রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে যে-সব রেল প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন, তার কোনও কাজই আর বাকি নেই। সময়সীমার আগেই সব কাজ শেষ করা হয়ে গিয়েছে বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। সেই সঙ্গেই তিনি বলেছেন, এখন শুধু প্রকল্প চালু হওয়ার অপেক্ষা।
নতুন বছরের বাজেট আসন্ন। তাই ওই সব প্রকল্প চালু করার নির্দেশও দিয়েছে রেল মন্ত্রক। আজ, মঙ্গলবার প্রথম দফায় ঘোষিত প্রকল্পের মধ্যে বেশ কিছু নতুন ট্রেনের উদ্বোধন হচ্ছে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা। পূর্ব রেল আয়োজিত ওই অনুষ্ঠানে ত্রিবেদী অবশ্য থাকছেন না। কয়েক জোড়া ট্রেনের সঙ্গে উদ্বোধন করা নতুন লাইনেরও। সোমবার ত্রিবেদী এবং তৃণমূল নেতা ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মকুল রায়ের সঙ্গে রেলের ‘বেঙ্গল প্রজেক্ট’ নিয়ে আলোচনাও করেন মমতা। বৈঠকে প্রকল্পের কাজ যাচাই করার পরেই এই অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরে, ৯ ফেব্রুয়ারি উত্তরবঙ্গেও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অন্য যে-সব প্রকল্পের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে রয়েছে, সেগুলি রেলমন্ত্রী ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীকে উদ্বোধন করার নির্দেশ দিয়েছেন মমতা।
মঙ্গলবার কৃষ্ণনগরে যে-সব প্রকল্পের উদ্বোধন হবে,
সেগুলি হল:
• কৃষ্ণনগর-শান্তিপুর নবনির্মিত ব্রডগেজ লাইন।
• রানাঘাট-কৃষ্ণনগর লোকাল ট্রেন।
• কৃষ্ণনগর-শান্তিপুর ও শান্তিপুর-রানাঘাট লোকাল।
• বনগাঁ-বিবাদী বাগ-কৃষ্ণনগর সার্কুলার রেল।
এর পরেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ যাচ্ছেন। সেখানেও উত্তর-পূর্ব সীমান্ত রেলের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা। যেমন রাধিকাপুর-নিউ জলপাইগুড়ি, বালুরঘাট-নিউ জলপাইগুড়ি, বুনিয়াদপুর-নিউ জলপাইগুড়ি, ধুবুরি-শিলঘাট রাজারানি এক্সপ্রেস এবং ধুবুরি-আলিপুরদুয়ার-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ট্রেন।
প্রস্তুত আছে দিঘা-ভেলোর, দিঘা-বিশাখাপত্তম, হাওড়া-সেকেন্দরাবাদ, শিয়ালদহ-পুরী, সাঁতরাগাছি-ম্যাঙ্গালোর-সহ আরও সাত জোড়া নতুন ট্রেন। কিছু দিনের মধ্যে শিয়ালদহ দক্ষিণ ও মেন লাইনে চলবে ১২ কামরার লোকাল ট্রেনও। |