টুকরো খবর |
দীপেন্দু-সাইনিরাও নিলামে উঠবেন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দীপেন্দু বিশ্বাস, নাসিমেন্টো সিলভেইরা, অরুণ মালহোত্র, হরদীপ সাইনির মতো প্রায় দেড়শো ফুটবলার শুক্র বা শনিবার নিলামে উঠবেন। ক্রেস্পো, কানাভারোদের মতোই প্রিমিয়ার লিগ সকার বা পি এল এসের ছয় ফ্রাঞ্চাইজি কিনে নেবেন বাংলা-সহ ভারতের বিভিন্ন জায়গার পরিচিত ফুটবলারদের। খেলার সূচি, মাঠ কী ভাবে সাজানো হবে, ফুটবলারদের কবে নিলামে ওঠানো হবে তা ঠিক করতে আজ সভায় বসছেন ক্লাবগুলির কর্তারা। ১৫ ফেব্রুয়ারির মধ্যেই ভিন রাজ্যের ফুটবলারদের আন্তঃ রাজ্য ছাড়পত্রে সই করতে হবে। সে জন্যই খুব দ্রুতই তাদের নিলামে তুলতে চায় আই এফ এ। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় রবিবার বললেন, “আমি চাই সামনের সপ্তাহের যে-কোনও দিন এটা করে ফেলতে।”
|
স্পিনাররা ডোবাল সাফাই ধোনির
সংবাদসংস্থা • মেলবোর্ন |
এক দিনের সিরিজের প্রথম ম্যাচে হেরে মহেন্দ্র সিংহ ধোনি জানিয়ে দিলেন, স্পিনারদের ব্যর্থতাই ডুবিয়েছে দলকে। বলেছেন, “স্পিনারদের বড় বেশি লুজ বল দেওয়ার খেসারত আমাদের দিতে হল।” আরও জানিয়েছেন, বড় জুটিও গড়তে পারেননি তাঁরা। অস্ট্রেলিয়ার জন্যও একটা দুঃসংবাদ থাকছে। ডান পায়ের কড়ে আঙুলের হাড় ভেঙে ব্রেট লি ছিটকে গেলেন পুরো ত্রিদেশীয় সিরিজ থেকেই। সারতে লাগবে চার থেকে ছ’সপ্তাহ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ধোনির একটি শট তাঁর পায়ে লাগে।
|
চাপে পূর্বাঞ্চল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দলীপ সেমিফাইনালের দ্বিতীয় দিন উত্তরাঞ্চলের পেসার পরবিন্দর আওয়ানা (৬-৮৪) একাই মুড়িয়ে দিলেন পূর্বাঞ্চলের প্রথম ইনিংস। আগের দিনের ২৫৮-৪ থেকে ৫৭ রানে শেষ ৬ উইকেট হারালেন ঋদ্ধিমান সাহারা। শেষ চার উইকেট পড়ে মাত্র ১৫ রানে। ৩১৫ রানে পূর্বাঞ্চলকে আটকে রেখে উত্তরাঞ্চল প্রথম ইনিংসে আপাতত ১৬২-৩ তুলে ভাল জায়গায়। বলে অশোক দিন্দা (২-৬২) এবং ব্যাটে ঋদ্ধি (১২৪) ছাড়া পূর্বাঞ্চলের আর কেউ দাগ কাটতে পারেননি।
|
জিতল মহমেডান
নিজস্ব প্রতিবেদন |
আই লিগ প্রথম ডিভিশনের দিকে এক ধাপ এগিয়ে গেল মহমেডান এবং সিকিম ইউনাইটেড। রবিবার শিলচরে ঈগলস এফসি-কে ৭-২ উড়িয়ে দিল সিকিম। একই দিনে দিল্লিতে ভাস্কোর বিরুদ্ধে ১-০ জিতল মহমেডান। গোলদাতা আলফ্রেড। সিকিমের জয়ে একটি গোল করলেন ভাইচুং। বিরতির পরে ৩৭ মিনিট মাঠে ছিলেন তিনি। বাকি ছ’টি র মধ্যে দু’টি করে গোল বিদেমি ও কুইনটনের। একটি করে থোই সিংহ এবং বাবাতুন্ডের। গোলের ব্যবধান বাড়াতে পারত মহমেডানও। সুযোগ নষ্টের বদভ্যাসে পারেনি।
|
০-৩ থেকে ৩-৩ রুনিদের
সংবাদসংস্থা • লন্ডন |
একপেশে ম্যাচ যে এ ভাবে নাটকীয় হয়ে দাঁড়াবে কে জানত? ম্যাচের পঞ্চাশ মিনিট পর্যন্ত স্কোরলাইন দেখাচ্ছিল: চেলসি ৩, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ০। কিন্তু জোড়া পেনাল্টি থেকে রুনির গোলে ম্যাচের মোড় ঘুরতে শুরু করে। তৃতীয় গোলটি করেন হার্নান্ডেজ। চেলসির হয়ে গোল দেন মাতা, ইভান্স (আত্মঘাতী), লুইস। স্টামফোর্ড ব্রিজে ড্র করে ২৪ ম্যাচ থেকে ম্যান ইউ ৫৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে। একে ম্যাঞ্চেস্টার সিটি (৫৭)।
|
খেলোয়াড়দের চাকরির সুযোগ বাড়ছে পুলিশে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য পুলিশে খেলোয়াড়দের চাকরির সুযোগ আরও বাড়ানোর কথা ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। ব্যারাকপুরে পুলিশের বার্ষিক ক্রীড়া মিটে ক্রীড়ামন্ত্রী বলেন, “পুলিশে খেলোয়াড়দের চাকরির কোটা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ হতে পারে।” রাজ্য ক্রীড়া পর্ষদের পক্ষ থেকে রাজ্য পুলিশকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন মন্ত্রী।
|
ম্যারাথন |
|
রবিবার ছবি দু’টি তুলেছেন মনোজ মুখোপাধ্যায়। |
গোলাপট্টি কিশোর সংঘের পরিচালনায় ১৩ তম পুরুষদের ৪২ কিলোমিটার ম্যারাথন দৌড়ে প্রথম হয়েছেন নদিয়ার বিশ্বনাথ পাল। সময় নিয়েছে ২ ঘণ্টা ৪৮ মিনিট ৩২ সেকেন্ড। মালদহ মুসলিম ইন্সস্টিটিউট থেকে বিশ্বনাথ প্রতিনিধিত্ব করেন। মহিলাদের ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ে প্রথম হয়েছেন নদিয়ার অনুপমা সরকার। সময় নিয়েছে ৪২ মিনিট ১৯ সেকেন্ড। রবিবার পুরুষদের ম্যারাথন দৌড়ে ৭২ জন ও মহিলাদের ম্যারাথনে ২১ জন অংশ নেয়। এ দিন সকাল ৮টায় মানিকচকের নূরপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে পুরুষদের ম্যরাথন দৌড় শুরু হয়েছিল। কোতুয়ালি থেকে সকাল ৯টায় মহিলাদের ম্যারাথন শুরু হয়। দুটি ম্যারাথন শেষ হয় মালদহ শহরের নেতাজি মোড়ে।
|
ম্যাচ বন্ধ মাঝপথে |
রবিবারও স্থানীয় ক্রিকেট ঝামেলাহীন থাকল না। বালিগঞ্জ ইউনাইটেড-মনোহরপুকুর মিলন সমিতি ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে গেল। অভিযোগ, মিলন সমিতি কর্তাদের ঝামেলায়। মিলন সমিতির ‘হোম’ দেশপ্রিয় পার্কে ব্যাট করতে গিয়ে বালিগঞ্জ ক্রিকেটাররা দেখেন, পিচের একটা অংশের অবস্থা খারাপ। আম্পায়াররা তা মেরামত করে খেলা শুরু করেন। বিপক্ষের ২৩০ রানের জবাবে যখন বালিগঞ্জ ১১১-২ স্কোরে ভাল অবস্থায়, তখন মিলন সমিতি কর্তারা আপত্তি তোলেন ওই রকম পিচে ম্যাচ করা নিয়ে। মাঠেও ঢুকে পড়েন বলে অভিযোগ। আম্পায়াররা বাধ্য হয়ে ম্যাচ বন্ধ করে দেন।
|
ক্লাব জোটের সভায় যাচ্ছে ইস্টবেঙ্গলও |
আই লিগে স্বতন্ত্র কমিটি, টিভি স্বত্ত্বের দাবি নিয়ে আই লিগের ক্লাবগুলি যে জোট বাধছে তাতে শামিল হচ্ছে ইস্টবেঙ্গলও। ক্লাবকর্তা দেবব্রত সরকার বললেন, “আমরা যাচ্ছি।” মঙ্গলবার মুম্বইতে পুণে এফ সি-র সচিব চিরাগ তান্নার ডাকে মিলিত হচ্ছে ক্লাবগুলি। চিরাগ ফোনে দাবি করলেন, ফেডারেশনের দল পৈলান অ্যারোজ ছাড়া সব দলই সভায় যোগ দেবে।
|
অন্য খেলায় |
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হল রবিবার। |
|