বিশ্বসেরা ইংল্যান্ডকে ৩-০ ব্রাউনওয়াশ করল পাকিস্তান
ইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর ইংল্যান্ডকে তিন টেস্টের সিরিজে ৩-০ ব্রাউনওয়াশ করল পাকিস্তান। দু’দেশের ৫৮ বছরের টেস্ট সিরিজের ইতিহাসে এই প্রথম। এর আগে সবচেয়ে বড় ব্যবধানে ইংল্যান্ড ১৯৬২-তে পাঁচ টেস্ট সিরিজে ৪-০ হারিয়েছিল পাকিস্তানকে। যদিও এই হারে ইংল্যান্ডের এক নম্বর আসন যাচ্ছে না।
এ দিন দুবাই স্টেডিয়ামে অ্যান্ড্রু স্ট্রসের দলের দ্বিতীয় ইনিংস ২৫২ রানে শেষ করে দিয়ে মিসবা-উল-হকেরা তৃতীয় টেস্ট জিতলেন ৭১ রানে। চারটি করে উইকেট নেন পেসার উমর গুল এবং অফস্পিনার সঈদ আজমল। তিন টেস্টে ২৪ উইকেট নিয়ে আজমল-ই ‘ম্যান অব দ্য সিরিজ’। এই টেস্টে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পাক ব্যাটসম্যান আজহার আলি। দ্বিতীয় ইনিংসে তাঁর ৮ ঘণ্টা ৫৩ মিনিট ব্যাট করে ৪৪২ বল খেলে করা ১৫৭ রানের ইনিংসের জন্য। সিরিজের ব্যক্তিগত সর্বোচ্চ রানও এটাই।
সেই মুহূর্ত। ইংল্যান্ডের শেষ উইকেট নিয়ে রেহমানের উল্লাস। ছবি: রয়টার্স
দু’দলের মধ্যে একমাত্র তাঁর ব্যাটিং গড় পঞ্চাশের উপর। তিন টেস্টে ৫০.২০ গড়ে ২৫১ রান। বোলার-শাসিত এই সিরিজে আজমলের পাশাপাশি বাঁ-হাতি স্পিনার আব্দুর রেহমান তিন টেস্টে ১৯ উইকেট এবং গুল ১১ উইকেট পান। তিন পাক বোলারেরই এই সিরিজে গড় কুড়ির নীচে।
২০০৬ এবং ২০১০-এ ইংল্যান্ডে টেস্ট সিরিজ হারা ছাড়াও তিন বছর আগে কুখ্যাত ‘লর্ডসগেট’ পাক ক্রিকেটকে চূড়ান্ত কলঙ্কিত করেছিল। ব্রাউনওয়াশের বদলায় সেই কলঙ্কের অনেকটাই মুছে দেওয়ার পরে পাক কোচ মহসিন খান বলেছেন, “খুব তাড়াতাড়িই পাকিস্তান বিশ্বের এক নম্বর দল হয়ে উঠবে।” এমনিতেও বিশ্বসেরাদের ৩-০ হারানোয় টেস্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তান এ দিন পাঁচ নম্বরে থেকে গেলেও ১০৮ র‌্যাঙ্কিং পয়েন্ট নিয়ে চতুর্থ অস্ট্রেলিয়া ও তৃতীয় ভারতের (দু’দলেরই র‌্যাঙ্কিং পয়েন্ট ১১১) গায়ে-গায়ে এসে পড়ল।

শেন ওয়ার্নের টুইট
ওয়াহ! ইংল্যান্ড ৩-০ হোয়াইটওয়াশ!! ওয়েল প্লেড পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটের পক্ষে খুব ভাল রেজাল্ট। দ্রুত যেতে যেতে বাম্পারে ধাক্কা খেল ইংল্যান্ড।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.