টুকরো খবর
মহকুমা গ্রামীণ ক্রীড়া দুর্গাপুরে
দুর্গাপুর মহকুমা গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল দুর্গাপুরের কমলপুর ফুটবল মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, আইনমন্ত্রী মলয় ঘটক, স্থানীয় বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় প্রমুখ। আয়োজক সংস্থা দুর্গাপুর মহকুমা তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর মহিলা সমিতিকে দু’লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী। আয়োজকদের তরফে জানা গিয়েছে, চার বছর আগে প্রথম এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বার এই প্রতিযোগিতার ৩২টি ইভেন্টে প্রায় ১২০০ প্রতিযোগী যোগ দেন। মহকুমার প্রায় ৫০টি গ্রাম থেকে প্রতিযোগীরা এসেছিলেন। শনিবার প্রতিযোগিতার প্রথম দিনে শ্রীকৃষ্ণপুর ব্রতচারী সংস্থার সদস্যেরা রায়বেশে নৃত্য পরিবেশন করেন। ক্রীড়ামন্ত্রী জানান, যে ভাবে দুর্গাপুর মহকুমা তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর মহিলা সমিতি ও দুর্গাপুর মহকুমা অসংগঠিত শ্রমিক সংগঠন এই প্রতিযোগিতার সফল রূপায়ণে উদ্যোগী হয়েছে তার প্রশংসা করে মন্ত্রী জানান, আয়োজক সংস্থাকে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। সেই অর্থ ব্যয় হবে স্থানীয় ক্রীড়া প্রতিভার বিকাশে। আয়োজকদের পক্ষে নিখিল নায়েক জানান, মন্ত্রীর এমন উদ্যোগ তাঁদের অনুপ্রাণিত করবে।

পানাগড়ের পথে দুর্ঘটনা, মৃত্যু
কলকাতা থেকে পানাগড় ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন আর্মি মেজর ময়না শিখারি (৩০)। তিনি ও তাঁর স্বামী রোহিত শ্রীবাস্তব কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে গাড়িতে করে পানাগর বেস ক্যাম্পে আসছিলেন। পথে জামালপুর থানার আঝাপুরের কাছে উল্টো দিক থেকে ছুটে আসা একটি ট্রাক তাদের গাড়িটিকে ধাক্কা মারে। চালক সহ দু’জনেই গুরুতর আহত হন। স্থানীয় একটি একটি বেসরকারি নার্সিংহোমে তাঁদের নিয়ে যাওয়া হলে ময়নাদেবীর মৃত্যু হয়। রোহিতবাবুকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁরা দু’জনেই পানাগড় আর্মি বেস ক্যাম্পে থাকতেন।

রুট পারমিট নিয়ে মামলার হুমকি
নতুন রুট পারমিট নিয়ে এ বার হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিল আসানসোল মহকুমা মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন। আইএনটিটিইউসি অনুমোদিত ওই সংগঠনের সম্পাদক রাজু অহলুওয়ালিয়া জানান, সাত বছর আগে সরকারি পর্যায়ে আবেদনের ভিত্তিতে আসানসোলে নতুন রুট পারমিট দেওয়া বন্ধ হয়েছে। তার পর থেকে অটো রিকশার ড্রাইভিং লাইসেন্স দেওয়াও বন্ধ। ড্রাইভিং লাইসেন্স এবং রুট পারমিট দেওয়ার জন্য তাঁরা বারবার মহকুমাশাসকের কাছে আবেদন করেছেন। শেষ বার মহকুমাশাসক তাঁদের জানিয়েছিলেন, সরকারি বিজ্ঞপ্তি মেনেই রুট পারমিট দেওয়া সম্ভব নয়। রবিবার সংগঠনের সম্মেলনে হাইকোর্টে মামলা করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

বিক্ষোভের মুখে বিদ্যুৎকর্মীরা
চালকলের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীরা। জামুড়িয়ার বাড়ুল গ্রামের ঘটনা। জামুড়িয়ার স্টেশন সুপারিন্টেডেন্ট শুভেন্দু চক্রবর্তী জানান, পরেশনাথ মণ্ডল নামে এক ব্যক্তি তাঁর ধানকলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করার জন্য আবেদন পত্র পূরণ করে টাকা জমা দিয়ে গিয়েছিলেন। শনিবার বিকালে বিদ্যুৎ কর্মীরা সেই কাজ করতে গেলে তাঁর ভাইপো ওই চালকলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে ওই কর্মীদের ঘেরাও করেন। শুভেন্দুবাবু তাঁদের বুঝিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে চলে আসেন।

বাস দুর্ঘটনায় জখম ৪ বোগড়ায়
বড় বাসের পিছনে একটি মিনিবাস ধাক্কা মারায় জখম হলেন মিনিবাসটির চালক-সহ ৪ জন। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২ নম্বর জাতীয় সড়কে জামুড়িয়ার বোগড়ার কাছে ওই মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারান। চালককে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কেন্দাগ্রামে মেলা
কেন্দা মহাপ্রভু আশ্রম আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা শুরু হয়েছে শনিবার। সংস্থার পক্ষে ‘অঞ্জনী’ পুস্তিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দা এরিয়ার জিএম মহম্মদ ইউনুস আনসারি। মেলার এ বার ২১তম বর্ষ। সভাপতি বিকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রতি বছর চার দিনের উৎসব হয়। এলাকাবাসীর চাহিদাতেই মেলা এখন ঐতিহ্যে পরিণত হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.