিজেদের তো জিততে হবে।” রেফারিং নিয়ে সোমবারও গরম হয়ে উঠল আই লিগ। এ দিন জিতলে মোহন-ইস্টকে টপকে যেত প্রয়াগ। গোয়ায় সালগাওকরের কাছে তারা ০-১ হারল চিডির গোলে। মরসুমের দ্বিতীয় হার। ৬৯ মিনিটে সালগাওকর কিপার করণজিৎ বক্সে ফেলেন জোসিমারকে। নিশ্চিত পেনাল্টি দেননি রেফারি। টিভিতে যা দেখে অবাক মর্গ্যান বলেন, “নিশ্চিত পেনাল্টি ছিল। জানি না কেন দিল না।” এ দিনের হারে প্রয়াগ ইউনাইটেড নেমে গেল ছ’নম্বরে (১৯ ম্যাচে ৩২ পয়েন্ট)। ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে করিম বেঞ্চারিফার সালগাওকর বরং উঠে এল চার নম্বরে। প্রয়াগ কর্তারা মারাত্মক উত্তেজিত। তাঁরা ম্যাচের সিডি দিয়ে অভিযোগ জানাতে চান ফেডারেশনে।
|
স্থানীয় লিগে আম্পায়ারিং নিয়ে লাগাতার বিতর্ক থামাতে অবনমন ম্যাচে ফের ভিন রাজ্যের আম্পায়ার আনতে পারে সিএবি। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে অবনমন পর্ব শুরু হয়ে যাবে লিগের। যে সব টিম অবনমনের আওতায় আছে, তারা ইতিমধ্যেই ভিন রাজ্যের আম্পায়ার চেয়ে দরখাস্ত পেশ করেছে সিএবি বড় কর্তাদের কাছে। এবং টুর্নামেন্ট কমিটিও মনে করছে, বিতর্ক থেকে বাঁচার জন্য ভিন রাজ্যের আম্পায়ার দিয়ে ম্যাচ খেলানো ভাল। বছর দু’য়েক আগে সিএবি আট জন বাইরের আম্পায়ার এনেছিল লিগের ম্যাচে। এ বারও সে রকমই চেষ্টা চলছে। |