নিম্নমানের জিনিস দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগে শুক্রবার হরিহরপাড়ার রুকুনপুর থেকে রামকৃষ্ণপুর মোড়ের রাস্তার কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। হরিহরপাড়া ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক বিলাসচন্দ্র মণ্ডল বলেন, “জেলা পরিষদের তত্ত্বাবধানেই খারাপ জিনিস দিয়ে রাস্তা তৈরি হচ্ছে।” জেলা পরিষদের সদস্য সিপিএমের মালা দুবে বলেন, “অভিযোগ পেয়ে আমরা নতুন জিনিস দিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।”
|
লছিমনের ধাক্কায় মৃত্যু হল দেড় বছরের এক শিশুর। নাম বৈশাখী মাহাতো, বাড়ি মুরুটিয়ার তাজপুর গ্রামে। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে খেলতে খেলতে গ্রামের রাস্তায় উঠে পড়েছিল ওই শিশুটি। সেইসময় একটি লছিমন ধাক্কা মারলে ঘটনাস্থলেই বৈশাখীর মৃত্যু হয়। পুলিশ লছিমনটি আটক করেছে।
|
তেলভর্তি ট্যাঙ্কারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল সেলিম শেখ (২২) নামে এক যুবকের। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের জঙ্গিপুর-লালগোলা রাজ্যসড়কের ইসলামপুরে। সেলিম জঙ্গিপুর কলেজের বিএ তৃতীয় বর্ষের ছাত্র। বাড়ি স্থানীয় ওসমানপুর গ্রামে। তেলভর্তি ট্যাঙ্কারটি সম্মতিনগরে একটি পেট্রোল পাম্পে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
|
গাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। নাম রবি বসাক (১৭)। বাড়ি শান্তিপুরের ডোমখিরা গ্রামে। শুক্রবার সকালে গোবিন্দপুরের কাছে ওই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রবির। |