শিল্প-তালুক হলদিয়াকে ‘ক্রিটিক্যালি পলিউটেড জোন’ থেকে মুক্ত করার আশ্বাস দিলেন রাজ্যের পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। রবিবার বিকেলে হলদিয়া টাউনশিপে ব্রজনাথচক ‘আজাদ হিন্দ স্মৃতি সঙ্ঘ’ আয়োজিত ভলিবল প্রতিযোগিতায় এসে এমনটাই জানান তিনি। পরিবেশমন্ত্রী কথায়, “হলদিয়া যে পরিবেশগত সমস্যার মধ্যে রয়েছে তা নিয়ে আমি ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চিন্তিত। আমরা কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী জয়ন্তী নটরাজনের সঙ্গে কথা বলেছি। আশা করছি সমস্যা থেকে মুক্তি মিলবে। আবার এখানে শিল্পের জোয়ার আসবে।” |
মাঠে পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। ছবি: আরিফ ইকবাল খান। |
প্রসঙ্গত, দেশের ৪৩টি শহরের সঙ্গে হলদিয়াকেও ‘ক্রিটিক্যালি পলিউটেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। গত শুক্রবারই চেম্বার অফ কমার্সের একটি আলোচনাসভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ‘অ্যাকশন প্ল্যান’ তৈরি করার কথা বলেছিল শিল্পসংস্থাগুলি। এ দিন সুদর্শনবাবুও বলেন, “এখানে গ্রিনবেল্ট বাড়াতে হবে। শিল্পসংস্থাগুলিকে উদ্যোগী হওয়ার জন্য অনুরোধ করছি।” এ দিনের ভলিবল প্রতিযোগিতায় কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা সহ-৮টি জেলার ৮টি দল যোগ দেয়। |