• গত কালই সমাপ্ত হল পৃথিবীর বৃহত্তম ‘অ-বাণিজ্যিক’ বইমেলা, ‘কলকাতা পুস্তকমেলা’। বাণিজ্যিক দিক থেকে কিন্তু পৃথিবীর বৃহত্তম বইমেলাটি অনুষ্ঠিত হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে। এখানে প্রধানত প্রকাশক এবং পুস্তক-বিক্রেতারাই নিজেদের মধ্যে লেনদেন করেন। প্রকাশনা সংস্থার সংখ্যা এবং দর্শনার্থী দুই বিষয়েই এটি অন্যদের তুলনায় এগিয়ে। পঞ্চদশ শতকে যোহানেস গুটেনবার্গ-এর ছাপাখানা আবিষ্কারের প্রায় সঙ্গে সঙ্গেই ফ্রাঙ্কফুর্ট-এর কাছে মেন্জ শহরে স্থানীয় পুস্তক-বিক্রেতারা একটি বইমেলার আয়োজন করেন। ফলে এর ঐতিহ্য প্রায় পাঁচশো বছরের
বেশি পুরনো।
প্রতি বছর অক্টোবরের মাঝামাঝি ফ্রাঙ্কফুর্ট ট্রেড ফেয়ার-এ জার্মান পাবলিশারস অ্যান্ড বুকসেলারস অ্যাসোসিয়েশন-এর অধীনস্থ এক সংস্থা মেলাটির আয়োজন করে। পাঁচ দিনের মধ্যে প্রথম তিন দিন নির্দিষ্ট থাকে শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য, এবং শেষ দু’দিন যোগ দেন সাধারণ মানুষ। আন্তর্জাতিক চুক্তি ও ব্যবসার দিক থেকে ‘ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার’ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীর বিভিন্ন প্রকাশনা সংস্থা ও মাল্টিমিডিয়া কোম্পানির প্রতিনিধিরা এতে অংশ নেন আন্তর্জাতিক প্রকাশনার অধিকার এবং লাইসেন্স ফি নিয়ে আলোচনার জন্য।
• মার্কিন সরকার স্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট (সোপা) আর প্রোটেক্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট (পিপা) নামে দু’টি আইন চালু করতে চলেছে। এই আইনের সাহায্যে কোনও ওয়েবসাইট থেকে অন্য সাইট তথ্য সংগ্রহ করলে তার ওপরে কিছু বিধি-নিষেধ প্রয়োগ করা হবে। সহজ কথায়, ইন্টারনেট পাইরেসি আটকানোর জন্য তৈরি হচ্ছে এই নতুন আইনগুলি। অনলাইন দুনিয়া অবশ্য মনে করছে বিষয়টি অত সহজ নয়। তারা প্রায় এক মত, এটি ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের সরকারি কৌশল। প্রতিবাদে ১৮ জানুয়ারি নিজেদের ওয়েবসাইট ব্ল্যাক আউট করল উইকিপিডিয়া। ওয়েবপেজ কালো করে না রাখলেও নিজেদের লোগো কালো রঙে ঢেকে প্রতিবাদ জানাল গুগলও। ফেসবুক এবং টুইটার-ও এই বিষয়ে এক মত, কিন্তু তারা উপভোক্ত তাদের অসুবিধার কথা ভেবে প্রতিবাদে অংশ নেয়নি। প্রতিবাদ ও চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ইন্টারনেটে জালিয়াতি বিরোধী বিল পেশ স্থগিত রাখল মার্কিন সরকার। প্রসঙ্গত, আমাদের দেশেও এখন নানা ধরনের জঙ্গি মতামত ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এই ধরনের আইনের কথা ভাবছে সরকার। |
ভারতে ২০ কোটি মানুষের কাছে পৌঁছে গেল ইউনিক আইডেন্টিটি কার্ড বা একক পরিচয়পত্র (‘আধার’)। নন্দন নিলেকানির নেতৃত্বে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া এই পরিচয়পত্র তৈরির কাজ করছে। এই প্রকল্পে দেশের নাগরিকদের একটি বিরাট ডেটাবেস তৈরি করা হচ্ছে, যেখানে প্রত্যেকের সব রকম ‘বায়োমেট্রিক’ তথ্য, অর্থাৎ আঙুলের ছাপ, চোখের মণির ছবি ইত্যাদি ধরা থাকবে। এই কার্ডটির মাধ্যমে প্রত্যেকের সব পরিচয়পত্রকে একই সূত্রে বেঁধে ফেলা যাবে। কারও ড্রাইভিং লাইসেন্সে এক রকম ঠিকানা আর ভোটার পরিচয়পত্রে আর এক রকম এই কার্ড চালু হলে সেটা চলবে না। এই পরিচয়পত্রের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি কমানো সম্ভব হবে। যাঁর জন্য রেশনে খাদ্য বরাদ্দ হয়েছে, বা কর্মসংস্থান প্রকল্পের কাজ, সেটা তাঁর কাছেই পৌঁছোচ্ছে কি না, এ সব তথ্যও ধরা যাবে। |
অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট-এ পুরুষদের সিঙ্গলস ফাইনালে স্পেন-এর রাফায়েল নাদালকে হারিয়ে চ্যাম্পিয়ান হলেন সার্বিয়ার নোভাক জকোভিচ। অন্য দিকে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতলেন বেলারুশ-এর ভিক্টোরিয়া আজারেঙ্কা। ফাইনালে তিনি হারালেন মারিয়া শারাপোভাকে। অন্য দিকে ভারতও খালি হাতে ফিরল না অস্ট্রেলিয়ান ওপেন থেকে। ভারতের লিয়েন্ডার পেজ এবং তাঁর চেক সঙ্গী রাদেক স্টেপানেক ডাবলস খেতাব পেলেন। এটি লিয়েন্ডারের তেরো নম্বর গ্র্যান্ড স্ল্যাম খেতাব।
|
১৯৯৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বন্ধু ডেভিড ফিলোর সঙ্গে মিলে ‘ইয়াহু’ তৈরি করেন তিনি। কিন্তু গুগল, ফেসবুক-এর সঙ্গে প্রতিযোগিতায় ক্রমশ পিছিয়ে পড়ছিল ইয়াহু। সেই সূত্রে ইস্তফা দিলেন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা জেরি ইয়্যাং। |