টুকরো খবর
বিল-বিভ্রাটে বালুরঘাটের বৃদ্ধ-বৃদ্ধা
বালুরঘাটের দম্পতি তারাপদ পাল ও বীণা পাল। ছবি: অমিত মোহান্ত
ছেলেমেয়েরা বাইরে। বাড়িতে থাকার মধ্যে শুধু বৃদ্ধ দম্পতি। তাঁদের কী এমনই বা বিদ্যুৎ খরচ! এ হেন সংসারে গত ২৫ জানুয়ারি তিন মাসের জন্য প্রায় ৮০ লক্ষ টাকার বিদ্যুতের বিল পেয়ে হতভম্ব হয়ে গিয়েছিলেন ৭৫ বছরের তারাপদ পাল। দুশ্চিন্তায় পড়েন স্ত্রী বীণা দেবীও। প্রাথমিক ধাক্কা সামলে বিল হাতে নিয়ে তাঁরা বিদ্যুৎ দফতরে গিয়ে অভিযোগ করেন। কিন্তু তা বন্ধ থাকায় কারও দেখা পাননি। বিষয়টি নিয়ে তাঁরা ক্রেতা সুরক্ষা দফতরের অফিসে অভিযোগ জানিয়েছেন। ঘটনাটি বালুরঘাট শহরের উত্তর চকভবানী এলাকার। অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল তারাপদবাবু বলেন, “দশ বছর ধরে বাড়িতে বিদ্যুতের সংযোগ রয়েছে। এমন ঘটনা কোনও দিন ঘটেনি। বিদ্যুৎ দফতরে এবং ক্রেতা সুরক্ষা দফতরে বিষয়টি জানিয়েছি।” তিনি জানান, গড়ে তিন মাসে তাঁদের বিদ্যুতের বিল হয় ৫০০-৭০০ টাকা। কিন্তু শেষ বিলের পরিমাণ ৭৯ লক্ষ ২৬ হাজার ১৫৭ টাকা ৪৫ পয়সা। তাঁর বাড়ির সামনে একটি মুদির দোকান রয়েছে। সেখানে দু’টি টিউবলাইট জ্বলে। এ ছাড়া বাড়ির একটি ঘরে একটি বাল্ব জ্বালানো হয়। তাঁর ছেলেরা বাইরে থাকেন। বীণা দেবী বলেন, “মুদির দোকানের সামান্য আয়েই সংসার চলে। এত টাকার বিল পাঠিয়ে কেন আমাদের হয়রান করা হল, তা জানতে চাই।” বিল-বিভ্রাট প্রসঙ্গে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির সহকারী বাস্তুকার সুব্রত পাল বলেন, “বিল সংক্রান্ত নতুন সফটওয়্যার চালু হয়েছে। সেখানেই কোনও টেকনিক্যাল ত্রুটির জন্য সম্ভবত ওই বিল গিয়েছে। সংশোধিত করে সঠিক বিল পাঠানো হবে।”

স্বাস্থ্যকর্মীর নামে হামলার নালিশ
মুদির দোকানে অগ্নিকাণ্ডের দমকলের উপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠল এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। রবিবার রাতে বালুরঘাট থানায় বাবলু কুণ্ডু নামে ওই স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন দমকলের আধিকারিক সুবল মণ্ডল। গত শনিবার রাতে বালুরঘাটের বাসস্ট্যান্ড এলাকায় ওই মুদির দোকানে আগুন লাগে। দমকলের কর্মীদের আগুন নেভানোর সময় তিনি একাংশ বাসিন্দাকে খেপিয়ে তুলে এলাকায় উত্তেজনা তৈরি করেন বলে অভিযোগ। এমনকী, সরকারি কাজে বাধা এবং দমকলের পাইপ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযুক্ত বাবলুবাবু রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রতিবেশী। তিনি আরএসপির জয়েন্ট কাউন্সিলের নেতা এবং প্রাক্তন কারামন্ত্রীর ঘনিষ্ঠ বলেও শহরে পরিচিত। তবে ঘটনার পর ৪৮ ঘন্টা পার হয়ে গেলে অভিযুক্তকে গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, উত্তেজনা তৈরি, উস্কানি দিয়ে দমকল কর্মীদের বিরুদ্ধে জনতাকে খেপিয়ে তোলা-সহ যন্ত্রপাতি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথবাবু বলেন, “বাবলুকে না-চেনার কিছু নেই। কেউ যদি কোনও অন্যায় করে থাকে, তাহলে আইন আইনের পথে চলবে।” অভিযুক্ত বাবলুবাবুকে অবশ্য তাঁদের সংগঠনের সদস্য মানতে চাননি দক্ষিণ দিনাজপুরের জয়েন্ট কাউন্সিল অব হেলথের জেলা সম্পাদক স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, “‘জেলা সম্মলনে বাবলুবাবু সদস্যপদ রিনিউ করাননি।” অভিযুক্ত বাবলুবাবু অবশ্য বলেন, “মানুষের উপকার করতে গিয়ে যদি এমন হয়, তাহলে আমার কিছু বলার নেই। অগ্নিকান্ডের সময় ওই দোকানে লুঠপাট ঠেকাতে গিয়েছিলাম। অভিযোগ মিথ্যা।” ওই দিন আগুন নেভানোর একাংশ জনতার ধাক্কাধাক্কিতে খাড়ির সেতু থেকে নিচে পড়ে মারা যান দমকলের স্পেশাল অফিসার মানিক সাহা। পাশাপাশি ঘটনার দিনরাতে দমকল কেন্দ্রে এক উড়োফোনে হুমকিও দেওয়া হয়। দুটি ঘটনার তদন্ত দেখছে।

বন্দি-প্রশিক্ষণ
বন্দিদের প্রশিক্ষণের জন্য মালদহ জেলা সংশোধনাগারে ফের চালু করা হল কমিউনিটি পলিটেকনিক। সোমবার রামকৃষ্ণ মিশনের কলকাতার সারদা মঠের অধ্যক্ষ স্বামী দিব্যানন্দ পলিটেকনিকের সূচনা করেন। স্বামী দিব্যানন্দ বলেন, “বিচারাধীন বন্দিরা জেল থেকে ছাড়া পাওয়ার পর যাতে সমাজের মূলস্রোতে ফিরে স্বনির্ভর হতে পারেন, সেই লক্ষ্যেই পলিটেকনিকটি চালু করা হয়েছে। এতে বন্দিরা দারুণভাবে উপকৃত হবেন।” উল্লেখ্য, ২০০৫ সালে মালদহ জেলা সংশোধনাগারে কমিউনিটি পলিটেকনিক চালু হয়েছিল। কিন্তু বছর খানেক চলার পর সেটি বন্ধ হয়ে যায়। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, পলিটেকনিকে মহিলা বন্দিদের স্যানিটারি ন্যাপকিন ও ডিটারজেন্ট তৈরি শেখানো হবে। পুরুষ বন্দিদের পাউরুটি ও সুগন্ধি ফিনাইল তৈরি শেখানো হবে। মালদহ পলিটেকনিক কলেজের অধ্যক্ষ দীপঙ্কর চক্রবর্তী বলেন, “প্রকল্পটি কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের। শিক্ষকরা সংশোধনাগারে বিচারাধীন মহিলা ও পুরুষ বন্দিদের প্রশিক্ষণ দেবেন। বিচারাধীন বন্দিদের তৈরি জিনিস সংশোধনাগার কর্তৃপক্ষ কিনবেন। ওই সমস্ত জিনিসপত্রগুলি সংশোধনাগারেই ব্যবহার করা হবে। তবে আগেরবারের মত এবার আর কেন্দ্রটি বন্ধ হবে না।” জেলা সংশোধনাগারে প্রতিদিন ৭০ কেজি পাউরুটি প্রয়োজন হয়। সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফিনাইল, স্যানিটারি ন্যাপকিন, ডিটারজেন্ট পাউডার লাগে। সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী বলেন, “বন্দিদের তৈরি সমস্ত জিনিসপত্র কিনে নেব। এতে বন্দিরা উৎসাহিত হবে। প্রথম দফায় ২০ জন বন্দিকে প্রশিক্ষণ দেওয়া হবে। ধীরে ধীরে সব বন্দিকে প্রশিক্ষিত করে তোলা হবে।”

স্প্রে করে চুরি
ঘুম পাড়ানি ওষুধ স্প্রে করে বিয়ে বাড়িতে চুরির ঘটনা নিয়ে বালুরঘাটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ভোরে শহরের ফুটব্রিজ লাগোয়া ডাকবাংলো পাড়ায় ঘটনাটি ঘটে। বাড়ি ভরা লোককে অচেতন করে দুষ্কৃতীরা যৌতুকের সোনার গয়না ও নগদ টাকা হাতিয়ে চম্পট দেয়। শহরে একের পর এক চুরির ঘটনার কিনারা করতে পারছে না পুলিশ। তার উপরে বিয়ে বাড়িতে চুরির ঘটনায় অবাক বিভিন্ন মহলে পুলিশি উদাসীনতার অভিযোগ উঠেছে। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “কেন বারবার চুরির ঘটনা ঘটছে সেটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজা হচ্ছে।” সোমবার ভোর ৩টা থেকে ৪টার মধ্যে চুরির ঘটনাটি ঘটে। বিয়ে বাড়ির কর্তা রেবতী ভৌমিক জানান, রবিবার মেজ ছেলে গণেশের বিয়ে উপলক্ষে বৌভাতের অনুষ্ঠান ছিল। আত্মীয়স্বজন এবং নিমন্ত্রিতরা খাওয়া-দাওয়া করে চলে যাওয়ার পরে বাড়ির লোকজনের ঘুমতে রাত দুটো বেজে যায়। আত্মীয়দের ভিড় থাকায় দুটো ঘর ও বারান্দায় ২০ থেকে ২২ জন ঘুমিয়ে ছিলেন। তিনি বলেন, “সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করেনি। মাথা ভার হয়েছিল। আত্মীয়রা দেখেন উঠানে ফাইলপত্র ছড়িয়ে রয়েছে। শো-কেসের লকার খোলা।” পাত্র গণেশবাবু কাপড়ের ব্যবসা করেন। তাঁর কথায়, “শো কেসের ড্রয়ারে প্রায় ৬ ভরি সোনার গয়না ছিল। এ ছাড়াও ব্যবসার জন্য রাখা ছিল নগদ প্রায় ৬০ হাজার টাকা। দুষ্কৃতীরা সব লুঠ করেছে।”

মুখ্যমন্ত্রীকে কটূক্তির অভিযোগ মামলার অনুমতি প্রার্থনা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগে প্রাক্তন নকশাল নেতা অসীম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চাইলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিন্দম সরকার। সোমবার বিকালে অরিন্দমবাবু রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী শেখর পালের মাধ্যমে রাজ্য সরকারের কাছে লিখিতভাবে ওই অনুমতি প্রার্থনা করেছেন। অরিন্দমবাবু বলেন, “গত ২৭ জানুয়ারি একটি বেসরকারি বাংলা টিভি চ্যানেলে সম্প্রচারিত রাজ্যে ‘পরিবর্তন’ সংক্রান্ত একটি বিতর্কের অনুষ্ঠানে প্রাক্তন নকশাল নেতা অসীমবাবু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন। ঘটনাটি রাজ্যবাসীর কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করছি। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করে মানুষকে বিপাকে ফেলতে চাই না। তাই সরকারি আইনজীবীর মাধ্যমে রাজ্য সরকারের কাছে অসীমবাবুর বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি প্রার্থনা করলাম।” আইনজীবী শেখরবাবু জানান, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগ ওঠায় আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে সরাসরি আদালতে মামলা করার নিয়ম নেই। মামলাকারীকে রাজ্যের আইন দফতরের মাধ্যমে মুখ্যসচিবের কাছ থেকে মামলা করার অনুমতি নিতে হবে। রাজ্য সরকারের তরফে অনুমতি মিললে জেলা দায়রা বিচারকের আদালতে মামলা দায়ের হবে। আবেদনটি রাজ্যের আইন দফতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে।”

অনিয়মে স্কুলে তালা
কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে স্কুল গেটে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। আন্দোলনে সামিল হল স্কুলের পড়ুয়ারাও। সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে টানা আড়াই ঘন্টা কয়েকশো অভিভাবক ও পড়ুয়ারা রায়গঞ্জের মেহেন্দিগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তালা মেরে বিক্ষোভ দেখান। শিক্ষক শিক্ষিকাদেরও ঘেরাও করে রাখেন অভিভাবকেরা। অভিভাবকদের একাংশের সঙ্গে শিক্ষকদের বচসা বাধলে গেলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরে পঞ্চায়েত কর্তৃপক্ষের আশ্বাসে ও স্কুল কর্তৃপক্ষ ভুল স্বীকার করে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই স্কুলে পড়ুয়া ১৫০ জন। শিক্ষক শিক্ষিকা ৫ জন। অভিভাবকদের অভিযোগ, ২৩ জানুয়ারি কর্তৃপক্ষ স্কুলচত্বরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেননি। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান আয়োজন করা হলেও বিকালে স্কুল কর্তৃপক্ষ জাতীয় পতাকা নামান নি। রাত ১২টা নাগাদ অভিভাবকরা বিষয়টি জানতে পেরে পতাকা নামান। স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করা হয়নি। পড়ুয়াদের দীর্ঘদিন ধরে নিম্নমানের মিড ডে মিল খাওয়ানো হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক বীরেন পাল বলেন, “সরকারি নিয়ম মেনে স্কুল পরিচালনা করার আশ্বাস দিয়েছি।”

অগ্রাধিকারের দাবি
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকারের দাবিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটি। সোমবার সংগঠনের কয়েকশো সদস্য কর্ণজোড়ায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে প্রায় এক ঘন্টা বিক্ষোভ দেখান। সংগঠনের তরফে জেলার সহকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে সংসদের চেয়ারম্যানের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়। জেলা সভাপতি শঙ্কর দেব বলেন, “প্রায় ২ হাজার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা। প্রাথমিক শিক্ষক শিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ প্রাপ্ত পড়ুয়াদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে। আমাদের দাবি মানা না হলে জেলা জুড়ে টানা আন্দোলন হবে বলে চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি।” সংসদের চেয়ারম্যান শেখর রায় জানান, সংগঠনের দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

দুর্ঘটনায় মৃত্যু
রাস্তা পার হওয়ার সময়ে ট্রাক্টরের ধাক্কায় এক বালিকার মৃত্যু হয়েছে। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার সুকানদিঘি এলাকার রাজ্য সড়কে। মৃতার নাম মাম্পি বর্মন (৬)। ওই সে স্থানীয় বানবোল হাইস্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়াত। এদিন ওই শিশু বাড়ির সামনের রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। সেই সময় শ্রীপুর থেকে বানবোলগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। পুলিশ ট্রাক্টরটিকে আটক করেছে।

স্মারকলিপি
তিন দফা দাবিতে কোচবিহারের পুলিশ সুপারকে স্মারকলিপি দিল টিএমসিপি। সোমবার সংগঠনের জেলা কমিটির তরফে বিভিন্ন কলেজে বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধ করা, সংগঠনের কর্মীদের ওপর হামলায় অভিযুক্ত ছাত্র পরিষদ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। টিএমসিপির জেলা সভাপতি সাবির সাহা চৌধুরী বলেন, “দাবি পূরণে ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনে নামব।” ছাত্র পরিষদের রাজ্য সভাপতি রাহুল রায় বলেন, “ভিত্তিহীন অভিযোগ তুলে শহরের কলেজ নির্বাচনে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে ওরা।”

তৃণমূলের আন্দোলন
তদন্ত কমিটি গড়ে দিনহাটা কাণ্ডের রিপোর্ট প্রকাশ সহ নয় দফা দাবিতে আন্দোলনে নামল তৃণমূল। সোমবার দিনহাটায় মিছিল করে দলের কর্মী-সমর্থকরা মহকুমাশাসকের দফতরে জমায়েত করে বিক্ষোভ দেখান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.