তান্ত্রিকের ফের পুলিশি হেফাজত |
সদ্যোজাতের মুণ্ড উদ্ধারের ঘটনায় ধৃত তান্ত্রিকের ফের পুলিশ হেফাজত হল। শালতোড়ার কোলাকুড়ি গ্রাম থেকে ধৃত লক্ষ্মীকান্ত কর্মকার নামের ওই তান্ত্রিককে শনিবার বাঁকুড়া আদালতে তোলা হলে তার চার দিন পুলিশ হেফাজত হয়। পুলিশের দাবি, ইতিপূর্বে তাকে জেরা করে ঘটনায় কিছু জিনিস উদ্ধার হয়েছে। শনিবার পুরুলিয়ার নিতুড়িয়ার আমডাঙা থেকে পুলিশ তান্ত্রিকের মা কল্যাণী কর্মকারকে আটক করে। তাঁর ভূমিকা খতিয়ে দেখতে তাঁকে জেরা করা হচ্ছে। এ দিন আদালতে পুলিশ ‘সিজার লিস্ট’ জমা দেয়। পুলিশ জানায়, তালিকায় উল্লেখ করা হয়েছে, মন্দির থেকে রক্ত লাগা একটি মাটির হাঁড়ি, শিশুর নাড়ি ও একটি খুকরি উদ্ধার করা হয়েছে। গত রবিবার কোলাকুড়ি গ্রামের শ্মশান লাগোয়া কালী মন্দিরে এক সদ্যোজাতের মুণ্ড পড়ে থাকতে দেখে বাসিন্দারা ওই তান্ত্রিককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। পুলিশ সিআইডি’র জেলা আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘটনার তদন্ত চালাচ্ছে।
|
সাঁতুড়ির মেলায় বাবুলাল মারান্ডি |
স্বাধীনতার ছয় দশক পরেও আদিবাসী সম্প্রদায়ের সার্বিক বিকাশ ঘটেনি বলে অভিযোগ তুললেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড বিকাশ সঙ্ঘের নেতা বাবুলাল মারাণ্ডি। শনিবার পুরুলিয়ার সাঁতুড়িতে বসে তিনি এই কথা জানান। তাঁর অভিযোগ, “স্বাধীনতার ছয় দশক পরেও আদিবাসী সম্প্রদায়ের সার্বিক বিকাশ ঘটেনি। আদিবাসী সম্প্রদায়ভুক্ত পরিবারগুলির আর্থিক মানোন্নয়ন হয়নি। শিক্ষার প্রসার হয়নি ওই সম্প্রদায়ের মধ্যে।” তিনি জানান, আদিবাসী সম্প্রদায়ের সার্বিক বিকাশের জন্য নির্দিষ্ট অ্যাকশন প্ল্যান তৈরি করে তা রূপায়ণের দায়িত্ব নিতে হবে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে।” পশ্চিমবঙ্গেও আদিবাসী সম্প্রদায়ের সার্বিক বিকাশ হয়নি বলে অভিযোগ ঝাড়খণ্ডের কোডরমার এই সাংসদের। সাঁতুড়ির পড়াডিহা গ্রামে আদিবাসী মিলন মেলার আয়োজন করেছিল পড়াডিহা গ্রামের আদিবাসী নারী বিকাশ সমিতি। শনিবার গ্রামের মাঠে দিনভর হয়েছে এই অনুষ্ঠান। সেখানেই আমন্ত্রিত হয়ে এসেছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
|
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থ সাহায্যে ‘মানবাধিকার বিকাশে শিক্ষা’ বিষয়ক একটি আলোচনা সভা হয়ে গেল সারেঙ্গার পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়ে। ওই মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে শুক্র ও শনিবার আলোচনা সভাটি হয়। অধ্যাপক শান্তিময় খাঁ জানান, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার কয়েকটি কলেজের অধ্যাপক, শিক্ষক ও ছাত্রছাত্রী মিলিয়ে ১৮০ জন প্রতিনিধি যোগদান করেছিলেন। কী ভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং মানবাধিকার বিকাশে শিক্ষার ভূমিকা যে অপরিসীম তা সবিস্তারে আলোচনা করা হয়।
|
তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র খাতড়া ব্লকের সপ্তম সম্মেলন হল রবিবার স্থানীয় গুরুসদয় মঞ্চে। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা সভানেত্রী অলকা সেন মজুমদার, তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি শ্যামল সরকার প্রমুখ। প্রায় ৬০০ জন শ্রমিক প্রতিনিধি যোগ দিয়েছিলেন।
|
আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি খড়ের পালুই। পাশাপাশি আরও দুটি খড় পালুই আংশিকভাবে পুড়ল। শনিবার রাতে সারেঙ্গার খামানি গ্রামের ঘটনা।
|
বাসের পিছনে একটি মিনি বাস ধাক্কা মারলে মিনিবাসের চালক-সহ ৪ জন জখম হন। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ২ নম্বর জাতীয় সড়কে জামুড়িয়ার বোগড়ার কাছে। |