খেলার টুকরো খবর
|
বধির ক্রিকেটে জিতল বাংলা |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
তৃতীয় পুর্বাঞ্চল বধির ক্রিকেট চলছে দুর্গাপুরের এমএএমসি মাঠে। নিজস্ব চিত্র। |
দুর্গাপুর-আসানসোল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ দ্য ডিফ আয়োজিত তৃতীয় পূর্বাঞ্চল বধিরদের ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবার এমএএমসি মাঠের খেলায় জয়ী হল বাংলা। তারা ৩৫১ রানে হারায় অসমকে। প্রথমে ব্যাট করে বাংলা ৫ উইকেটে ৩৯০ রান তোলে। শুভ্রজ্যোতি সুর ১৩১ রান করেন। জবাবে অসম মাত্র ৩৯ রানে শেষ হয়ে যায়। বাংলার হয়ে সুজিত সামন্ত ১.৩ ওভার বল করে ৩টি উইকেট তুলে নেন। ম্যাচের সেরা বাংলার শুভ্রজ্যোতি। অন্য দিকে, ক্লাব স্যান্টোস মাঠে ওডিশা ১৩৮ রানে ঝাড়খণ্ডকে হারায়। ওডিশার ২৬৭ রানের জবাবে ঝাড়খণ্ড করে ১২৯। ওড়িশার এস প্রসাদ ৬৬ রান করেন।
|
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগ |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে আরএইউসি ৬ উইকেটে হারিয়েছে বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারকে। প্রথমে ব্যাট করে সেন্টার করে ৩৫ ওভারে ২১৩-৮। দলের সুরজকুমার শর্মা ৫৮ ও বিনয় শোনকার ৪০ রান করেন। আরএইউসি-র শেখ সাবির সুলেমান ৩৫ রানে ৩ ও সতীশ রাম ৩২ রানে ২ উইকেট দখল করেন। পরে আরএইউসি ৩১ ওভারে করে ২১৫-৪। তাদের সৌরেন রায় করেন অপরাজিত ৫৬ , বিজয় ঘোষ ও পদ্মনাভ বসু দু’জনেই ৩৬ রান করেন। সেন্টারের সফল বোলার মহম্মদ সাবির আলম (৪০-২)। আগের দিন পারবীরহাটা নেতাজি সঙ্ঘ ৮০ রানে হারিয়েছে অ্যাপালো ক্লাবকে। নেতাজি ৩৫ ওভারে করে ২১৮। শুভম চট্টোপাধ্যায় ৫২ ও অর্ঘ্য মজুমদার করেন ৫৭ রান। অ্যাপালোর রামিজ রাজা মল্লিক ৪৭ রানে ৪ উইকেট দখল করেন। অ্যাপালো করে ২৮ ওভারে ১৩৮।
|
নক আউট ক্রিকেট |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবের মাঠে আয়োজিত নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় জয়ী হল শান্তিপুর কমপ্যাক্ট। কাটোয়া রেল স্টেশন এলাকার বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এই খেলায় প্রথমে ব্যাট করে শান্তিপুর নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১ রান করে। জবাবে মুর্শিদাবাদের টিয়ার-খোল্লা একাদশ ১৫১ রানেই সব উইকেট হারায়। আজ, শনিবার প্রথম খেলায় মুখোমুখি হবে ভাতার ইয়ংস্টাফ ও কাটোয়ার র্যামেল। দ্বিতীয় খেলায় যোগদান করবে কেশিয়া স্পোর্টিং ক্লাব ও লক্ষ্মীপুর।
|
তরুণ সঙ্ঘের হার |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
রঘুনাথপুর সম্মিলনী ক্লাব আয়োজিত নবীন মুখোপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার শুক্রবারের খেলায় বিজয়ী হল গৌরাঙ্গ সৎসঙ্গ। তারা রঘুনাথপুর তরুণ সঙ্ঘকে ২ উইকেটে হারিয়েছে। প্রথমে ব্যাট করে তরুণ সঙ্ঘ ৬ উইকেটে ১৩০ রান তোলে। জবাবে গৌরাঙ্গ সৎসঙ্গ ৮ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।
|
হারল যুব সঙ্ঘ |
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
মদনপুর রবীন্দ্র-নজরুল-সুকান্ত সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় বিজয়ী হল এইচসিএল জেটিএস। তারা রানিগঞ্জ যুব সঙ্ঘকে ৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে এইচসিএল ৮ উইকেট হারিয়ে ১৯২ রান করে। জবাবে যুব সঙ্ঘের ইনিংস ১৮৬ রানে শেষ হয়ে যায়। ৫৫ রান করে ম্যাচের সেরা হন বিজয়ী দলের রাকেশ পান্ডে।
|
জয়ী দাসকেয়ারি |
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
সিয়াকুলবেরিয়া যৌথ কল্যাণ সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় বিজয়ী হল দাসকেয়ারি ক্লাব। তারা পানুড়িয়া বিবেকানন্দ ক্লাবকে ৩ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে বিবেকানন্দ ক্লাব সব উইকেট হারিয়ে ১১৩ রান করে। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় দাসকেয়ারি।
|
টি-টোয়েন্টি ক্রিকেট |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বাঁকোলা এরিয়া আয়োজিত আন্তঃএরিয়া টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় এসপি মাইনস ৭৪ রানে সাঁকতোরিয়া হেড কোয়ার্টারকে হারায়। আসানসোল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে এসপি মাইনস ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে। জবাবে হেড কোয়ার্টার ১০২ রানের বেশি তুলতে পারেনি।
|
কাটোয়ায় নকআউট ক্রিকেট |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবের মাঠে আয়োজিত নকআউট ক্রিকেটে শুক্রবার জিতল শান্তিপুর কমপ্যাক্ট। কাটোয়া রেল স্টেশন এলাকার বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এই খেলায় প্রথমে শান্তিপুর ৬ উইকেট হারিয়ে ২১১ রান করে। জবাবে মুর্শিদাবাদের টিয়ার-খোল্লা একাদশ ১৫১ রানেই সব উইকেট হারায়।
|
জয়ী মণ্ডলজোনা |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ভলিবলের সুপার ফোর চ্যাম্পিয়ন হয়েছে মেমারির মণ্ডলজোনা তরুন সঙ্ঘ। রানার্স হয়েছে বর্ধমান ক্লাব। দুই টিম পাঁচ পয়েন্ট করে সংগ্রহ করে তিনটি ম্যাচে। তবে মণ্ডলজোনা পাঁচটি সেটে ও বর্ধমান ক্লাব চারটি সেটে জেতায় মণ্ডলজোনাই খেতাব জিতেছে। |
|