নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পঞ্চায়েত যুব ক্রীড়া অউর খেল অভিযান (পাইকা)-এর উদ্যোগে জাতীয় খো খো এবং কবাডির আসর বসছে শিলিগুড়িতে। ৯-১২ ফেব্রুয়ারি শিলিগুড়ি হিন্দি হাই স্কুল মাঠে ওই প্রতিযোগিতা হবে। খো খো’র বাংলা দলে সুযোগ পেতে উত্তরবঙ্গের ১৭ জন অনুশীলন শিবিরে অংশ নিয়েছেন। মেয়ে রয়েছেন ১০ জন। কবাডির বাংলা দলের অনুশীলন শিবিরে রয়েছেন ৫ উত্তরবঙ্গের খেলোয়াড়। মূল দলে তাঁদের অনেকেই সুযোগ পেতে চলেছেন। বিভিন্ন রাজ্য থেকে ছেলে এবং মেয়েদের ২২টি করে দল অংশ নিচ্ছে খো খো প্রতিযোগিতায়। কবাডিতে ২২ দল অংশ নেবে। খেলোয়াড়, অফিসিয়াল, সাই এবং ক্রীড়া বিভাগের কর্তারা সব মিলিয়ে প্রায় ১৫০০ জন আাসছেন বিভিন্ন রাজ্য থেকে। তাঁদের থাকা, খাওয়ার বন্দোবস্ত সমস্তই আয়োজক কমিটির তরফে করা হচ্ছে। আয়োজনের মূল দায়িত্বে রয়েছে শিলিগুড়ি মহকুমা খো খো এবং কবাডি অ্যাসোসিয়েশন। সহযোগিতার হাত বাড়িয়েছে কেন্দ্রের ক্রীড়া এবং যুব কল্যাণ দফতর, রাজ্য ক্রীড়া দফতরও। উদ্বোধন অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছাড়াও ক্রীড়া মন্ত্রী মদন মিত্র, পঞ্চায়েত এবং জন স্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, “জাতীয় খো খো কাবাডির আসর চলাকালীন মুখামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে আসছেন উত্তরবঙ্গ উৎসবে যোগ দিতে। সে সময় জাতীয় প্রতিযোগিতার আসরে তাঁকে উপস্থিত থাকতে আমন্ত্রণও জানানো হয়েছে।” বিভিন্ন রাজ্য থেকে আসা খেলোয়াড়দের জন্য এনজেপি, শিলিগুড়ি জংশন স্টেশন এবং কেন্দ্রীয় বাস টার্মিনাসে সহায়তা কেন্দ্র করা হচ্ছে। তাদের সাহায্য করতে মাইকে হিন্দি এবং ইংরেজিতে ঘোষণা করে তথ্য দেওয়া হবে। আয়োজক কমিটির সভাপতি নান্টু পাল জানান, প্রথমে ঠিক হয়েছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রতিযোগিতা হবে। তবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উত্তরবঙ্গ অনুষ্ঠানের মূল মঞ্চ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হওয়ায় জাতীয় খো খো এবং কাবাডি প্রতিযোগিতা হিন্দি হাই স্কুলের মাঠে করা হচ্ছে। সেখানে খেলোয়াড়দের একাংশের থাকার বন্দোবস্ত থাকছে। |