টুকরো খবর
ব্যাঙ্ক-কর্তার আগাম জামিন নামঞ্জুর
তছরুপে অভিযুক্ত সমবায় ব্যাঙ্কের কর্তা ভাস্কর মুখোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন না-মঞ্জুর করলেন বর্ধমানের জেলা জজ প্রভাতকুমার অধিকারী। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর আউশগ্রাম থানায় ভাস্করবাবুর বিরুদ্ধে অভিযোগ হয়। তার ভিত্তিতে দায়ের হওয়া মামলায় আগাম জামিনের আবেদনের শুনানি ছিল শুক্রবার। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি সুব্রতকুমার হাটি জানান, প্রণবানন্দ ব্যাঙ্কের ভাস্করবাবুর বিরুদ্ধে ’৯৯ সালে টাকা নয়ছয় ও অন্য দুর্নীতির অভিযোগ হয় একাধিক থানায়। ইতিমধ্যেই বর্ধমান থানায় দায়ের হওয়া সাতটি মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে পুলিশ। সেগুলির বিচারও শুরু হয়েছে। তিনি নিয়মিত বর্ধমানের প্রথম অতিরিক্ত দায়রা জজের এজলাসে হাজিরাও দিচ্ছেন। গত ১১ জানুয়ারি আদালত থেকে বেরোনোর পরেই তাঁকে আটক করেছিল পুলিশ। কিন্তু তাঁর বিরুদ্ধে জামিন না-নেওয়া কোনও মামলা পুলিশ ‘খুঁজে না পেয়ে’ ভাস্করবাবুকে ছেড়ে দেয়। ১৩ জানুয়ারি ভাস্করবাবু নিজেই জেলা জজ আদালতে আউশগ্রামের ওই মামলাটিতে আগাম জামিন চেয়ে আবেদন জানান। আবেদনে তাঁর দাবি ছিল, ওই মামলাটির কথা তিনি জানতেন না। ভাস্করবাবুর আইনজীবী মহম্মদ ইয়াসিন বলেন, “আউশগ্রামের মামলাটির বিষয়ে আমার মক্কেলের কিছুই জানা ছিল না। জানলে অন্য মামলাগুলির মতো সেটিতেও তিনি হাজিরা দিতেন।” সরকারি কৌঁসুলি বলেন, “প্রণবানন্দ ব্যাঙ্কের ওই কর্তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। তাঁর নামে কোথায় কী কী মামলা দায়ের হয়েছে বা হচ্ছে, তা খেয়াল রাখা উচিত।” পুলিশ সুপার সৈয়দ হোসেন মির্জা বলেন, “আদালত সমন জারি করলে ওই ব্যাঙ্ককর্তাকে গ্রেফতার করা হবে।”

ট্রাকের ধাক্কায় মৃত্যু ৩ জনের
দু’টি পৃথক ঘটনায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে মোট তিনজনের। জখম হয়েছেন আরও এক জন। প্রথম ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হুগলির বাঁশবেড়িয়া থেকে বীরভূমের তারাপিঠ যাওয়ার পথে বর্ধমান থানার গড় তালিতের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম লক্ষ্মীনারায়ণ ঘোষ (৫২) ও গোপাল মাল (৩২)। বাড়ি বাঁশবেড়িয়ায়। গুরুতর জখম অবস্থায় অপর এক জনকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে কলকাতার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই তিন জন বাসের চাকা সারানোর সময় বাস থেকে নেমে রাস্তায় টর্চ জ্বেলে চাকা পাল্টাতে সাহায্য করছিলেন। ওই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ওই তিন জনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দু’জনের। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে শুক্রবার জাতীয় সড়কে বিরুডিহার কাছে। মৃতের নাম শীতল দেবনাথ (৩৫)। তিনি স্থানীয় একটি বেসরকারি ইস্পাত কারখানার কর্মী ছিলেন। পুলিশ জানিয়েছে, এ দিন কারখানা থেকে বাড়ি ফেরার পথে একটি লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পঞ্চায়েত সমিতির অফিসে বিক্ষোভ
সালানপুর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে বিক্ষোভ দেখাল ডিওয়াইএফ। শুক্রবার সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক আভাষ রায়চৌধুরীর নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, ধারাবাহিকভাবে এলাকার মানুষজনকে একশো দিনের কাজ দিতে হবে। বিপিএল তালিকাভুক্তদের নিয়মিত সরকারি ভাতা প্রদান করতে হবে। চাষিদের সহায়ক মূল্যে ধান কেনার ব্যবস্থা করতে হবে। পরে সংগঠনের ১০ জনের একটি প্রতিনিধি দল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও ব্লকের যুগ্ম বিডিও-র সঙ্গে দেখা করেন। সহ-সভাপতি শ্যামল মজুমদার জানিয়েছেন, এ বিষয়ে তাঁরা ইতিমধ্যেই সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক কাজ শুরু করেছেন।

বেতনের দাবি
জেকে নগর প্রজেক্টে নূন্যতম সরকার নির্ধারিত বেতন, চিকিৎসাজনিত সুবিধা ও পরিচয়পত্র-সহ বিভিন্ন দাবিতে আইএনটিইউসি অনুমোদিত ঠিকা শ্রমিক ইউনিয়নের আন্দোলন ৫ দিন পেরোলো। ৫৫ জন ঠিকা শ্রমিক সোমবার থেকে কাজ করছেন না। তাঁদের নেতা বাবলু সিংহ জানান, সরকার নির্ধারিত মজুরি যেখানে ১৯৫ টাকা সেখানে এখানকার ঠিকা শ্রমিকরা দৈনিক ১৪০ টাকা বেতন পাচ্ছেন। চিকিৎসাজনিত সুবিধা নেই। স্থায়ী শ্রমিকদের সমান কাজ করেও পরিচয়পত্র মেলেনি। প্রতিবাদে আন্দোলন চলছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হবে।

মিড-ডে মিল নিয়ে বিক্ষোভ
পুরাতন এগারা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর প্রথম দিনেই বিক্ষোভ দেখাল তৃণমূল মহিলা সমিতি। তাঁদের দাবি, এলাকায় ৫টি স্বয়ম্ভর গোষ্ঠী রয়েছে। একটি গোষ্ঠীর-ই ১০ জনকে কাজ দেওয়া হয়েছে। এটা তাঁরা মানবেন না। প্রতিটি গোষ্ঠীর দু’জন করে কাজ দিতে হবে বলে তাঁদের দাবি। পঞ্চায়েত প্রধান ও যুগ্ম বিডিও দাবিপূরণের আশ্বাস দিলে বিক্ষোভ থামে।

ব্লক অফিসে ক্ষোভ
দীর্ঘ দিন বন্ধ হয়ে পড়ে থাকা বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা চালু, সহায়ক মূল্যে ধান কেনা, চাষির আত্মহত্যা নিয়ে তদন্ত ও উপযুক্ত ব্যবস্থা নেওয়া-সহ বিভিন্ন দাবিতে জামুড়িয়া ও পাণ্ডবেশ্বর ব্লক অফিসে সারা ভারত কৃষক সভার অজয় ও দামোদর জোনাল কমিটির সদস্য-সমর্থকেরা। জামুড়িয়ার বিডিও জয়ন্ত দাস ও পাণ্ডবেশ্বরের বিডিও সুশান্ত রায়ের হাতে দাবিপত্র দেওয়া হয়। বিডিও-রা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

দুর্ঘটনা, বাসে ভাঙচুর
জাতীয় সড়কে রাজবাঁধের কাছে শুক্রবার একটি কলকাতাগামী বেসরকারি বাস এক ব্যক্তিকে ধাক্কা মারলে ক্ষুব্ধ বাসিন্দারা বাসের কাচ ভেঙে দেন। কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.