টুকরো খবর
‘পাইকপাড়া নেতাজি স্পোর্টিং ক্লাব’-এর আয়োজনে হয়ে গেল বার্ষিক ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যোগ দিয়েছিল ১৫টি দল। চূড়ান্ত পর্যায়ে চিৎপুরের ‘ব্ল্যাক হর্স’ এক গোলে কাশীপুরের ‘প্রিয়া এন্টারপ্রাইজ’-কে পরাজিত করে। ছিল ‘বসে আঁকো’ প্রতিযোগিতাও। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন অনুপম রায়, সহজ মা প্রমুখ।

বছরজুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল নারিকেলডাঙা হাইস্কুলের সার্ধশতবর্ষ পালন। উদ্যাপনের শেষ তিন দিন ছিল রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, শ্রুতিনাটক, নাটকের আসর। ক্যানিংয়ের পালবাড়ি আদিবাসী সঙ্ঘের ঝুমুর ও পুরুলিয়ার জামবাদ জনকল্যাণ সঙ্ঘের ছো নাচও ছিল।


‘ঠাকুরপুকুর সৃজন ছন্দ’ আয়োজিত এক অনুষ্ঠানে সিডি প্রকাশ করছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়,
দ্বিজেন মুখোপাধ্যায় ও দীপঙ্কর আচার্য। সম্প্রতি রবীন্দ্রসদনে। ছবি: শুভাশিস ভট্টাচার্য

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেওয়াল জুড়ে ‘মনের কথা’ আঁকলেন যীশু সেনগুপ্ত।
উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।
সম্প্রতি গল্ফক্লাব রোডে অ্যাটলান্টা ক্লাবের উদ্যোগে।

বয়েজ ওন লাইব্রেরির উদ্যোগে স্কুল পড়ুয়াদের হাতে পাঠ্যপুস্তক ও খাতা তুলে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ
বেদান্ত মঠের সাধারণ সম্পাদক স্বামী পরমাত্মানন্দ। সম্প্রতি পাঠাগার-ভবনে এক অনুষ্ঠানে।

দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানে গানে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।
ছিলেন তপন রায়চৌধুরী। সম্প্রতি বালিগঞ্জের উইভার্স স্টুডিওয়। ছবি: শুভাশিস ভট্টাচার্য

সঙ্গীত জীবনের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ‘আনন্দ রয়েছে জাগি’র মহড়ায় শিল্পী আশিস ভট্টাচার্য।
কাল, রবিবার জি ডি বিড়লা সভাগারে এই অনুষ্ঠানে তাঁর গানের সিডি ‘প্রাণেরও প্রাণ জাগিছে’ প্রকাশ করবেন
অলোকরঞ্জন দাশগুপ্ত। অনুষ্ঠানটির আয়োজক ‘দক্ষিণ কলিকাতা নান্দনিকী’। ছবি: বিশ্বনাথ বণিক

পুষ্প প্রদর্শনীর সূচনায় মেয়র শোভন চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ (উদ্যান ও বাজার)
দেবাশিস কুমার, মেয়র পারিষদ (স্বাস্থ্য) পার্থপ্রতিম হাজারি, ২ নম্বর
বরোর চেয়ারম্যান সাধন সাহা। সম্প্রতি যতীন মৈত্র পার্কে।
আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার ও আলিপুর মহিলা সংশোধনাগারের যৌথ উদ্যোগে ‘সংশোধনী পরিষেবা’
দল অভিনীত ‘মা-মাটি-মানুষ’ যাত্রাপালা। সম্প্রতি বাগবাজারের ফণীভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে। ছবি: রাজীব বসু




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.