টুকরো খবর |
আঁকা প্রতিযোগিতা |
সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্যে হাওড়া পুলিশ কমিশনারেটের উদ্যোগে সম্প্রতি বালি পুর ও পঞ্চায়েত এলাকার ছোটদের নিয়ে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা। আয়োজক বালি থানা। বালি পুরসভা এলাকার দেশবন্ধু ক্লাব প্রাঙ্গণে ও পঞ্চায়েত এলাকায় বেলানগরে অনুষ্ঠিত ওই অঙ্কন প্রতিযোগিতায় প্রায় ১০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। আঁকার বিষয় ছিল পরিবেশ ও অ্যান্টি ড্রাগ।
|
‘জলের ঠাকুর’ |
|
বালি রাধানাথ ব্যানার্জি লেনের ‘প্রফুল্ল সমিতি’র সরস্বতী পুজো এ বছর ৬৬ বছরে পড়ল। পুজোর থিম সিকিমের ভূমিকম্প। উদ্যোক্তারা জানান, আলো ও শব্দের মাধ্যমে ভূমিকম্পের দৃশ্য তুলে ধরা হয়েছে। সব কিছুই হয়েছে পুকুরে জলের উপরে। পুজোটি এলাকায় ‘জলের ঠাকুর’ নামে পরিচিত। পুজো উপলক্ষে চলছে দু’টি মেলা।
|
বেআইনি মদ বিক্রির প্রতিবাদে পদযাত্রা |
বেআইনি মদ বিক্রির প্রতিবাদে সম্প্রতি পদযাত্রার আয়োজন করল বালি জগাছা ব্লকের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ওই পদযাত্রায় বালি জগাছা ব্লকের চারটি পঞ্চায়েত এলাকার কয়েক হাজার বাসিন্দা অংশগ্রহণ করেন। ট্যাবলো ও পোস্টার নিয়ে জয়পুর বিল এলাকা থেকে শুরু করে রাজচন্দ্রপুর, দুর্গাপুর, অভয়নগর, ঘোষপাড়া-সহ নানা এলাকা পরিক্রমা করা হয়।
|
|