খেলার টুকরো খবর
প্রথম ডিভিশন ক্রিকেট লিগ
প্রথম ডিভিশন ক্রিকেট লিগে শিবাজি সঙ্ঘ রবিবার ৮ উইকেটে হারিয়েছে নির্ভিক সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে নির্ভিক ২৭ ওভারে ১০২ রান করে। দলের সায়ন্তন দে করেন ৪৪। শিবাজির অনুপ দাস, প্রসেনজিৎ কেওড়া ও সন্তোষ জয়সাওয়ারা দু’টি করে উইকেট দখল করেন। জবাবে শিবাজি করে ১৫ ওভারে ১০৩-২। দলের কৃষ্ণ মোহান্তি করেন ৬৯। আগের দিন বিবেকানন্দ সঙ্ঘ ৪২ রানে হারিয়েছে ব্লিজকে। বিবেকানন্দ ৩৪ ওভারে ১৬৩ রান করে। মধুসূদন হাজরা ৬১ ও রাজীব রায় ৪৩ রান করেন। ব্লিজের অরুনেন্দু সামন্ত ২২ রানে ৩ ও জয়ন্ত মুখোপাধ্যায় ৪১ রানে ৩ উইকেট দখল করেছেন। জবাবে ব্যাট করতে নেমে ব্লিজ ৩২.১ ওভারে করে ১২১। দলের ভাস্কর মিত্র করেন ৫২, বিবেকান্দের রাজীব ঘোষ ১৬ রানে ৩, বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় ২১ রানে ৩ ও সুকান্ত ঘোষ ১৪ রানে ২ উইকেট দখল করেন।

খেতাব বাংলার
‘দুর্গাপুর-আসানসোল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফ’ আয়োজিত বধিরদের তৃতীয় পূর্বাঞ্চল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাংলা। রবিবার এমএএমসি মাঠের ফাইনালে তারা ১৮০ রানে হারায় ওড়িশাকে। প্রথমে ব্যাট করে বাংলা ৫ উইকেট হারিয়ে ২৯৫ রান তোলে। জবাবে ওড়িশা ১১৫ রানে শেষ হয়ে যায়। বাংলার হয়ে শুভজ্যোতি সুর ফাইনালে ১০০ রান করেন। তিনিই ফাইনাল ও প্রতিযোগিতার সেরা নির্বাচিত হন। মোট চারটি রাজ্য এই প্রতিযোগিতার যোগ দিয়েছিল। প্রসঙ্গত, আগের বছর ঝাড়খণ্ড চ্যাম্পিয়ন হয়েছিল।

জেলা বার্ষিক ক্রীড়া
১১২ তম বর্ধমান জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হল রবিবার। শনিবার প্রতিযোগিতার সূচনা করেন দমকল মন্ত্রী জাভেদ আহমেদ খান, আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক। সরকারি পর্যায়ে ক্রীড়া সংস্কৃতির উন্নয়নে প্রতিশ্রুতি দেন দুই মন্ত্রী। ৫ বছর পরে ফের আসানসোল মহকুমা চ্যাম্পিয়ন হল। তারা ২৮৫ পয়েন্ট পেয়েছে। দ্বিতীয় হয়েছে দুর্গাপুর। আগের বছর দুর্গাপুর ও তার আগের চারবছর বর্ধমান চ্যাম্পিয়ন হয়েছিল। ১৩০টি ইভেন্টে ৩১১ জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন।

রবিবার জেলা বার্ষিক ক্রীড়া শেষ হল আসানসোল স্টেডিয়ামে। নিজস্ব চিত্র।

চ্যাম্পিয়ন চরণপুর
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল চরণপুর অগ্নিবীণা সঙ্ঘ। জামগ্রাম শিবমন্দির মাঠে ফাইনালে তারা চিত্তরঞ্জন এরিয়া ৪-কে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে এরিয়া ফোর মাত্র ৭৭ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় অগ্নিবীণা। ফাইনালে সেরা হন বিজয়ী দলের প্রশান্ত অধিকারী। একই দলের মহম্মদ মঞ্জুর এলাহি এই প্রতিযোগিতার সেরা হন।

টি-টোয়েন্টি
ইএলবি রিক্রিয়েশন ক্লাব আয়োজিত আন্তঃশপ টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হল আরপিএসএফ। ফাইনালে তারা ওয়ার্কস অফিসকে ২১ রানে হারায়। প্রথমে ব্যাট করে আরপিএসএফ ২৪৬ রান করে। জবাবে ওয়ার্কস সব উইকেট হারিয়ে ২২৫ রান তোলে। ফাইনালের সেরা হন বিজিত দলের হরিদাস পান্ডে।

চ্যাম্পিয়ন চরণপুর
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল চরণপুর অগ্নিবীণা সঙ্ঘ। জামগ্রাম শিবমন্দির মাঠে ফাইনালে তারা চিত্তরঞ্জন এরিয়া ৪-কে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে এরিয়া ফোর মাত্র ৭৭ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় অগ্নিবীণা।

বর্ধমান শহরের শ্যামলালে ২৭ নম্বর ওয়ার্ডের
বার্ষিক ক্রীড়া। রবিবার তোলা নিজস্ব চিত্র।

জয়ী বৈজন্তীপুর
মদনপুর রবীন্দ্র-নজরুল-সুকান্ত সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় বিজয়ী হল বৈজন্তীপুর একাদশ। তারা শিরীষডাঙা নিউ যুব সঙ্ঘকে ৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে বৈজন্তীপুর ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। জবাবে ১৪১ রানে শেষ হয়ে যায় নিউ যুব সঙ্ঘ।

জাগৃতির জয়
সিয়াকুলবেরিয়া যৌথ কল্যাণ সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় বিজয়ী হয় চিত্তরঞ্জন জাগৃতি সঙ্ঘ। তারা দেশবন্ধু পার্ককে ২২ রানে হারায়। প্রথমে ব্যাট করে জাগৃতি সঙ্ঘ ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে। জবাবে দেশবন্ধু পার্ক ১২১ রানের বেশি তুলতে পারেনি। ম্যাচের সেরা হন বিজয়ী দলের অজয় ভার্মা।

শিবাজি সঙ্ঘের হার
ব্রজমোহন কাপের ফাইনালে উঠল বর্ধমানের কল্যাণ স্মৃতি সঙ্ঘ। তারা সেমি ফাইনালে কালনার দীপালি সঙ্ঘকে ৬-১ গোলে হারিয়েছে। তারা বর্ধমানে শিবাজি সঙ্ঘকে ৫-১ গোলে হারিয়েছিল। কল্যাণের প্রশান্ত দুলে হ্যাট্রিক করেন। বাকি গোলগুলি করেন সন্তোষ সরেন, রবি হাঁসদা ও অসীম ক্যাওড়া। সোমবার অপর সেমি ফাইনালে আরএইউসি খেলবে সেন্টার অব ইয়ং সোসাইটির বিরুদ্ধে।

উখড়ায় চলছে ক্রিকেট প্রতিযোগিতা। ছবিটি তুলেছেন ওমপ্রকাশ সিংহ।

জয়ী আসানসোল
আসানসোলের পোলো ময়দানে অনুষ্ঠিত জেলা অ্যাথলেটিক মিটে টানা ১০ বছর পরে হেরে গেল বর্ধমান মহকুমা। এ বারের মিটে মোট ২৮২ পয়েন্ট পয়ে চ্যাম্পিয়ন হয়েছে আসানসোল। ২৭২ পেয়ে দুর্গাপুর রানার্স। ২২০ পয়েন্ট পেয়ে বর্ধমান এ বার তৃতীয় স্থানে। বর্ধমান দলের প্রশিক্ষক পার্থ চট্টরাজ বলেন, “প্রতি বারই বর্ধমান মহকুমার হয়ে শতাধিক অ্যাথলিট এই মিটে যোগ দেন। এ বারও মোট ১০৩ জনের দল নামানোর কথা ছিল আমাদের। কিন্তু পরীক্ষা বা চাষের কাজে ব্যস্ত বলে আমাদের অন্তত ৪০ জন প্রতিযোগিতায় যোগ দিতে পারেননি। তাই আমাদের পয়েন্ট কমেছে।”

হারল ফাইভ স্টার
চিত্তরঞ্জন রিভারসাইড খাড়োবাজার মাঠে স্বপন স্মৃতি সঙ্ঘ আয়োজিত ক্রিকেটের প্রথম সেমি ফাইনালে জয়ী হল এইচসিএল বয়েজ ক্লাব। তারা ফাইভ স্টার ক্লাবকে ১৯ রানে হারায়। প্রথমে ব্যাট করে বয়েজ ক্লাব ১৩৭ রান করে। জবাবে ফাইভ স্টার ১১৮ রানের বেশি তুলতে পারেনি।

জয়ী ইউজিসিসি
ইউজিসিসি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় বিজয়ী হয় আয়োজক সংস্থা। উখড়া মাঠে তারা পুরুলিয়া দেশবন্ধু ক্লাবকে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে দেশবন্ধু ক্লাব ১১৩ রান করে। জবাবে ৩ উইকেটে রান তুলে নেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.