তরাই এবং ডুয়ার্স কোনও ভাবেই জিটিএ’র অন্তর্ভুক্ত করা চলবে না দাবি জানিয়ে এ বার আন্দোলনে নামছে আদিবাসী বিকাশ পরিষদ। পরিষদের ডুয়ার্স আঞ্চলিক কমিটির সম্পাদক মনোনিত হন রাজেশ লাকড়া। রবিবার তাঁর নেতৃত্বে নাগরাকাটায় এক জরুরি সভা ডেকে এ দিন ওই ব্যাপারে আন্দোলনের কথা জানানো হয়। জিটিএ’র ভেতরে তরাই, ডুয়ার্স অন্তর্ভুক্ত করাতে যে দাবি গোর্খা জনমুক্তি মোর্চা করছে তা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে নেতৃত্ব জানিয়ে দেন। রাজেশবাবু বলেন, “তরাই এবং ডুয়ার্সে গোর্খারা যে সংখ্যালঘু তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। এই এলাকা জিটিএ’তে অন্তর্ভুক্তির প্রশ্নই ওঠে না। ১৩ ফেব্রুয়ারি জিটিএ’র বিরোধিতায় সংকোশ থেকে জলপাইগুড়ি, শিলিগুড়ি হয়ে নকশালবাড়ি পর্যন্ত সাইকেল রালি হবে।” সভায় আদিবাসী বিকাশ পরিষদের ডাকে ডুয়ার্সের আরও ৭টি সংগঠন যোগ দেয়। প্রতিটি সংগঠনই র্যালিতে অংশ নেবে বলে জানায়। ১৯ ফেব্রুয়ারি নাগরাকাটায় র্যালির শেষে জনসভা করে জিটিএ বিরোধী আন্দলোনের পরবর্তী রূপরেখা স্থির করা হবে বলে জানানো হয়। এ দিন সভায় অংশ নিয়ে জনজাগরণ মালবাজারের সম্পাদক নীলাদ্রী চক্রবর্তী জানান, ডুয়ার্সে কাজ করছে যেসব সংগঠন তাদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হচ্ছে। পরিষদের রাজ্য সভাপতি বিরসা তিরকি বলেন, “মোর্চার সঙ্গে আঁতাতে পরিষদ থেকে বরখাস্ত হন জন বারলা, শুকরা মুন্ডারা। কারা তাঁদের ভাল চান বাসিন্দারা বুঝতে পারছেন। মানুষ আমাদের পাশেই দাঁড়াবেন।”
|
সারা দেশের মতো যথাযথ মর্যাদার সহিত রাজগঞ্জ, ফাঁসিদেওয়া ও সদর ব্লকের সর্বত্রই নবি হজরত মহম্মদের জন্মদিন পালিত হল রবিবার। এই উপলক্ষে রাজগঞ্জের ফুলবাড়ি, কামরাঙ্গাগুড়ি, জটিয়াকালী, সুখানি, ভোলাপাড়া, চাউলহাটি, বিন্যাগুড়ি, পানিকৌড়ি, বেলাকোবা, দশদরগা, ফাঁসিদেওয়া, জালাস, চটহাট, ঘোষপুকুর, বিধাননগর ইত্যাদি বিভিন্ন এলাকায় সুসজ্জিত শোভাযাত্রা বার করা হয়। ভোর থাকতেই এ দিন মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজের এলাকার মসজিদে সমবেত হয়ে নমাজে সামিল হন। কোরান পাঠ হয়। ধর্মীয় ও নবি হজরত মহম্মদের জীবনীর উপর আলোচনা হয়। এর পরে বিভিন্ন এলাকায় শোভায় যাত্রায় অংশ নেন বয়স্ক মানুষ থেকে শুরু করে ছোট ছেলেমেয়েরাও। এ দিন ফুলবাড়ি জামে মসজিদ, আমাইদিঘি জামে মসজিদ ও বাদলাগছ মসজিদ থেকেও শোভাযাত্রা বার করা হয়। শোভাযাত্রা বার করা হয় ফাঁসিদেওয়ার গোয়ালটুলি মাদ্রাসা ও চটহাটের চটহাট মসজিদ ও চটহাট মাদ্রাসা থেকে যৌথভাবে এবং তুফানডাঙ্গি, লিউসিপাখুরি মসজিদ থেকেও। বিধাননগরের লাহুগছ মাদ্রাসা থেকেও একটি বিশাল সুজ্জিত শোভাযাত্রা বার করা হয়। প্রায় তিন হাজার মানুষের ওই শোভাযাত্রা লাহুগছ শুরু করে বিধাননগরের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে। বেলাকোবা মসজিদ, বেলাকোবার মাঝাবাড়ি মসজিদ ও কালুয়াবাড়ি, এই তিন মসজিদ মিলে শোভাযাত্রা বার করা হয়। প্রায় আড়াই হাজার মানুষের ওই শোভাযাত্রা বেলাকোবার বিভিন্ন এলাকায় পরিক্রমা করে। এছাড়াও এই উপলক্ষে এ দিন সন্ধ্যায় ওই সব এলাকার প্রতিটি বাড়িতেও মিলাদ মহফিলের আয়োজন করা হয়। কোরান পাঠ পাঠ হয়। বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের তরফে রাতভর জলসার আয়োজন করা হয়। ফুলবাড়ি জামে মসজিদের ইমাম মৌলানা ফজলে করিম বলেন, “এই দিনটি মুসলিম সম্প্রদায় মানুষের কাছে গুরুত্বপূর্ণ। এ দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। সারা বিশ্বের জাতি ভেদ মানুষের জন্য ও দেশের কল্যাণে, দেশের শান্তিতে দোয়া করা হয়।”
|
বিদ্যুৎ টাওয়ারের সরঞ্জাম চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রাজগঞ্জ পুলিশ। রবিবার করতোয়া এলাকা থেকে দবির হোসেন নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। বাড়ি মাঝিয়ালি এলাকায়। পুলিশ সূত্রের খবর, ছ’মাস ধরে রাজগঞ্জের মাঝিয়ালি এলাকায় বিদ্যুৎ দফতরের এক ঠিকাদার সংস্থার মাধ্যমে বিদ্যুতের টাওয়ার বসানোর কাজ চলছে। দিন পনের আগে টাওয়ারের সরঞ্জাম চুরি হয়ে যায়। তদন্তে নেমে ঘটনায় জড়িত ওই দুষ্কৃতীকে ধরা হয়। ধৃতের থেকে চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধারও করেছে পুলিশ। ঘটনায় যুক্ত আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ।
|
কলেজ নির্বাচন কেন্দ্র করে সংঘর্ষের জের রবিবারও পড়ল ধূপগুড়িতে। শনিবার সংসদ নির্বাচনে ধূপগুড়ি কলেজে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। এস এফ আইএর অভিযোগ, এদিন সকালে তাদের ২ জন সমর্থক এবং একজন সিপিএম নেতাকে তৃণমূল মারধর করে। শহরের মধ্যে পুলিশের সামনে সংগঠনের পতাকা খুলে রাস্তায় ফেলে দেওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদ অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের তরফেও এসএফআইয়ের অভিযোগ অস্বীকার করা হয়েছে। ধূপগুড়ি থানার আইসি সুভাষ প্রধান বলেন, “এদিন শহরে গণ্ডগোল হয়েছে বলে আমাদের কাছে খবর নেই। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ কর্মী মোতায়েন ছিল।” শনিবার কলেজ সংসদ নির্বাচনের গণনায় কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয় তৃণমূল। ১৪৪ ধারা জারি অবস্থায় তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা কলেজে ঢুকে ভাঙচুর ও ব্যালট পেপার ছিঁড়ে দেয়। পুনরায় নির্বাচনের দাবি করে তৃণমূল ছাত্র পরিষদ। ফল ঘোষণার দাবিতে রাতে ফালাকাটা-ধূপগুড়ি সড়ক অবরোধ করে এস এফ আই।
|
উত্তরবঙ্গ জুড়ে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা বিভিন্ন চিট ফান্ড সংস্থাগুলির কাজকর্ম নিয়ে উদ্বিগ্ন রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন। রবিবার ফালাকাটায় জীবন বিমা নিগমের এজেন্টদের জলপাইগুড়ি বিভাগীয় কাউন্সিলের ৪৩ তম সভায় যোগ দিয়ে ওই উদ্বেগের কথা জানান বনমন্ত্রী। তিনি বলেন, “সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির তুলনায় ওই চিট ফান্ডগুলি বাসিন্দাদের আকর্ষণ করছেন। দ্রুত ওই সংস্থাগুলি নিয়ন্ত্রণ করা না গেলে সমস্যা হবে।”
|
বহু দাবিদাওয়ার পর রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের বন্ধুনগর ডি এন হাইস্কুল উচ্চ মাধ্যমিকে উন্নীত হল। স্কুল সূত্রের খবর, সম্প্রতি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে ওই সংক্রান্ত অনুমোদনের কাগজপত্র আসে স্কুলে। প্রধান শিক্ষিকা মধুমিতা দত্ত জানান, মাঝিয়ালি এলাকায় কোনও উচ্চ মাধ্যমিক স্কুল নেই। মাধ্যমিক পাশ করার পর অন্য কোনও উচ্চ মাধ্যমিক স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি হতে ছেলেমেয়েদের ভোগান্তিতে পড়তে হয়। তিনি বলেন, “এলাকার ছেলেমেয়েদের কথা ভেবে স্কুলটিকে উচ্চ মাধ্যমিকে উন্নীতকরণে শিক্ষা দফতরের দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসা হচ্ছিল। স্কুলটি উচ্চ মাধ্যমিক হওয়াতে আমরা সকলেই খুশি।” |