ধান কেনা নিয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
সরকারি নিয়ম অনুযায়ী সমবায় সমিতি তাঁদের কাছ থেকে ধান কিনছে না। এই অভিযোগে সোমবার বিষ্ণুপুর ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন বগডহরা গ্রামের চাষিরা। তাঁদের অভিযোগ, জিয়াবান্দী সমবায় সমিতি কুইন্টাল প্রতি কেনা ধানের সাড়ে ১০ কেজি থেকে ২৩ কেজি পর্যন্ত বাদ দিচ্ছেন। অথচ সরকারি নিয়মে ৬০ কেজিতে ৫ কেজি বাদ যাওয়ার কথা।
শহিদুল্লা চৌধুরী, সাজিজুল চৌধুরীদের অভিযোগ, “এর ফলে চরম লোকসানের শিকার হচ্ছি আমরা। বার বার আপত্তি করেও ফল মেলেনি।” চাষিদের অভিযোগ সম্পর্কে ওই সমবায় সমিতির ম্যানেজার দিলীপ নন্দী বলেন, “অভিযোগ সত্যি নয়। স্থানীয় একটি চালকল আমাদের মাধ্যমে ধান কিনছে। খোঁজ নিয়ে দেখব।” বিষ্ণুপুরের বিডিও সুদীপ্ত সাঁতরা বলেন, “৬০ কেজিতে ৫ কেজি বাদ যাওয়ার কথা। সেখানে কুইন্টালে ২৩ কেজি বাদ যাওয়া মানে মারাত্মক ব্যাপার। আমি ওই সমিতিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।” |
বোরোয় অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বোরো |
স্থানীয় এক যুবককে গ্রেফতারের দাবিতে বোরো থানা এলাকার একাংশ বাসিন্দা সোমবার দুপুরে বোরো-বান্দোয়ান রাস্তা অবরোধ করেন। ঘণ্টা খানেক পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। বোরোর বাসিন্দা আনন্দ মাহাতোর অভিযোগ, “নবম শ্রেণির এক ছাত্রীকে এক যুবক নিয়ে পালিয়ে যায়। মেয়েটির বাবা থানায় অভিযোগ করা সত্ত্বেও পুলিশ ওই যুবককে গ্রেফতার করেনি। দু’সপ্তাহ আগে অভিযোগ জানানো হয়েছিল।” তাঁর আরও অভিযোগ, “ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় রবিবার রাতে ছাত্রীর পরিবারের এক সদস্যকে মারধর করা হয়েছে। সোমবার ওই ঘটনারও অভিযোগ জানানো হয়েছে। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় প্রতিবাদে আমরা পথ অবরোধ করেছি।” |
অফিস না খোলায় ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
সরকারি কোন ছুটি নেই। তবু সোমবার অফিসের মূল গেটে দুপুর অবধি তালা ঝোলা রইল। মানবাজারে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অফিসে এমন ঘটনা ঘটেছে। দুপুর ১২টা পর্যন্ত অফিস না খোলায় ক্ষোভ দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যে। মানবাজারের দায়িত্বে থাকা শিশু বিকাশ প্রকল্প আধিকারিক সন্দীপ প্রামাণিক বলেন, “সোমবার আমি হুড়া অফিসে ছিলাম। মোট তিনটি অফিসের দায়িত্বে রয়েছি। ওখানে অফিস খোলা হয়নি, সে খবর পেয়েছি।” |
ভস্মীভূত পালুই
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
পুড়ে ছাই হয়ে গেল দু’টি খড়ের পালুই। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে মানবাজার থানার ঝাড়বাগদা গ্রামে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, নিরঞ্জন মাহান্তি ও শ্যামল মাহান্তিদের খামার বাড়িতে এই আগুন লাগে। পুলিশ জানিয়েছে, দমকল আসার আগেই ছাই হয়ে গিয়েছে দু’টি পালুই। |
আর্থিক সহায়তা
নিজস্ব সংবাদদাতা • সারেঙ্গা |
মাওবাদীদের হাতে নিহত সারেঙ্গার দুই সিপিএম কর্মীর পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দিল বাঁকুড়া জেলা প্রশাসন। সোমবার ব্লক অফিসে মাওবাদীদের হাতে খুন হওয়া সারেঙ্গা থানার হাবরা গ্রামের বাসিন্দা রামদাস মুর্মুর স্ত্রী বিরজিদেবী এবং বাণেশ্বর মুর্মুর স্ত্রী প্রতিমাদেবীর হাতে তিন লক্ষ টাকার দু’টি চেক তুলে দেন মহকুমাশাসক (খাতড়া) দেবপ্রিয় বিশ্বাস, সারেঙ্গা থানার আইসি বিপ্লবকুমার দে। |
বধূর ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
বাড়ি থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খেজুরবেদিয়া। মৃতার নাম পূর্ণিমা সিংহ (২১)। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। |