মালদহের চাঁচল মহকুমার ৬টি ব্লকে সরকারি সহায়ক মূল্যে ধান কিনতে উদ্যোগী হল প্রশাসন। চলতি মাসেই ৬টি ব্লকে পৃথক শিবির করে ওই ধান কেনা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সহায়ক দামে ধান কেনার বিষয়টি চাষিদের জানাতে আজ, সোমবার থেকে প্রশাসনের তরফে প্রচারও শুরু হবে বলে জানানো হয়েছে। কবে, কীভাবে ওই ধান কেনা হবে তা নিয়ে শনিবার মহকুমাশাসকের নেতৃত্বে জরুরি বৈঠক হয়। মহকুমাশাসকের দফতরে ওই সভায় ব্লক প্রশাসনের কর্তাদের পাশাপাশি চালকল মালিক, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির কর্তারাও হাজির ছিলেন। ওই সভাতেই ফড়েদের রুখতে কোনও চাষির কাছ থেকে ১০ কুইন্টালের বেশি ধান কেনা হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁচল মহকুমায় সহায়ক মূল্য ১০৮০ টাকা দামে ধান কেনা শুরু না হওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। ধান কেনার দাবিতে মহকুমা জুড়েই চাষিদের নিয়ে লাগাতার আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনে সামিল হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও। এরপরই উদ্ভূত সমস্যা মেটাতে উদ্যোগী হন মহকুমাশাসক পলাশ সেনগুপ্ত। তিনি বলেছেন, “ব্লক প্রশাসন চাষিদের তালিকা তৈরি করবে। চলতি মাসেই ৬টি ব্লকে প্রথম পর্যায়ে সহায়ক দামে ধান কেনা শুরু হবে। ফড়েদের রুখতে একলপ্তে কোনও চাষির কাছ থেকে ১০ কুইন্টালের বেশি ধান কেনা হবে না। দ্বিতীয় পর্যায়ে মার্চ মাসে ফের ধান কেনা হবে। প্রশাসন সূত্রে জানা যায়, চাঁচল-১ ব্লকে চলতি মাসের ১০ তারিখ, চাঁচল-২ ব্লকে ১৬ তারিখ, রতুয়া-১ ব্লকে ২৮, রতুয়া-২ ব্লকে ২২ তারিখ ও হরিশ্চন্দ্রপুর-১ ব্লকে ২৯ ও ২ নম্বর ব্লকে ২৪ ফেব্রুয়ারি ওই ধান কেনা হবে। প্রাথমিক ভাবে প্রতিটি শিবিরে ৪ হাজার কুইন্টাল করে ধান কেনা হবে বলে ঠিক হয়েছে। চাষিদের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ব্লক প্রশাসনকে। সর্বদল সভা করে ওই তালিকা তৈরি করা হবে।
|
কারিগরি শিক্ষার উন্নয়নের ব্যপারে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করলেন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সংসদের সচিব শুভদীপ চৌধুরী। রবিবার রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিক সম্মেলন করে ওই কথা জানান শুভদীপবাবু। রায়গঞ্জ পলিটেকনিক কলেজের পরিকাঠামো উন্নয়নের ব্যপারেও আশ্বাস দেন তিনি। শুভদীপবাবু বলেন, কারিগরি শিক্ষা দফতর রায়গঞ্জ পলিটেকনিক কলেজের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কারিগরি শিক্ষা উন্নয়নের ব্যাপারে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে ওই উন্নয়ন করা হবে।” বর্তমানে রায়গঞ্জ পলিটেকনিকে অটোমোবাইল, মেকানিক ও সিভিল বিষয়ে পাঠ্যক্রম চালু রয়েছে। মোট পড়ুয়ার সংখ্যা ৪৫০ জন। শুভদীপবাবু জানান, রায়গঞ্জ পলিটেকনিক কলেজে একাধিক ক্লাসরুম তৈরি করা হবে। ৫০ লক্ষ টাকা খরচে ছাত্রীদের হস্টেল তৈরি করা হবে। এ ছাড়াও আধুনিক যন্ত্রপাতি কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সচিব বলেন, “২০১২-১৩ শিক্ষাবর্ষে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পাঠক্রম চালু করা হচ্ছে। পরে ডিজাস্টার ম্যানেজমেন্ট, মেরিন ইঞ্জিনিয়ারিং ও সার্ভে ইঞ্জিনিয়ারিং পাঠক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে। কলেজটিকে আমরা মডেল কলেজ হিসাবে গড়ে তুলতে চাই।” তিনি জানান, রাজ্যে বর্তমানে ৭০টি পলিটেকনিক কলেজ রয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন এলাকায় আরও ৫টি নতুন পলিটেকনিক কলেজে পঠনপাঠন শুরু হচ্ছে।
|
ক্ষমতায় এলে বিজেপি’ও রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল করতে চায়। রবিবার বিকালে রায়গঞ্জের রেলস্টেশন লাগোয়া ময়দানে সমাবেশে যোগ দিয়ে ওই দাবি করেছেন বিজেপি’র রাজ্য সভাপতি রাহুল সিংহ। দলের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে ‘জনচেতনা যাত্রা’ উপলক্ষে এদিন সমাবেশের আয়োজন করা হয়। বিজেপি’র রাজ্য সভাপতি অভিযোগ করেন, এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি নিয়ে কংগ্রেস ভাঁওতাবাজি করছে। তিনি বলেন, “কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছে। হাসপাতাল তৈরির কাজ এখনও শুরু হল না। কোনও দিন হবেও না। আমরা ক্ষমতায় এলে রায়গঞ্জে হাসপাতাল তৈরি করে দেখিয়ে দেব।” প্রদেশ কংগ্রেসের সদস্য উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপি’র কোনও অস্তিত্ব নেই। অস্তিত্বহীন দলের নেতার কথায় দীপা দেবীকে কেন মন্তব্য করতে হবে?”
|
ফরওয়ার্ড ব্লকের কর্মী ও নেতাদের বিরুদ্ধে পাঞ্জিপাড়ার কিছু ব্যবসায়ী যে তোলাবাজির অভিযোগ তুলেছেন তা অসত্য বলে দাবি করলেন চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ। গত ৩১ জানুয়ারি পাঞ্জিপাড়ার কিছু ব্যবসায়ী ওই অভিযোগ করেন। চাকুলিয়ার বিধায়কের গাড়ির চালকের বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ ওঠে। ফরওয়ার্ড ব্লক বিধায়ক বলেন, “আমাদের সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন বিরোধীরা। গোয়ালপোখরের বিধায়ক এবং তাঁর সঙ্গীরা গরু ব্যবসায়ীদের দিয়ে বদনাম করার চেষ্টা চালছে। আমাদের সংগঠনের কারও বিরুদ্ধে এই ধরনের অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানি বলেন “চাকুলিয়ার বিধায়ক মিথ্যা অভিযোগ করেছেন। আমাদের বদনাম করার জন্য তিনি এ ধরনের অভিযোগ করেছেন।”
|
বেআইনি রিকশার বিরুদ্ধে অভিযানে নামল রায়গঞ্জ পুরসভা। রবিবার থেকে পুরসভার ভাইস চেয়ারম্যান রনজকুমার দাসের নেতৃত্বে কাউন্সিলর ও পুরকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় ওই অভিযানে নেমেছেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১০-১১ সালে পুর এলাকায় ৩ হাজার ২৫০টি রিকশাকে লাইসেন্স দেওয়া হয়েছিল। কিন্তু তার মধ্যে প্রায় ১ হাজার ৫০০টি রিকশা ২০১১-১২ সালে লাইসেন্স নবীকরণ করেনি। রনজবাবু বলেন, “যে সমস্ত রিকশা লাইসেন্স নবীকরণ করেনি, তাদের আগামী ৩১ মার্চের মধ্যে তা করার জন্য সতর্ক করে দেওয়া হচ্ছে। পাশপাশি, বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে ঢুকে পড়া বহু বেআইনি রিকশাকে আটক করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
|
মালদহের চাঁচলে বন্ধ শিবরাম শিশু উদ্যান ফের চালু করতে উদ্যোগী হলেন বিধায়ক আসিফ মেহবুব। বিধায়কের উন্নয়ন তহবিলের ৩ লক্ষ টাকায় আগাছা পরিস্কার করে ওই শিশু উদ্যানের পরিকাঠামো গড়ে তোলা হবে। চলতি সপ্তাহেই ওই উদ্যানের পরিকাঠামো তৈরির কাজ শুরু হবে। ৬ বছর আগে ওই শিশু উদ্যান প্রয়াত বিধায়ক মহবুবুল হকের উদ্যোগে গড়ে ওঠে। দু’বছর বাদেই তা বন্ধ হয়ে যায়। ভেঙে পড়ে শিশু উদ্যানের নানা খেলার সরঞ্জাম। অযত্নে আগাছায় ভরে গিয়েছে শিশু উদ্যানের চারপাশ। মহকুমা সদরের একমাত্র শিশু উদ্যান বন্ধ হয়ে পড়ায় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। বিধায়ক বলেন, “এবার থেকে শিশু উদ্যানটির রক্ষনাবেক্ষণের দিকেও নজর রাখা হবে।” |