প্রতীকী প্রতিবাদ, পাল্টা প্রদর্শনী
কোনও আলোচনা ছাড়া উত্তরবঙ্গ উৎসবে অনুষ্ঠান সূচি থেকে চিত্র প্রর্দশনী বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ওই অভিযোগে প্রতীকী প্রতিবাদ জানাতে আলাদা প্রদর্শনীর আয়োজন করেছেন জলপাইগুড়ি-শিলিগুড়ির একাংশ চিত্র শিল্পী। রবিবার জলপাইগুড়িতে উত্তরবঙ্গ উৎসব নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শিল্পীদের প্রতিবাদ প্রসঙ্গে তিনি বলেন, “উৎসবে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা থাকছে। তাছাড়া যে চিত্র প্রদর্শনীর কথা বলা হচ্ছে, সেটি বিমূর্ত ছবির প্রদর্শনী। এই উৎসবে এ ধরনের চিত্র প্রদর্শনী সামঞ্জস্যপূর্ণ হবে না বলেই তা রাখা হচ্ছে না। শুধু পরিকাঠামো উন্নয়ন নয়। সংস্কৃতি ও মননের উন্নয়নও রাজ্য সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রী সেই চেষ্টাই চালাচ্ছেন। সকলকেই সামিল হতে আহ্বান জানাচ্ছি।” উত্তরবঙ্গ উৎসব শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি। ক্ষুদ্ধ শিল্পীরা ১২-১৪ ফেব্রুয়ারি পাল্টা চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন জলপাইগুড়িতে। শিল্পীদের তরফে নীহার মজুমদার বলেন, “উৎসবের প্রথম দিন থেকে স্থির হয়েছিল জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব কলাকেন্দ্রে চিত্র প্রদর্শনী হবে। ২৮ শিল্পীকে বাছাইও করা হয়। গত মাস পর্যন্ত উৎসবের সব বৈঠকে আমাদের ডাকাও হয়। সম্প্রতি ডাকা হচ্ছিল না। খোঁজ নিয়ে জানতে পেরেছি প্রদর্শনী বাদ দেওয়া হয়েছে।” শিল্পীদের অভিযোগ, সরকারি উদ্যোগে এ ধরনের অনুষ্ঠানেও কোনও আলোচনা-না করেই শেষ মুহূর্তে প্রদর্শনী বাতিল করে দেওয়ায় তাঁরা অপমানিত।. শিল্পী নীহারবাবু বলেন, “সরকারি অনুষ্ঠানে প্রদর্শনী রাখা না হলেও আমরা যে তা করতে পারি তা দেখাতেই পাল্টা প্রদর্শনীর আয়োজন করেছি।” উত্তরবঙ্গ উৎসবের মূল উদ্যোক্তা গৌতম বাবু বলেন, “ছবির বিষয়কে উৎসব থেকে বাইরে রাখা হয়নি। আজকে যারা শিল্পী তারাও তো শৈশবেই প্রথম রঙ-তুলি ধরেছিলেন। সেই শৈশবকে সন্মান জানাতেই উৎসবে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।” ১০ ফেব্রুয়ারি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করার পর ১১ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গে ১৯টি মঞ্চে একসঙ্গে অনুষ্ঠান হবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি ছাড়াও কোচবিহার, মালদহ, দুই দিনাজপুর জেলা সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে। ১২ ফেব্রুয়ারি থেকে শিলিগুড়ি মহকুমা ও জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি, ফালাকাটা ও লাটাগুড়িতে অনুষ্ঠান চলবে। নাচ, গান, যাত্রা, বাংলা ব্যান্ড, সিনেমা সবই থাকছে উৎসবের সূচিতে। সেই সঙ্গে ক্রিকেট, ফুটবল খো খো, কাবাডি-সহ গ্রাম বাংলার নানা খেলাধূলার আয়োজন থাকছে। শিলিগুড়িতে উৎসবের দিনগুলিতে নানা বিষয়ে আলোচনা সভাও রয়েছে। রাজ্য তথা উত্তরবঙ্গে শিল্প ভাবনা নিয়ে আলোচনায় শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অংশ নেওয়ার কথা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও থাকবেন আলোচনায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.