পুস্তক পরিচয় ৩...
লেখায় রেখায়

‘আপনি কী হারাইতেছেন আপনি জানেন না।’ চল্লিশের দশকের সেই বিজ্ঞাপনের ক্যাপশনের মতোই যেন হারিয়ে যেতে বসেছিল ওই বিজ্ঞাপনচিত্রের শিল্পী কাফী খাঁ-র কাজগুলি। খুঁজেপেতে তাঁর সব কমিকস ও কার্টুন পুনঃপ্রকাশের লক্ষ্যে শুরু হল কাফী খাঁ সমগ্র (প্রথম খণ্ড, সম্পাদনা বিশ্বদেব গঙ্গোপাধ্যায়, প্রদীপ গরাই, লালমাটি, ৫০০.০০)।

‘এস এম এস
কী ভীষণ অশরীরী।
বলে দে, বলে দে শুধু
কীভাবে ওদের আমি
দুই হাতে ছিঁড়ি।’
প্রেমের অনুষঙ্গে লেখা কবিতাটির নাম ‘ছিন্নপত্র’। বেরল বিশ্বজিৎ রায়ের কবিতার বই বিচ্ছেদ প্রস্তাব (সপ্তর্ষি, ২২.০০)। আদম থেকে বেরিয়েছে আলোক সরকারের নতুন কবিতার বই চিত্রার্পিত (৬০.০০)।
যুধাজিৎ সেনগুপ্তের চোখজুড়নো প্রচ্ছদ ও অলংকরণে সেজেগুজে বেরিয়েছে নলিনী বেরার তিরিয়ো আঁড়বাশি (প্রতিক্ষণ, ১০০.০০), সুবর্ণরেখার পাশে সাঁওতাল কিশোরের জীবন ও নিসর্গের গল্প। শিশু সাহিত্য সংসদ থেকে বেরিয়েছে বিশ্বনাথ মুখোপাধ্যায়ের মহাভারতের গল্প শোনো (৫০.০০), তুলনায় কম জানা অথচ গুরুত্বপূর্ণ কিছু গল্প মহাভারতের।
সন্দেশ ৩য় বর্ষ (পারুল ৪০০.০০) ১৩২২-এর সেই আনন্দের ভোজ। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও সুকুমার রায়ের সন্দেশ-এর প্রতিটি সংখ্যা বর্ষ অনুযায়ী গ্রন্থাকারে প্রকাশিত হয়ে চলেছে। সমগ্র কিংবা নির্বাচিত নয়, সব সংখ্যার সব লেখা, সব ছবি, সব ধাঁধা।
বনফুলের উপন্যাসগুলি নতুন সংকলনে প্রকাশিত হচ্ছে, বনফুলের তিনটি উপন্যাস (সুজন প্রকাশনী, ৩০০.০০), বনফুলের পাঁচটি উপন্যাস (বাণীশিল্প, ৫০০.০০)। জীবনের শেষ আট-ন বছর (১৯৭১-১৯৭৯) ডায়েরি লিখতেন বনফুল। নাম দিয়েছিলেন, মর্জিমহল। দু’খণ্ডে বেরোল সম্পূর্ণ ডায়েরিটিই: মর্জিমহল (পরিকল্পনা, প্রস্তাবনা, সংকলন: চিরন্তন মুখোপাধ্যায়, বাণীশিল্প, দুই খণ্ড একত্রে ৯০০.০০)।
বাংলা সিনেমার চিত্রনাট্য প্রকাশের ধারায় যুক্ত হল মৃণাল সেনের বাইশে শ্রাবণ, মৃণাল সেন ও মোহিত চট্টোপাধ্যায়ের ওকা উরি কথা, রাজেন তরফদারের পালঙ্ক (বাণীশিল্প, প্রতিটি ১০০.০০)।
দীর্ঘ কাল আড়ালে আছেন শিল্পী ও গ্রন্থচিত্রী চারু খান। তাঁকে নিয়ে নানা জনের লেখার সংকলন চারু খান: লেখায় রেখায় (সম্পাদনা বরুণ দাস, দিগন্তবলয়, ৩০০.০০)।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.