|
|
|
|
|
|
|
পুস্তক পরিচয় ৪... |
|
স্মৃতি ও অনুবাদ |
গাঙচিল থেকে বেরিয়েছে অরুণ মিত্রের অনুবাদসংগ্রহ ১ (সম্পা: চিন্ময় গুহ, ৩০০.০০)। এ-খণ্ডে আছে ভলত্যারের ‘কাঁদিদ’, সার্ত্রের শেষ সাক্ষাৎকার, এবং আরাগঁর গল্প প্রবন্ধ সাক্ষাৎকার ও জীবনী। ‘অনুবাদক হিসেবে তাঁর ঈর্ষণীয় সাফল্যের প্রধান কারণ ফরাসি ও বাংলা দুটি ভাষাতেই সমান সহজ অধিকার।’ জানিয়েছেন সম্পাদক।
লীলা মজুমদার রচনাসমগ্র ৫-এর (সম্পাদনা সোমা মুখোপাধ্যায়, লালমাটি, ৪০০.০০) বড় অংশই স্মৃতিচারণ। রবীন্দ্রনাথকে নিয়ে দুটি জীবনীমূলক গ্রন্থ এই যা দেখা, কবি কথা ছাড়াও আছে আর কোনোখানে এবং খেরোর খাতা। পাশাপাশি তিনটি অধুনা-দুর্লভ বই এক বছরের গল্প, আমিও তাই আর যে যাই বলুক। রমণীয় ছোট রচনাগুলি ফিরে পড়ার সুযোগটি আনন্দময়, বিশেষ করে পুরনো প্রচ্ছদ ও অলংকরণগুলি দেখতে পেয়ে মন ভরে যায়। এই খণ্ডে ‘সহজিয়া লীলা’ নামে ভূমিকা লিখেছেন অমিতাভ চৌধুরী।
তপন বন্দ্যোপাধ্যায়ের মুক্তো দিয়ে বোনা (মডার্ন কলাম, ২৫০.০০) লেখকের আত্মকথন।
স্মৃতিচর্চা, প্রবন্ধ, অনূদিত রচনা, নাটক, কবিতা ও চিঠি জ্ঞানদানন্দিনী দেবীর নানা কলমের সব রচনার সমগ্র রচনা সংকলন (সম্পাদনা পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, দে’জ, ২৫০.০০)। প্রকাশিত হয়েছে সৌদামিনী দেবীর পিতৃস্মৃতি ও অন্যান্য রচনা (সংকলন ও সম্পাদনা সুতপা ভট্টাচার্য, অভিজিৎ সেন, দে’জ ও স্কুল অব উইমেনস স্টাডিজ, ৬০.০০)। |
|
|
|
|
|