এক সঙ্গে গলব্লাডারে পাথর যমজ দুই বোনের |
রাজীবাক্ষ রক্ষিত • গুয়াহাটি |
যমজ বোন। দু’জনেরই চেহারা ও স্বভাব এক। মেধাও সমান। তাই বলে, গলব্লাডারে পাথরও হবে একই জায়গায়, একই সময়! এমনটাই কিন্তু বাস্তবে ঘটেছে রঙ্গিয়ার বাসিন্দা মনোহর শালৈয়ের দুই মেয়ে বন্দনা ও বনলতার ক্ষেত্রে। চিকিৎসকেরা বলছেন, ভারতে এর আগে এমন ঘটনা তাঁদের জানা নেই।
১৯৮৫ সালে দুই বোনের জন্ম। ছোট থেকেই, একই চেহারার জন্য সকলের নজর কাড়ে তারা। পরত একই পোশাক। স্কুলে পাশাপাশি বসত। পড়াশোনার ফলাফলও মোটামুটি একই। গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে দুই বোনই, ভূগোলে স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছে। এমনকী সম্প্রতি সরকারি, শিক্ষক নিয়োগের পরীক্ষাতেও দুইজনই উর্ত্তীC$ হয়। চমক আরও বাকি ছিল। ২৭ ডিসেম্বর রাতে, দুই বোনেরই পেটের একই দিকে ব্যথা শুরু হয়। দুই মেয়েকে নিয়ে, মনোহরবাবু গুয়াহাটির স্বাগত হাসপাতালে আসেন। পরীক্ষা শুরু করে গ্যাস্ট্রো-এন্ডোস্কপি বিভাগের বিশেষজ্ঞরা চমকে যান। দেখা যায়, একই দিনে দুই যমজ বোনের গলব্লাডারের ভিতরে পাথর তৈরি শুরু হয়েছে। পাথর দুটি অবস্থান একই। এমনকী ওজনও অভিন্ন। |
চিকিৎসকের সঙ্গে যমজ দুই বোন। নিজস্ব চিত্র |
২৫ জানুয়ারি বন্দনা ও বনলতার পেটে অস্ত্রোপচার করেন গ্যাস্ট্রো বিশেষজ্ঞ সুভাষ খন্না। দুই বোনের দাবি মেনে, পাশাপাশি বেডে প্রায় একই সময় দুইজনের অস্ত্রোপচার হয়। আপাতত দুই বোন সুস্থ। তবে, বিষয়টি নিয়ে খন্না আরও পরীক্ষা চালাতে চান।
‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর গ্যাস্ট্রোইন্টেসটিনাল এন্ডোসার্জন্স’-এর সদস্য ;চিকিৎসক খন্না বলেন, “একই দেখতে বা একই স্বভাবের যমজ হামেশাই দেখা যায়। অনেক সময়, তাদের জ্বর বা সংক্রমণও একইভাবে ঘটে। কিন্তু এ ক্ষেত্রে, দুই বোন এক রকম দেখতে ও একই স্বভাবের হলেও তাদের খাদ্যাভ্যাস কিন্তু ভিন্ন ছিল। তবু, ঠিক একই দিন থেকে গলব্লাডারের একই অঞ্চলে পাথর তৈরি হওয়া এবং একই রাতে দুই বোনের ব্যথা শুরু হওয়াকে সাধারণ ব্যাখায় বিশ্লেষণ করা সম্ভব নয়। দুই পাথরের ওজন অবধি এক। আমাদের মনে হচ্ছে, কেবল খাদ্যাভ্যাস থেকে এই ঘটনা ঘটতে পারে না। এর পিছনে, জিনগত কারণও কাজ করে।”
বন্দনা-বনলতার চিকিৎসার বিবরণ, দেশ ও বিদেশের বিভিন্ন হাসপাতাল ও বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। চিকিৎসক খন্নার মতে, যদি দেশের অন্য কোথাও যমজদের ক্ষেত্রে এমনটা ঘটে থাকে তবে বিষয়টির পিছনে জিনগত কারণ নিয়ে গবেষণা হওয়া উচিত। |