বিধায়কের উদ্যোগে কুষ্ঠ রোগীদের পরিবারের শিশু এবং মায়েদের জন্য আইসিডিএস কেন্দ্র চালু হল। সোমবার শিলিগুড়ির দার্জিলিং মোড় লাগোয়া এলাকায় কুষ্ঠ রোগীদের পরিবারের থাকার জায়গা ‘চেতনা’ কেন্দ্রে তা চালু করা হয়। শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যের উদ্যোগেই এটি চালু হয়। তিনিই এ দিন উদ্বোধন করেন। মোট ১৬ জন শিশু এবং একজন গর্ভবতী মহিলাকে নিয়ে কেন্দ্রটি চালু হয়। অনুষ্ঠানে শিলিগুড়ির সিডিপিও তীর্থঙ্কর রায়ও উপস্থিত ছিলেন। আইসিডিএস প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিকেরাই জানিয়েছেন, দার্জিলিং মোড় এলাকায় তাঁদের একটি কেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। |
জাতীয় সংহতি ও কুষ্ঠ নিবারণ দিবস উপলক্ষে শিলিগুড়ির
হিলকার্ট রোডে পদযাত্রা। ছবি: বিশ্বরূপ বসাক। |
এলাকায় এ ধরনের কেন্দ্র চালু রাখার প্রয়োজনীয়তার কথা বাসিন্দারা দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন। রুদ্রবাবুর উদ্যোগে চেতনা কেন্দ্রে এ বার তা ফের চালু হল। রুদ্রবাবু বলেন, “কুষ্ঠ রোগীদের পরিবারের শিশু এবং মায়েরাই শুধু নন, আশেপাশের অনেক পরিবারের শিশুরা এই কেন্দ্র থেকে সুবিধা পাবেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কিশোরী শক্তি যোজনা প্রকল্পে এলাকার ৬ জনের নাম নথিভুক্ত করা হয়েছে এ দিন। পিছিয়ে পড়া পরিবারের বাসিন্দা ১১-১৮ বছরের ওই মেয়েদের স্বনির্ভর করতে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। আপাতত এই ৬ জন মহিলা নিরাপত্তা রক্ষীর কাজের প্রশিক্ষণ নেবেন।” এ দিন সংহতি দিবস উপলক্ষ্যে চেতনায় মহাত্মা গাঁধীর মূর্তিতে মালা দেওয়া হয়। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এবং জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে সংহতি দিবস পালনে র্যালি বার করা হয়। কুষ্ঠ সচেতনতা নিয়ে প্রচারও চালান হয়। বিলি করা হয় লিফলেট। এসজেডিএ’র দফতর থেকে হিলকার্ট রোড হয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পর্যন্ত র্যালি হয়। |