নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল এক শিশুর মৃতদেহ। বর্ধমান শহরের কেশবগঞ্জচটির বাসুদেবপল্লির খাটালপাড়ার ঘটনা। পুলিশের প্রাথমিক অনুমান, খেলতে গিয়েই শনিবার ঢাকনা না থাকা ওই ট্যাঙ্কে পড়ে গিয়েছিল আড়াই বছরের শিশুটি। নিরঞ্জন সাউ নামে ওই শিশুর বাবা সিকেন্দার সাউ পেশায় কাঠের মিস্ত্রি। তিনি বলেন, “আমার স্ত্রী দুপুরে বাড়িতে ঘুমিয়েছিলেন। দরজা খোলা থাকায় আমার ছেলে বাইরে বেরিয়ে যায়। বিকেল থেকে খোঁজাখুঁজি শুরু হয়। প্রতিবেশীদের সঙ্গে খুঁজতে গিয়ে ওই সেপটিক ট্যাঙ্কে ছেলের দেহ ভাসতে দেখি।” প্রতিবেশি মহেন্দ্র যাদবের অভিযোগ, “নির্মীয়মাণ ওই বাড়িটির নীচের তলায় তিনটি সেপটিক ট্যাঙ্কের একটিরও ঢাকনা নেই। খেলতে গিয়েই শিশুটি সেখানে পড়ে যায়। তার সঙ্গে থাকা সঙ্গীরা পালিয়ে আসে। তারা কাউকে কিছু না বলায় শিশুটি ডুবে মারা গিয়েছে।” ঘটনার পর থেকে বারবার জ্ঞান হারাচ্ছেন শিশুটির মা সীমাদেবী। এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৯ ফুট গভীর ওই সেপটিক ট্যাঙ্কগুলির একটিও ঢাকা দেওয়া ছিল না। রবিবার সারা দিন অবশ্য ওই বাড়ি তৈরিতে নিযুক্ত কোনও মিস্ত্রি বা বাড়ি মালিককে এলাকায় দেখা যায়নি। বর্ধমান থানা সূত্রে জানানো হয়েছে, বাড়ির মালিকের খোঁজ চলছে।
|
কলকাতা থেকে পানাগড় ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন সেনাবাহিনীর মেজর ময়না শিখারি (৩০)। তিনি ও তাঁর স্বামী রোহিত শ্রীবাস্তব কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়িতে করে পানাগড় বেস ক্যাম্পে আসছিলেন। পথে জামালপুর থানার আঝাপুরের কাছে উল্টো দিক থেকে ছুটে আসা একটি ট্রাক তাদের গাড়িটিকে ধাক্কা মারে। চালক-সহ দু’জনেই গুরুতর জখম হন। স্থানীয় একটি নার্সিংহোমে তাঁদের নিয়ে যাওয়া হলে ময়নাদেবীর মৃত্যু হয়। রোহিতবাবুকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁরা দু’জনেই পানাগড় আর্মি বেস ক্যাম্পে থাকতেন।
|
রাজ্য পর্যটন দফতরের বিচারে সরস্বতী পুজোয় শ্রেষ্ঠত্বের শিরোপা পেল কালনার বারোটি ক্লাব। এই পুরস্কার দেওয়ার জন্য পর্যটন দফতর কালনা পুরসভার সহযোগিতায় প্রতিমা, মঞ্চ ও পরিবেশ, শোভাযাত্রা ও আলো চারটি বিভাগ মনোনীত করে। এই চারটি বিভাগে প্রথম হয়েছে যথাক্রমে অগ্নিবীণা ক্লাব, জুগের দ্বীপ ক্লাব, লায়ন ক্লাব এবং বলাকা ক্লাব। ক্লাবগুলির হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পূর্বস্থলী (দক্ষিণ) কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ প্রমুখ। অন্য দিকে, রবিবার একটি সংগঠনের পক্ষ থেকে কালনার ছ’টি ক্লাবকে পুরস্কৃত করা হয়েছে।
|
কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হল কালনার ভৈরবনালা এসকেইউএস উচ্চ বিদ্যালয়ে। শনিবার পুরস্কার দেওয়ার পাশাপাশি পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য ‘নবীন বরণ উৎসব’ অনুষ্ঠিত হয়। বিদায়ী সম্বর্ধনা দেওয়া হয় দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের। |