কোচবিহার যুব কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে মিছিল করল। আগামী ছয় মাস উত্তরবঙ্গ রাস্ট্রীয় পরিবহন নিগম (এনবিএসটিসি) সহ রাজ্যের পরিবহণ সংস্থাগুলির কর্মীদের বেতন, পেনশনের সমস্যা সমাধান-সহ কাউকে চাকরি থেকে ছাঁটাই করা হবে না বলে সম্প্রতি মুখ্যমন্ত্রী কলকাতায় ঘোষণা করেছেন। সোমবার মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানাতে যুব কংগ্রেসের মিছিলে ছাত্র পরিষদ এবং আইএনটিইউসি কর্মীরাও অংশ নেন। যুব কংগ্রেসের কোচবিহার লোকসভা কমিটির সভাপতি অভিজি দে ভৌমিক বলেন, “এনবিএসটিসি-সহ অন্য পরিবহণ কর্মীদের বেতন, পেনশন ও চাকরির নিশ্চয়তার দাবিতে আমরা আন্দোলন করছিলাম। আগামী ছয় মাস সংস্থাগুলিতে ভর্তুকি জারি রাখার কথা সরকার জানিয়েছেন। কর্মীদের বেতন, পেনশনের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এই জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে মিছিল করা হয়েছে।” |
তবে মিছিলকে ঘিরে কংগ্রেসের অন্দরেই নানা প্রশ্ন উঠেছে। জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী বলেন, “ছয় মাসের ভর্তুকির ঘোষণা আসলে রাজ্য সরকারের লোক দেখানো সিদ্ধান্ত। রাজ্যের পরিবহণ সংস্থাগুলির এই অবস্থার জন্য বামফ্রন্ট সরকারই দায়ী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল করা নিয়ে কোনও মন্তব্য করছি না।” মিছিল নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতারা। এনবিএসটিসির চেয়ারম্যান তথা জেলা তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “নিজেদের অস্তিত্ব বাঁচাতেই রাজ্য সরকারের প্রশংসা করে মিছিল করা হয়েছে। এতদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ওঁরা নানা কথা বলেছিল।” সম্প্রতি এনবিএসটিসি-সহ অন্য পরিবহণ সংস্থায় কর্মীদের বেতন, পেনশন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। দক্ষিণবঙ্গে এক পরিবহণ কর্মীর আত্মহত্যা ও কোচবিহারের দিনহাটার এক বাস চালকের বাসেই অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনার ঘটনা ঘিরে আলোড়ন দেখা দেয়। মুখ্যমন্ত্রীর কাছে পরিবহণ কর্মীদের স্বার্থরক্ষার ব্যাপারে উদ্যোগী হওয়ার অনুরোধ করা হয়। এদিন শহরের স্টেশন মোড় থেকে মিছিল শুরু হয়। শহর ঘুরে মিছিল ফের ওই মোড়ে শেষ হয়েছে। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি রাহুল রায়, প্রাক্তন জেলা সভাপতি রাকেশ চৌধুরী মিছিলের নেতৃত্ব দেন। |