নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মারগাওতে র্যান্টি মার্টিন্সদের ১-০ হারিয়ে আই লিগ ফের জমিয়ে দিল পুণে এফ সি।
কলকাতায় লাল-হলুদ জার্সি পরে খেলে যাওয়া আরাতা আজুমির হাসি ফোটালেন কলকাতার দুই প্রধানের মুখে। বড় ম্যাচ ড্র করে যে ক্ষতি হয়েছিল ট্রেভর মর্গ্যান ও সুব্রত ভট্টাচার্যের দলের, তা কিছুটা পুষিয়ে দিয়েছে পুণের আরাতার গোল।
রবিবার বিকেলে দুই টিমের কোচ, ফুটবলার এবং সমর্থকদের মন পড়ে ছিল ফাতোরদা স্টেডিয়ামে। ডেম্পোর হারে সেখানে চাপা উল্লাস।
ইস্টবেঙ্গল কোচ মর্গ্যান বললেন, “সুবিধা তো হলই। ডেম্পো আর একটা ম্যাচ হারলে আর আমরা পরের লাজং ম্যাচ জিতলেই কথা বলার দূরত্বে চলে আসব। ডেম্পোর সঙ্গে আমাদের ম্যাচ তো বাকি।” তবে মর্গ্যান মেনে নিচ্ছেন, কলকাতা থেকে শিলংয়ে গিয়ে ওখানকার আবহাওয়ায় খেলতে হবে। “কঠিন ম্যাচ জানি। কিন্তু শনিবারের মতো খেলতে পারলেই জিতে যাব।” এই ম্যাচে কার্ডের জন্য পেন খেলতে পারছেন না, সেটাও চিন্তা বাড়িয়েছে তাঁর।
ডোমজুড়ে একটি ফুটবল ফাইনালে পুরস্কার দিতে গিয়েছিলেন সুব্রত ভট্টাচার্য, সেখান থেকেই খোঁজ রাখছিলেন মারগাওয়ের। ফেরার পথে বললেন, “শুধু আমাদের নয়, সুবিধা তো ইস্টবেঙ্গলেরও হল। এ রকম অঘটন আরও ঘটবে। দেখুন, কাল চার্চিল কী করে। তবে আমার মতে আরও চারটে ম্যাচ না গেলে কিছু বলা যাবে না।” মোহনবাগানের পরের ম্যাচ ১১ ফেব্রায়ারি মুম্বই এফ সি-র সঙ্গে। যুবভারতীতে। সেই ম্যাচে চোটের জন্য খেলতে পারবেন না ব্যারেটো, হাদসন লিমা, রহিম নবি। কার্ড সমস্যায় গ্যালারিতে থাকতে হবে সুনীল ছেত্রীকেও। “যারা আছে তাদের নিয়েই পয়েন্ট তুলতে হবে। জিততে হবে। না হলে যে সুযোগটা আজ এল সেটার দাম থাকবে না।” বলে দিলেন মোহনবাগান টিডি।
কোচ-টিডির মতো দুই প্রধানের ফুটবলাররাও খুশি লিগ শীর্ষে থাকা ডেম্পোর হারে। পৈলান অ্যারোজ ম্যাচে লাজংকে মাপতে এসে টোলগে ওজবে তো বলেই দিলেন, “আমি তো গতকালই বলেছিলাম খেতাব জয়ের লড়াইতে আমরা এখনও আছি।” আর মোহনবাগানের ওডাফা ওকোলির মন্তব্য, “আমাদের শুধু নয়, সবারই সুবিধা হল। আমি তো উত্তেজনায় বারবার খোঁজ নিচ্ছিলাম গোয়ায় কী হচ্ছে। ডেম্পোর হারে যে সুযোগটা এসেছে সেটা কাজে লাগাতে চাই।”
আজ সোমবার দুটি ম্যাচ। পুণেতে চার্চিল খেলবে মুম্বই এফ সি-র সঙ্গে। মারগাওতে সালগাওকর খেলবে প্রয়াগ ইউনাইটেডের সঙ্গে। বেটোরা আজ জিতলে একটি ম্যাচ কম খেলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে চলে যাবেন। ফলে ওই ম্যাচটির দিকেও তাকিয়ে থাকবে কলকাতা। প্রয়াগ জিতলে তারা টপকে যাবে ইস্টবেঙ্গল-মোহনবাগানকে। তবে সঞ্জয় সেনের টিমের অবস্থা কাহিল। ইয়াকুবু এ দিন দলের সঙ্গে যোগ দিলেও চোটের জন্য খেলতে পারবেন না বেলো রাজ্জাক, ভিনসেন্ট, লালকমল, জয়ন্তরা। এ দিকে যুবভারতীতে রবিবার লাজংয়ের কাছে ০-২ হারল পৈলান অ্যারোজ।
|
প্রয়াগ ইউনাইটেড : সালগাওকর (মারগাও) |