বরালিতে বুনো হাতির তাণ্ডব
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বুনো হাতির পালের তাণ্ডবে ব্রহ্মপুত্রের তীরে বরালির বিস্তীর্ণ এলাকায় ফসল বিনষ্ট হয়েছে। মারা গিয়েছে দু’টি গরু। বহু গবাদি পশু জখম। কয়েকদিন ধরে শ’খানেক হাতির একটি বড় দল যোরহাট, গোলাঘাট এলাকায় ঘুরছে। তাদের পায়ের চাপে ১০০ বিঘা কপি খেত নষ্ট হয়েছে। কাল রাতে, তারা বরালি এলাকায় আসে। পালান গ্রামবাসীরা। গবাদি পশুরা হাতির পালের সামনে পড়ে। আজ সকালে, প্রাণীসম্পদ বিভাগের চিকিৎসকেরা এলাকায় গিয়েছেন। হাতির হানায় ফসল হারানো কৃষকেরা, ব্যাঙ্কের ঋণ মকুব করার দাবিতে আন্দোলনে নেমেছেন। |
সাদা বাঘিনির মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
জামশেদপুরের টাটা স্টিল জুওলজিক্যাল পার্কের অন্যতম আকর্ষণ সাদা বাঘিনি রিতা আর নেই। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেকদিন ধরেই চিকিৎসাধীন ছিল রিতা। গত কাল ওই চিড়িয়াখানারই পশু চিকৎসাকেন্দ্রে তার মৃত্যু ঘটে। |