মারা গেলেন ঝাড়খণ্ড দিশম পার্টির (জে ডি পি) রাজ্য সভাপতি অভিরাম বেশরা (৫৫)। সোমবার বাঁকুড়া মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দলের রাজ্য সম্পাদক মিলন মাণ্ডি বলেন, “দুর্ঘটনায় অভিরামবাবুর মৃত্যু হয়েছে।” তবে তাঁদের নেতাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে বলে দাবি করে এ দিন সাঁতুড়িতে অবরোধ করেন জে ডি পি কর্মী-সমর্থকেরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে দলীয় কাজে অভিরামবাবু সাইকেলে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সাঁতুড়ি থানার মধুকুণ্ডা গ্রামে তাঁর বাড়ির কাছে একটি সিমেন্ট কারখানা যাওয়ার রাস্তায় তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। |
তাঁকে নিতুড়িয়ার হারমাড্ডি ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে বাঁকুড়া মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। এর পরেই কর্মী-সমর্থকেরা পথ অবরোধ করেন। পুলিশ জানায়, কেউ খুনের অবিযোগ দায়ের করেননি। দুর্ঘটনাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান। রঘুনাথপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। নিতুড়িয়াতে চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, অভিরামবাবুর মথায় আঘাত লেগেছিল। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।” এ দিকে, মিলনবাবু বলেন, “রাজ্যে দলীয় সংগঠন গড়তে প্রথম থেকেই বিশেষ ভূমিকা নিয়েছিলেন অভিরামবাবু। তাঁর মৃত্যুতে দলের বড় ক্ষতি হল।” |