রাস্তা পেরোচ্ছেন তিনি। বিষ্ণুপুর-সোনামুখী সড়কে
পাথরমোড়া গ্রামের কাছে রবিবার শুভ্র মিত্রর তোলা ছবি।
|
শীতের মিঠে রোদ পোহাতে। দক্ষিণ ২৪ পরগনার
ভগবতপুর কুমির প্রকল্পে ছবি তুলেছেন দিলীপ নস্কর। |
মেদিনীপুরে সম্মেলনের পর চলছে কলেজ
মাঠ পরিষ্কারের কাজ। ছবি: রামপ্রসাদ সাউ। |
মালবাজার পার্কে শুরু হল ফুলমেলা। রবিবার বিকেলে এই ফুলমেলার উদ্বোধন করেন বনমন্ত্রী হিতেন বর্মন। উপস্থিত
ছিলেন বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান খগেশ্বর রায়ও। মেলা চলবে সোমবার পর্যন্ত। মালবাজার শহর ছাড়াও ডুয়ার্সের
বেশ কয়েকটি চা বাগান থেকে উৎসাহীরা ফুল পাঠিয়েছেন প্রদর্শনীর জন্য। হিতেনবাবু বলেন, “চা বাগান এলাকার
ফাঁকা জায়গায় ধান, ফসল চাষ করে হাতির হামলায় ক্ষতির মুখে পড়েন বাসিন্দারা। ফুল চাষ করলে ওই বাসিন্দারা
লাভবান হতে পারেন। উদ্যান পালন বিভাগের উত্তরবঙ্গের ডিএফও রানা দত্ত জানান, মোট ৪১ জন প্রতিযোগী
তাদের ২২৪ টি টব নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ছবি তুলেছেন দীপঙ্কর ঘটক।
|
সন্তোষ মিত্র স্কোয়্যারে ডগ শো। রবিবার। ছবি: বিশ্বনাথ বণিক |