নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আইপিএলে সহারা পুণে ওয়ারিয়র্সের ভবিষ্যৎ কী, তিনি জানেন না। বোর্ড বনাম সহারা দ্বৈরথ বিতর্কেও ঢুকছেন না। শান্তাকুমারণ শ্রীসন্থ শুধু চাইছেন, তাঁর প্রিয় ‘দাদা’ যেন এ বারের আইপিএলে নামতে পারেন। যে কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে।
“সহারার ব্যাপারে আমি কোনও কথা বলতে চাই না। জানিও না। কিন্তু চাই, দাদা (সৌরভ গঙ্গোপাধ্যায়) যে কোনও টিমের হয়ে অন্তত খেলুক,” শহরে একটি ক্রিকেট কার্নিভালে যোগ দিতে এসে এ দিন বললেন শ্রীসন্থ। একটু থেমে ফের বললেন, “আসলে আমার ভারতীয় দলে খেলার পিছনে দাদার বিরাট ভূমিকা আছে। বছর দশেক আগে ও কেরলে এসে আমার বোলিং দেখে আমার কোচকে বলেছিল, এই ছেলেটার দিকে নজর রাখবেন। মশলা আছে। তাই দাদা-র ভাল হলে আমারও ভাল লাগবে।” |
রবিবার কলকাতায় শ্রীসন্থের ছবি তুলেছেন শঙ্কর নাগ দাস |
শনিবার তাঁকে নিলামে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। নতুন টিমে এলেও শ্রীসন্থের চোট এখনও সারেনি। মাস দেড়েকের বেশি লাগতে পারে মাঠে ফিরতে। “আইপিএলে ভাল করতে চাই। কারণ সেপ্টেম্বরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। জাতীয় দলে থাকতে হবে।” আফশোস শুধু একটা ব্যাপারে। যুবরাজ সিংহের জটিল অসুস্থতা নিয়ে। “টিমে যুবি আমার বড় দাদা ছিল। আর ওরই এমন হল,” বিবেকানন্দ পার্কে কথা বলতে গিয়ে গলা ধরে আসে শ্রীসন্থের। “শুধু প্রার্থনাই ওর জন্য করতে পারি।” |