টুকরো খবর |
বালিকাকে ধর্ষণের নালিশ, ধৃত ২ নাবালক
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সাত বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগে দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে গ্রেফতার করল পুলিশ। পূর্ব মেদিনীপুরের কাঁথির মারিশদা এলাকায় এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। সোমবার ধৃত সমীরণ সিংহ এবং রামানন্দ গিরিকে তমলুকের জুভেনাইল কোর্টে তোলা হলে ডেবরার একটি হোমে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনেরই বাড়ি মারিশদা থানার দেবদত্তবাড় গ্রামে। শুকদেব ধাড়া নামে গ্রামেরই আর এক অভিযুক্ত পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৩ জানুয়ারি শিল্লিবাড়ি গ্রামের বছর সাতেকের এক বালিকা স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড-ডে মিলের খাবার আনতে যায়। সেই সময় ওই বালিকাকে চকোলেটের লোভ দেখিয়ে একটি আশ্রমের পেছনে নিয়ে গিয়ে সমীরণ, রামানন্দ ও শুকদেব ধর্ষণ করে বলে অভিযোগ। পাশবিক অত্যাচারে ওই বালিকা অচৈতন্য হয়ে পড়লে মারা গিয়েছে ভেবে তাকে পাশের একটি ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যায় তিন জন। পরে স্থানীয় লোকেরা ওই বালিকাকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ২৭ জানুয়ারি ওই বালিকার বাবা মারিশদা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার জগুদাসবাড় গ্রাম থেকে সমীরণ ও রামানন্দকে গ্রেফতার করে। শুকদেবের খোঁজে তল্লাশি চলছে।
|
তৃণমূল কর্মী খুনে ধৃত ৪
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রামের রাজাবাঁধে তৃণমূল-কর্মী অনুপ মাহাতোকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতেরা হলেন লাল মুদি, পাকু মুদি, বাবলু মুদি ও অশোক মুদি। এ দিনই তাঁদের ঝাড়গ্রাম এসিজেএম আদালতেও হাজির করানো হয়। লাল মুদিকে ২ দিন পুলিশি হেফাজতে এবং অন্যদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে অনুুপবাবুকে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে ধৃতদের নাম উঠে আসায় তাঁদের গ্রেফতার করা হয়েছে। ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার গৌরব শর্মা বলেন, “তদন্ত চলছে। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই ৪ জনকে গ্রেফতার করা হয়।” রবিবার সকালে রাজাবাঁধের রেললাইনের পাশ থেকে তৃণমূল কর্মী অনুপ মাহাতোর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। অনুপের বাড়ি মানিকপাড়ার বর্জুডি গ্রামে। শনিবার রাতে বাড়ি ফেরার সময়ে একদল দুষ্কৃতী তাঁকে তুলে নিয়ে যায়। এ ঘটনা নিয়ে শুরু হয়ে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের অভিযোগ, সিপিএমের সশস্ত্র বাহিনীর সদস্যরা অনুপকে খুন করেছে। অভিযোগ উড়িয়ে সিপিএম-শিবিরের বক্তব্য, ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। মিথ্যে প্রচার চলছে। রবিবারই মৃতের দাদা দিলীপ মাহাতো পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন।
|
ক্রেতা-সুরক্ষা নিয়ে সচেতনতায় জোর
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
আধিকারিকদের দুর্বলতায় ক্রেতা-সুরক্ষা দফতরের ভূমিকা কী, গত ৩০ বছরে তাই জানতে পারেননি সাধারণ মানুষ। সোমবার হলদিয়া ভবনে সাংবাদিক বৈঠকে এই মন্তব্যই করলেন বর্তমান ক্রেতা-সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সুনীল তিরকেও। এ দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলার জনা পঁয়ত্রিশ আধিকারিকের সঙ্গে বৈঠকও করেন সাধনবাবু। জেলার বিভিন্ন বাজারে আচমকা পরিদর্শন, মোড়ে-মোড়ে ব্যানার লাগিয়ে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগী হওয়ার নির্দেশ দেন উপস্থিত আধিকারিকদের। সাধনবাবু জানান, ক্রেতা-সুরক্ষা দফতরকে সচল করার লক্ষ্যেই তাঁর জেলা-সফর। মন্ত্রী বলেন, “ক্রেতা-সুরক্ষা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পুরুলিয়ার ছৌ-শিল্পীদেরও সাহায্য নেওয়ার পরিকল্পনা রয়েছে।” আগামী বুধবার, ১ ফেব্রুয়ারি কলকাতায় দফতরের নতুন ভবনের শিলান্যাস হবে বলেও মন্ত্রী জানান। তাঁর দাবি, খানিক সচল হয়ে আট মাসেই ১০ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করতে পেরেছে তাঁর দফতর। সাধনবাবুর আশ্বাস, “মেডিক্লেম থেকে ফ্ল্যাট কেনা, সবেতেই এর পর থেকে ক্রেতার থেকে অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
|
খেজুরিতে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা ছড়াল খেজুরি থানার নিজকশবা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিজলি মসনদ ই আলা দর্শণ করতে নন্দকুমার থানার নামলাক্ষ্যা গ্রাম থেকে দম্পতি পরিচয়ে দু’জন রবিবার নিজকশবায় এক জনের বাড়ি এক দিনের জন্য ভাড়া নেন। সোমবার সকালে ওই ঘরে কম্বল ঢাকা অবস্থায় মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পলাতক পুরুষ সঙ্গী। খবর পেয়ে খেজুরি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ও ময়না-তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
|
মাটি কাটার নালিশ, ধৃতদের জেলহাজত
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ওডিশা কোস্ট ক্যানেলের মাটি কাটার অভিযোগে ময়না থানা এলাকার তিন বাসিন্দাকে ধরল পুলিশ। সেচ দফতরের অনুমতি ছাড়াই রামনগর ১ ব্লকের বাধিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ওডিশা কোস্ট ক্যানেলের মাটি কাটা হচ্ছে বলে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক রানা বিশ্বাস রামনগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার ভরত মণ্ডল, নির্মল মাইতি ও গুরুপদ মণ্ডল নামে তিন জনকে গ্রেফতার করে রবিবার কাঁথি আদালতে তোলে। বিচারক তিন জনেরই জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জন্য জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
|
কংগ্রেসের সভা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে একক ভাবে লড়ার সিদ্ধান্ত নিল কাঁথি মহকুমা কংগ্রেস। নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য মার্চ মাসের মধ্যে বিভিন্ন ব্লকে রাজনৈতিক সম্মেলন করার পরিকল্পনা নিয়েছে তারা। রবিবার বিকালে কাঁথি মহকুমা কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য শৈলজা দাস, প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক ক্ষিতীন্দ্রমোহন সাহু,পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি অসিত পাল, সাধারণ সম্পাদক শিবাজী গঙ্গোপাধ্যায়-সহ জেলা, মহকুমা ও ব্লক স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|
হীরক জয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • এগরা |
তিন দিন ব্যাপী হীরক জয়ন্তী উৎসব পালিত হচ্ছে পটাশপুরের ব্রজকিশোরপুর দেশপ্রাণ গঙ্গারাম হাইস্কুলে। ২৯ জানুয়ারি উদ্বোধন অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন জাতীয় শিক্ষক প্রণবকুমার পট্টনায়ক। হীরক জয়ন্তী স্মারক ভবনের দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক জ্যোতিমর্য় কর। উৎসব উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবির, পুনর্মিলন উৎসব ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানশিক্ষক গোবর্ধন কোটাল ও পরিচালন সমিতির সম্পাদক রৈবত আচার্য জানান, স্থানীয় বাসিন্দা ও সরকারি আর্থিক সাহায্যে ১০টি শ্রেণিকক্ষ তৈরির কাজ চলছে। স্কুলের হীরক জয়ন্তী বর্ষ শেষে ওই ভবনগুলি উদ্বোধন করা হবে।
|
পটাশপুরে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • এগরা |
এলাকার নিচু জলাজমিগুলি কৃষিকাজে ব্যবহার করার লক্ষ্যে সোমবার প্রশাসনিক আধিকারিক ও পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর। পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ওই বৈঠক হয়। কেলেঘাই ও বাগুই নদী সংলগ্ন পটাশপুর ১ ব্লকের গোকুলপুর, গোপালপুর, অমর্ষি ২, চিস্তিপুর ১ ও ২ পঞ্চায়েতগুলির নিচু জমিতে বছরের অধিকাংশ সময়েই জল জমে থাকে। ফলে বোরোর মরসুম ছাড়া অন্য সময়ে চাষাবাদ করা যায় না। নিকাশি ব্যবস্থার উন্নতি করে নিচু জমিতেও বছরভর চাষাবাদ করার জন্য প্রকল্প তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।
|
আর্থিক অনুদান
নিজস্ব সংবাদদাতা • এগরা |
এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী দুঃস্থ ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান দিল এগরা-২ পঞ্চায়েত সমিতি। সমিতির তরফ থেকে জানানো হয়েছে, নিজস্ব তহবিল থেকেই এই অর্থ প্রদান করা হয়েছে। ব্লক এলাকার হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষকদেরও সংবর্ধনা দেওয়া হয়। সোমবার পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সমরেশ দাস, সহ-সভাধিপতি মামুদ হোসেন, বিডিও মৃণ্ময় মণ্ডল, সমিতির সভাপতি প্রকাশ রায়চৌধুরী প্রমুখ।
|
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সোমবার ভোরে মারিশদা থানার গয়াগিরির কাছে দিঘা-তমলুক রেললাইনের ধারে দেহটি উদ্ধার হয়। মৃতের পরিচয় জানা যায়নি। বছর পঞ্চাশের ওই ব্যক্তির দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
শতবর্ষ উদ্যাপন |
সাঁকরাইলের কুকুড়াখুপি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল সোমবার। এই উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা-সহ সাধারণ মানুষ শোভাযাত্রায় যোগ দেন। |
|