টুকরো খবর
আঁকা প্রতিযোগিতা
সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্যে হাওড়া পুলিশ কমিশনারেটের উদ্যোগে সম্প্রতি বালি পুর ও পঞ্চায়েত এলাকার ছোটদের নিয়ে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা। আয়োজক বালি থানা। বালি পুরসভা এলাকার দেশবন্ধু ক্লাব প্রাঙ্গণে ও পঞ্চায়েত এলাকায় বেলানগরে অনুষ্ঠিত ওই অঙ্কন প্রতিযোগিতায় প্রায় ১০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। আঁকার বিষয় ছিল পরিবেশ ও অ্যান্টি ড্রাগ।

‘জলের ঠাকুর’
বালি রাধানাথ ব্যানার্জি লেনের ‘প্রফুল্ল সমিতি’র সরস্বতী পুজো এ বছর ৬৬ বছরে পড়ল। পুজোর থিম সিকিমের ভূমিকম্প। উদ্যোক্তারা জানান, আলো ও শব্দের মাধ্যমে ভূমিকম্পের দৃশ্য তুলে ধরা হয়েছে। সব কিছুই হয়েছে পুকুরে জলের উপরে। পুজোটি এলাকায় ‘জলের ঠাকুর’ নামে পরিচিত। পুজো উপলক্ষে চলছে দু’টি মেলা।

বেআইনি মদ বিক্রির প্রতিবাদে পদযাত্রা
বেআইনি মদ বিক্রির প্রতিবাদে সম্প্রতি পদযাত্রার আয়োজন করল বালি জগাছা ব্লকের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ওই পদযাত্রায় বালি জগাছা ব্লকের চারটি পঞ্চায়েত এলাকার কয়েক হাজার বাসিন্দা অংশগ্রহণ করেন। ট্যাবলো ও পোস্টার নিয়ে জয়পুর বিল এলাকা থেকে শুরু করে রাজচন্দ্রপুর, দুর্গাপুর, অভয়নগর, ঘোষপাড়া-সহ নানা এলাকা পরিক্রমা করা হয়।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.