চক মেলানো মিষ্টির হাটে
যেন ম্যারাথন দৌড়! দুলকি চালে শুরু করেও শেষ ল্যাপের আগে হঠাৎই দুদ্দাড় ভঙ্গিতে সবার আগে সিমলেপাড়ার নকুড়। ‘নিরাপদ’ দূরত্বে এগিয়ে থাকা গাঙ্গুরামকে হতবাক করেই পিছনে ফেলে দিয়ে। দক্ষিণের মিষ্টি-তারকা গুপ্তা ব্রাদার্স বা হিন্দুস্থান সুইটসও দৌড়ে এতটা সামনে চলে আসবে, তা এতদিন অভাবনীয় মনে হচ্ছিল। ভবানীপুরের বলরাম ময়রা বা উত্তরের হেভিওয়েট ভীম নাগকে কঠিন চ্যালেঞ্জে ফেলে দিয়েছে তারা।
ক্যাডবেরি মিষ্টি চেখে দেখছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সন্দীপ রায়
ও রাখীপূর্ণিমা দাশগুপ্ত। শুক্রবার। ছবি: প্রদীপ আদক
‘ক্যাডবেরি-মিষ্টি সেরা সৃষ্টি’-র ভোটযুদ্ধের চতুর্থ সপ্তাহে শহরের মিষ্টি-হেভিওয়েটদের টক্করে দেখা যাচ্ছে এমনই চমকপ্রদ উত্থান-পতন। আর এই কড়া প্রতিদ্বন্দ্বিতার আবহেই শুক্রবার নতুন মিষ্টি চাখলেন প্রতিযোগিতার তিন বিচারক। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, চিত্রপরিচালক সন্দীপ রায় ও রন্ধনপটিয়সী রাখীপূর্ণিমা দাশগুপ্ত- তিন জনই নতুন মিষ্টির স্বাদে আপ্লুত। মিষ্টি-ভোটের উত্তেজনার পারদ চড়ছে শহরের কলেজ-বিশ্ববিদ্যালয়েও। কলেজ-পড়ুয়ারাও নিজের পাড়ার স্টার-ময়রাকে জেতাতে চাঙ্গা। মিষ্টি-যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ছে ফেসবুকের ওয়ালে। ময়রারা কোমর বেঁধে আলাদা ‘পেজ’ তৈরি করে ফলাও করে নিজেদের নতুন সৃষ্টির প্রচারে পঞ্চমুখ।
লড়াইয়ের প্রথম পর্যায়ে গাঙ্গুরামকে সবার ধরা-ছোঁয়ার বাইরে মনে হচ্ছিল। রান চেজ করতে নেমে ৪ কি ৫ নম্বরে পড়ে থাকা নকুড়ের সামনে তখন কঠিন ‘আস্কিং-রেট’। কিন্তু ‘বিশ্বস্ত’ ভোটারদের ঘন ঘন ‘এসএমএস’ পাঠাতেই ছবিটা পাল্টেছে। গণ-এসএমএসের স্ট্র্যাটেজিতে ভরসা রেখেছে গুপ্তা ব্রাদার্সও। তবে গাঙ্গুরামও হাল ছাড়ার পাত্র নয়। তারা বলছে, ম্যাচ এখনও শেষ হয়নি। এ যেন ফুটবলের আই লিগে ডেম্পো-মোহনবাগান-ইস্টবেঙ্গল-চার্চিলদের আকচা-আকচি। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা ভোটের সঙ্গে তুলনাতেও কলকাতার এই মিষ্টি-যুদ্ধের সমীকরণ কম জটিল নয়।
মর্যাদার ভোটে সেনমহাশয় ও কে সি দাশও লড়ছে মাথা উঁচু করেই। দু’দলেরই বক্তব্য, “আমাদের নতুন মিষ্টি সকলের ভাল লাগছে। এটাই সব থেকে বড় পুরস্কার।” ভোটের অঙ্কে পিছিয়ে থাকলেও মিষ্টির গৌরবে খাটো নয় যাদবচন্দ্র দাশও। যাদব-কর্তা সৌমেন দাশ গর্বিত: “আমাদের নতুন ক্যাডবেরি-মিষ্টি চকো বল এই বিয়ের মরসুমেও সুপার হিট। ভোটে যাই হোক, মানুষের মনে জায়গা করে নেওয়ায় আমরা কারও থেকে পিছিয়ে নেই।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.