দু’ধরনের ভিসায় বদলের প্রস্তাব
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
অন্য দেশ থেকে দক্ষ মানব সম্পদ টানতে এফ-ওয়ান ও এইচ-ওয়ানবি ভিসায় বেশ কিছু বদলের প্রস্তাব এনেছে মার্কিন প্রশাসন। নিজেদের দেশে কর্মসংস্থান বাড়াতে ওবামা প্রশাসন যেখানে আউটসোর্সিং রোখার কথা বলেছে, সেখানে অন্তত এই ঘোষণায় ভারত-সহ নানা দেশের পেশাদার ও পড়ুয়াদের লাভই হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রস্তাবগুলির মধ্যে অন্যতম হল: কিছু এইচ-ওয়ানবি ভিসায় সংশ্লিষ্ট ব্যক্তির স্ত্রী বা স্বামীদের সে দেশে কাজে সায়। চাইলে বিজ্ঞান, প্রযুক্তি পড়ুয়াদের হাতে-কলমে প্রশিক্ষণ দিতে এফ-ওয়ান ভিসার মেয়াদ ১৭ মাস বৃদ্ধি। পড়ুয়াদের স্ত্রী বা স্বামীদের আংশিক সময়ের পড়াশোনায় সায়। এবং অধ্যাপক-গবেষকদের নিজেদের সাফল্য তুলে ধরার আরও সুযোগ। |
গয়নার মেলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
‘আনন্দবাজার পত্রিকা সোনার সংসার’-এর উদ্বোধনে স্বস্তিকা মুখোপাধ্যায়।
শুক্রবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ছবি: দেবাশিস রায় |
নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল গয়নার মেলা ‘সোনার সংসার’। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির সহযোগিতায় মেলাটি আয়োজন করেছে আন্দবাজার পত্রিকা গোষ্ঠী। কমিটির সভাপতি সুবীর সেন জানান, এ বার অংশ নিয়েছে ৪০টি গয়না প্রস্তুতকারক সংস্থা। কিছু দিন মন্দার পর ফের সোনার গয়নার চাহিদা বাড়ছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “শুক্রবার উদ্বোধনের দিনই আশাতিরিক্ত ভিড় হয়েছে। আশা করছি, বাকি দিনগুলিতে তা আরও বাড়বে।” মেলা খোলা থাকছে প্রতি দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। |
নবীন ট্যান্ডন পূর্ব রেলের অতিরিক্ত জিএম হয়েছেন। |