আগুন লেগে নষ্ট হয়ে গেল সরস্বতী পুজোর মণ্ডপের একাংশ। কালনা শহর ঘেঁষা তালবোনা প্রান্তিক ক্লাবে সোমবার ভোরের ঘটনা। ক্লাব সদস্যদের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাঁদের মণ্ডপে আগুন ধরিয়ে দিয়েছে কেউ। পুলিশ ও দমকলের কাছে এই নিয়ে লিখিত অভিযোগও করেছেন তাঁরা। মণ্ডপটি ছিল বেত আর শীতলপাটি দিয়ে তৈরি। আগুন দ্রুত মণ্ডপের একটি বড় অংশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের কালনা শাখার একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মণ্ডপের একাংশ পুড়লেও অবশ্য কোনও ক্ষতি হয়নি প্রতিমার। ক্লাব সদস্য বাবলু মোহন্তের কথায়, “এর আগেও মণ্ডপে আগুন ধরানোর চেষ্টা হয়েছিল।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক খেতমজুরের। সোমবার সকালে কেতুগ্রামের তৈপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পূর্ণ মাঝি (২৮)। সোমবার সকালে কীটনাশকে অসুস্থ হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, আগের রাতে স্ত্রীর সঙ্গে বচসা হয়েছিল ওই যুবকের। এ দিন সকালেও কথা কাটাকাটি হয়। পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হন তিনি।
|
তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। সোমবার সকালে অম্বিকা কালনা স্টেশনের কাছে ওই পার্টি অফিসটি খুলতে এসে দলীয় কর্মীরা দেখেন, ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। নষ্ট করা হয়েছে বেশ কিছু আসবাব পত্র। তৃণমূলের অভিযোগ, সিপিএম নিয়ন্ত্রিত একটি ক্লাব ওই ঘটনা ঘটিয়েছে। এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে সিপিএমের কালনা জোনাল কমিটি। |