চলতি অর্থবর্ষেই ওএনজিসি-র শেয়ার বেচতে চায় কেন্দ্র |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নতুন বছরে শেয়ার বাজারের হাল ফেরায় থমকে থাকা বিলগ্নিকরণ কর্মসূচি দ্রুত রূপায়ণ করতে চায় কেন্দ্র। যার প্রথম পদক্ষেপ হিসেবে চলতি অর্থবর্ষেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ওএনজিসি-র শেয়ার বিক্রি করতে উদ্যোগী হয়েছে তারা। বর্তমান দামে তার ৫% শেয়ার বিক্রি করলেই ১০ হাজার কোটি টাকা পাবে কেন্দ্র। কিন্তু শেয়ারের সর্বোচ্চ দাম পেতে তারা নিলামের পথেও হাঁটতে পারে বলে মনে করছেন অনেকে। প্রসঙ্গত, ১০০টি প্রথম সারির নথিভুক্ত সংস্থার শেয়ার নিলামে বিক্রির জন্য নির্দেশিকা রয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি-র। পৃথক ব্যবস্থাও রয়েছে বিএসই এবং এনএসই-তে।
শুক্রবার বিলগ্নিকরণ দফতরের সচিব মহম্মদ হালিম খান বলেন, “চলতি আর্থিক বছরেই ওই শেয়ার বিক্রি করতে চেষ্টার কোনও ত্রুটি রাখছি না আমরা।”
গত বাজেটে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি করে ৪৫ হাজার কোটি তোলার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু বাজার ক্রমশ পড়তে থাকায় সেই পরিকল্পনা শিকেয় তুলে রাখতে বাধ্য হয় তারা। যে কারণে এখনও পর্যন্ত এই খাতে আয় মাত্র ১,১৪৫ কোটি। কিন্তু এখন বাজারের হাল ফেরায় রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রিতে ফের জোর দিচ্ছে কেন্দ্র। যার পুরোভাগে রয়েছে ওএনজিসি-র আরও ৫% শেয়ার বাজারে ছাড়ার পরিকল্পনা।
চলতি অর্থবর্ষে জাতীয় আয়ের সাপেক্ষে রাজকোষ ঘাটতি বেঁধে রাখার লক্ষ্যমাত্রা পূরণ যে কেন্দ্রের পক্ষে সম্ভব হবে না, তা মনে করছেন প্রায় সকলেই। তবু সেই ঘাটতি কমিয়ে আনার দু’টি প্রায় পড়ে পাওয়া সুযোগ সরকারের সামনে এসেছে বলে মনে করছেন তাঁরা। এক, ফিরে পাওয়া টু-জি স্পেকট্রাম নিলামের মাধ্যমে অর্থ সংগ্রহ। আর দুই, বিলগ্নিকরণ কর্মসূচি ফের জোরদার করা।
বর্তমান পরিস্থিতিকে কেন রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রির উপযুক্ত সময় মনে করা হচ্ছে, শুক্রবারও তার প্রমাণ দিল বাজার। এ দিন ফের ১৭৩.১১ পয়েন্ট উঠেছে সেনসেক্স। এবং থিতু হয়েছে ১৭,৬০৪.৯৬ অঙ্কে। এই নিয়ে টানা ৫ সপ্তাহ নিট হিসাবে বাড়ল সূচক। টাকার দামও বেড়েছে ৪৬ পয়সা। এক ডলারের দাম হয়েছে ৪৮.৬৯/৭০। নিট হিসাবে টাকার দামও টানা ৫ সপ্তাহ ঊর্ধ্বমুখী। |