বেলেঘাটা খাল থেকে রবিবার অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। ডিসি (ইএসডি) সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ওই ব্যক্তির বয়স আনুমানিক পঁয়ত্রিশ। মৃতের পরনে ছিল শার্ট-প্যান্ট। গালে লম্বা দাড়ি এবং হাতে-পায়ে লম্বা নখও ছিল ওই ব্যক্তির। প্রাথমিক ভাবে মৃত ব্যক্তির দেহে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। |
পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেল তিনটে নাগাদ বেলেঘাটা সিমেন্ট ব্রিজের তলায় একটি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় এন্টালি থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খালের জলে একটি বস্তার পাশে ভাসছিল দেহটি। মৃতের পোশাক দেখে প্রাথমিক ভাবে কোনও ট্যাক্সিচালকের দেহ মনে করেছিলেন স্থানীয়েরা। কিন্তু পুলিশ দেহটি খাল থেকে তুলে আনলে দেখা যায়, প্যান্টের নীলচে রঙের জন্যই দেহটি কোনও ট্যাক্সিচালকের বলে মনে হচ্ছিল।
গত ২৪ জানুয়ারি ভোরে পার্ক সার্কাস স্টেশন থেকে এক বালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিশ। এর পরের দিন, ২৫ তারিখ ভরদুপুরে ঢাকুরিয়া ব্রিজের তলায় এক কিশোরীর বস্তাবন্দি দেহ ফেলে দিয়ে যাওয়া হয়। তদন্তকারীরা জানিয়েছেন, দু’টি ক্ষেত্রেই অন্য কোথাও খুন করে দেহ ফেলে দিয়ে যাওয়া হয়েছিল। এখনও পর্যন্ত সেই দু’টি খুনের কোনও হদিস করতে পারেনি পুলিশ।
ঢাকুরিয়ার ঘটনাটিতে বস্তার ভিতর থেকে একটি স্কুলের পোশাক-সহ মেয়েদের বিভিন্ন মাপের পোশাক পাওয়া গিয়েছিল। সেই পোশাকের সূত্র ধরে ওই কিশোরীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তবে তার তদন্ত তেমন এগোয়নি বলে গোয়েন্দা সূত্রের খবর। |