মূল্যবৃদ্ধির হারে রাশ টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রশংসা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। সোমবার বণিকসভা ফিকি আয়োজিত এক অনুষ্ঠানে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম বাড়ার একটা বড় কারণ সরবরাহ ব্যবস্থার ঘাটতি। সেটা ঠিক করা রাজ্য সরকারেরই দায়িত্ব। প্রণবাবাবুর কথায়, “এ ব্যাপারে রাজ্যগুলিকে উদ্যোগী হতে হবে। পশ্চিমবঙ্গের মতো কিছু রাজ্য তা করছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছেন। ফলে সরবরাহে ঘাটতির সমস্যা অনেকটা কমেছে।”
কেন্দ্রের আর্থিক সাহায্যের বিষয় নিয়ে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভির দাবি যে দিন খারিজ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, ঘটনাচক্রে সে দিনই এল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রশংসা বার্তা। জোট রাজনীতির নিরিখে যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। |
ফিকি-র সভায় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। ছবি: বিশ্বনাথ বণিক |
এ দিন ফিকি-র সভায় প্রণববাবু ছাড়াও ছিলেন কোম্পানি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী বীরাপ্পা মইলি ও রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভায় শিল্পমন্ত্রীর গুরুত্বের কথাও বলেন প্রণববাবু। তার পর মূল্যবৃদ্ধির হার ক্রমশ বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে খাদ্যপণ্যের সরবরাহে ঘাটতির প্রসঙ্গ তোলেন প্রণববাবু। তাঁর বক্তব্য, উৎপাদন কম হলে সমস্যা হয়। উপরন্তু সরবরাহে ঘাটতি থাকলে বা যথাযথ বণ্টন ব্যবস্থার অভাবে তা আরও বাড়ে। কেন্দ্র মূল্যবৃদ্ধি রুখতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে দাবি করে প্রণববাবু বলেন, রাজ্যগুলিকেও এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, গত বছর মূল্যবৃদ্ধির হার যখন চড় চড় করে বাড়ছিল, তখনও বারবার সরবরাহে ঘাটতি রোধের জন্য রাজ্যগুলিকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন প্রণববাবু। এবং তখন এ রাজ্যে ক্ষমতায় আসীন বামফ্রন্ট সরকার যে সে ব্যাপারে কিছু করছে না, সেই অভিযোগও একাধিক বার করেছিলেন তিনি। |