টুকরো খবর
স্কুলে অনুষ্ঠান
সম্প্রতি দুর্গাপুর টিএন হাইস্কুলের ৭২তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়, এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, মেয়র রথীন রায়, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান স্বপন ঘোষ, কাউন্সিলর বিশ্বনাথ পাড়িয়াল প্রমুখ। স্কুল পরিচালন সমিতির সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, স্কুলের উন্নয়নে স্বপনবাবু ৫ লক্ষ ৭০ হাজার টাকা, অপূর্ববাবু দু’লক্ষ টাকা, রথীনবাবু দেড় লক্ষ টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী গোবিন্দলাল বিশ্বাস দেন এক লক্ষ টাকা। স্পোর্টস কমপ্লেক্সের সীমানা পাঁচিল গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এডিডিএ’র চেয়ারম্যান।

তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ
কিছুদিন আগেই রিষড়ায় পুরসভার আট জন কংগ্রেস কাউন্সিলর যোগ দিয়েছিলেন তৃণমূলে। রবিবার সকালে সেই রিষড়াতেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বেশ কয়েক জন। এ দিন বাগখালে কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন হয়। একটি সভাও হয় সেখানে। ওই সভাতেই জনা পঞ্চাশ তৃণমূল কর্মী আনুষ্ঠানিক ভাবে তাদের দলে যোগ দেন বলে কংগ্রেসের দাবি। ওই সব তৃণমূূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেসের জেলা সভাপতি দিলীপ নাথ। উপস্থিত ছিলেন দলের বর্ষীয়ান নেতা আব্দুল মান্নান, গিরিধারী সাহা, রিষড়া পুরসভায় দলের এক মাত্র কাউন্সিলর ব্রহ্মদেও রবিদাস প্রমুখ। কংগ্রেস শিবিরের দাবি, মূলত রিষড়া পুরসভার ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা এ দিন কংগ্রেসে এলেন। তৃণমূল নেতৃত্বের দাবি, আট জন কাউন্সিলর দল ছেড়ে বেড়িয়ে যাওয়ায় কংগ্রেস চাপে পড়েছে। সেই কারণেই ‘ভুল বুঝিয়ে’ তাদের কয়েক জন কর্মী-সমর্থককে দলে নিয়েছে।

দুর্ঘটনা, গ্রেফতার চালক
গাড়ির ধাক্কায় জখম হলেন এক মোটর বাইক আরোহী। রবিবার ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের মাহেশের রথের কাছে। গুরুতর জখম অবস্থায় অশোক রায় নামে ওই বাইক আরোহীকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন দুপুর সওয়া ২টো নাগাদ শ্রীরামপুরের একটি গ্যারাজ থেকে বাইক সারিয়ে রিষড়ায় ফিরছিলেন চালক অশোক সিংহ। গাড়িতে আরও কয়েক জন ছিলেন। মাহেশের রথের কাছে উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইককে গাড়িটি ধাক্কা মারে। বাইক চালক অশোক রায় রাস্তায় ছিটকে পড়েন। বেগতিক বুঝে গতি বাড়িয়ে গাড়িটি পালাতে থাকে। আশপাশের লোকজন সেটিকে থামানোর চেষ্টা করেন। ইট মেরে কাচ ভাঙা হয়। গাড়িটি অবশ্য সকলের নাগাল এড়িয়ে পালায়। এ দিকে, দুর্ঘটনার খবর পৌঁছয় রাস্তায় টহলরত পুলিশকর্মীদের কাছে। তাঁরা ধাওয়া করে রিষড়ার ৪ নম্বর গেটের কাছে গাড়িটি ধরে ফেলেন। চালক অশোক সিংহকে গ্রেফতার করা হয়েছে। তিনি মদ্যপ ছিলেন বলে অভিযোগ। গাড়িতে থাকা লোকজন অবশ্য পালিয়ে গিয়েছেন।

যুবককে মারধর পুড়শুড়ার গ্রামে
এক তরুণীর সঙ্গে ‘সম্পর্ক’ রাখার অভিযোগে মারধর করা হল এক যুবককে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পুড়শুড়ায়। হাড়ুয়া গ্রামের বাসিন্দা নেপাল জানা নামে ওই যুবকের দাবি, বছর দু’য়েক ধরে ওই মেয়েটির সঙ্গে তাঁর সম্পর্ক নেই। পথেঘাটে দেখা হয় মাত্র। শনিবার সকালে বাজারে যেতে গিয়ে তেমন ভাবেই দেখা হয়েছিল। কোনও কথা হয়নি। অথচ ওই ঘটনার অজুহাতেই মারধর করা হল তাঁকে। পুলিশ জানায়, নেপালকে ডেকে পাঠানো হয়েছিল স্থানীয় গোপীনাথপুরে, গ্রাম-সংলগ্ন কানানদীর ধারে। সেখানেই মারধর করা হয় তাঁকে। রাতভর জখম অবস্থায় পড়েছিলেন নেপাল। ভোরের দিকে তাঁকে উদ্ধার করে ভর্তি করা আরামবাগ মহকুমা হাসপাতালে। পঙ্কজ জানা ও তাঁর চার ভাইয়ের নামে অভিযোগ দায়ের হয়েছে থানায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা পলাতক। খোঁজ চলছে।

মারামারিতে জখম দু’ভাই
আরামবাগের রামনগর গ্রাম-সংলগ্ন মাঠে জমির আল ছাঁটাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় দুই ভাইয়ের উপরে হামলার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। কোদালের কোপ মারা হয় তাঁদের। গুরুতর জখম অবস্থায় সব্যসাচী কুণ্ডু ও তাঁর ভাই পার্থসারথিকে ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে। সব্যসাচীবাবুর অভিযোগ, দুই প্রতিবেশী অন্যায় ভাবে তাঁদের জমি দখল করেছেন। প্রতিবাদ করেও লাভ হয়নি। সব্যসাচীর কথায়, “বাধ্য হয়ে আমাদের নিজেদের দিকের আল ছাঁটতে চাইলে ওরা লাঠিসোঁটা নিয়ে চড়াও হয়। কোদালের কোপ মারে।” তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রমিকের মৃত্যু
ক্রেনের তার ছিঁড়ে লোহার যন্ত্রাংশ মাথায় পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ঘটনাটি ঘটে রিষড়ার বাগখালে একটি স্টিল প্ল্যান্টে। মৃতের নাম হেমন্ত প্রধান (৩৫)। তিনি রিষড়াতেই থাকতেন। পুলিশ ও কারখানা সূত্রের খবর, শনিবার সকাল ১০টা নাগাদ কাজ করছিলেন হেমন্ত। সে সময়ে আচমকাই একটি লোহার পাত তাঁর মাথায় পড়ে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার প্রতিবাদে ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান সহকর্মীরা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। দেহ ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়।

মাছ চাষিদের সরকারি ত্রাণ
গত ২০১০ সালের খরায় ক্ষতিগ্রস্ত আরামবাগ ব্লকের ১৫টি গ্রাম পঞ্চায়েতের চাষিরা সরকারি ত্রাণ পেলেন শুক্রবার। ব্লক মৎস্য আধিকারিক মহাদেব মুকুল আরামবাগ ব্লক চত্বরেই ওই ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন। মোট ১৭ জন মাছ চাষিকে ৯০০ পিস করে রুই কাতলার চারা, ২০ কেজি করে চুন এবং ৪ কেজি করে ডিএপি দেওয়া হয়। এ ছাড়া, তাঁদের প্রত্যেককে ১৮ ইঞ্চির একটা করে হাঁড়ি এবং ঘুরিয়ে ফেলার জালও দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিডিও মৃণালকান্তি গুঁই, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা কুণ্ডু এবং পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শম্ভু বাগ।

আরামবাগে অনুষ্ঠান
শনিবার আরামবাগের গৌরহাটি স্বামীজি সঙ্ঘের পরিচালনায় স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান হল। এ দিন সকালে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.