উপ-স্বাস্থ্যকেন্দ্রের নামকরণ ও রাস্তা তৈরি নিয়ে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
উপ স্বাস্থ্যকেন্দ্র গ্রামের নামে করার দাবিতে এবং প্রয়োজনীয় রাস্তা তৈরি না করেই তা উদ্বোধনের প্রতিবাদে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বসিরহাটে ঝিনকা গ্রামে। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে হাতাহাতিও বেধে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হসতক্ষেপ করতে হয়।
মহকুমা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এ দিন বসিরহাট ২ ব্লকের রাজেন্দ্রপুর পঞ্চায়েতের ঝিনকা গ্রামে ট্যাটরা-ন্যাওড়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করে বিডিও তাপস কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন বিএমওএইচ সুদীপ্ত ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগম প্রমুখ। স্থানীয় বাসিন্দা অশোক কুমার ঘোষের দান করা জমিতে ন্যাশনাল হেলথ মিশনের দেওয়া সাড়ে ১১ লক্ষ টাকা ব্যায়ে দোতলা উপ-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হলেও সেখানে যাওয়ার জন্য প্রয়োজনীয় রাস্তা এখনও তৈরি হয়নি। বর্তমানে একটি পুকুরের পাশে ফুট খানেক চওড়া ভাঙাচোরা রাস্তা দিয়ে উপ স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত করতে হচ্ছে। এই রাস্তা তৈরির জন্য গ্রামবাসীদের একাংশ এ দিন বিডিওর কাছথে বিক্ষোভ দেখান। সেই সঙ্গে উপস্বাস্থ্যকেন্দ্রটি ঝিনকা গ্রামের নামে করারও দাবি জানানো হয়। অশোকবাবু অবস্য এ দিন জানান, গ্রামবাসীরা তাঁর বাড়ির মধ্যে দিয়েই এখন উপ-স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত করতে পারেন। পরে জল শুকিয়ে গেলে পুকুরের পাশ দিয়ে চওড়া রাস্তা তৈরির জন্য তিনি জমি দেবেন। যদিও গ্রামবাসীদের একাংশ তাতে রাজি নন।তাঁদের বক্তব্য, আগে রাস্তা তৈরি না করে কেন তড়িগড়ি উপ স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হল? ওই সরু রাস্তা দিয়ে রোগী নিয়ে যাতায়াত করাই দুষ্কর।
বসিরহাট-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দিলীপ ঘোষ বলেন, “পুকুরের পাশ দিয়ে কংক্রিটের ৫০০ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া রাস্তা তৈরি করা হবে। ইতিমদ্যেই পুকুরের জল ছেঁচে কাজ শুরু করার জন্য টেন্ডার হয়ে গিয়েছে। জল কমলেই কাজ শুরু হবে।”
অন্যদিকে বৃহস্পতিবার বসিরহাট ২ ব্লকের শ্রীনগর মাটিয়া পঞ্চায়েতের সাংবেড়িয়া গ্রামে আর একটি উপ স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন বিডিও। ওই ব্লকে একটি সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের ভবনেরও উদ্বোধন হয়েছে। |