পাঁচ কর্মীর বদলির নির্দেশ রদের পরে আন্দোলন প্রত্যাহার করল কেন্দা এরিয়ার ওভারম্যান ও মাইনিং সর্দারদের সংগঠন ইনমোসা। চার দিন আগে শূন্যপদ পূরণের দাবি তুলে এরিয়ার ১২টি খনিতে আন্দোলনে নামে ওই সংগঠন। তাঁদের অভিযোগ, এই এরিয়ায় আপাতত ১৮১ জন ওভারম্যান ও মাইনিং সর্দার আছেন। গত ৯ মাসে একশোর বেশি কর্মী কমিয়ে দেওয়া হয়েছে। ইনমোসার তরফে বারবার কর্তৃপক্ষকে শূন্যপদ পূরণের দাবি জানানো হয়েছে। শ্রম দফতরের সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনাও চলছে। এরই মধ্যে ৭ জনকে অন্যত্র বদলি করা হয়েছে। এ সবের প্রতিবাদে গত শুক্রবার কাজে নামেননি ওই কর্মীরা। সোমবার এরিয়ার জেনারেল ম্যানেজার ইউনিস আনসারি বিক্ষোভকারী সংগঠনের নেতৃত্বের সঙ্গে আপোস করলে কর্মীরা ভূগর্ভে নামেন। পাঁচ কর্মীর বদলির নির্দেশ প্রত্যাহার করেন কর্তৃপক্ষ। ইনমোসার এরিয়া সম্পাদক অমিতাভ বন্দ্যোপাধ্যায় জানান, ডিজিএমএস ছ’মাস আগে এরিয়া কর্তৃপক্ষকে শূন্যপদ পূরণের কথা বলেছিল। তার পরেই তাঁরা শ্রম দফতরের দ্বারস্থ হন। অথচ কর্তৃপক্ষ বিধি না মেনে বদলি করছেন। আপাতত আপোস হলেও সমস্যা না মিটলে ফের আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা।
|
আজ, মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য আসানসোল থেকে চিত্তরঞ্জন, রূপনারায়ণপুর, সামডি রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আসানসোল মিনিবাস ও বড়বাস মালিক সংগঠন। আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায় অভিযোগ করেন, চিত্তরঞ্জন রোড, সামডি রোড, কেবলস রোডগুলির অবস্থা বেহাল হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। প্রাণহানিও হচ্ছে। বাসের যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে। ক্ষতির মুখে পড়ছেন বাস মালিকেরা। দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রহৃত হচ্ছেন বাস-কর্মীরা। মহকুমাশাসকের কাছে বারবার আবেদন জানিয়েও সুফল মিলছে না। অগত্যা বাস বন্ধ করে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে মালিকদের সংগঠন। আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্ত জানিয়েছেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সমস্যা মিটে যাবে।
|
চোর সন্দেহে দুই যুবককে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের ইস্ট কলেজ পাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রবিবার গভীর রাতে একটি বেসরকারি তেল কারখানায় দুই দুষ্কৃতী চুরি করতে ঢুকেছিল। বাসিন্দারা দেখতে পেয়ে তাদের ধরে ফেলেন। মারধর করার পরে পুলিশের তাদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
বন্ধ হয়ে পড়ে থাকা এমএএমসি কারখানার নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ বহাল রাখার দাবিতে সোমবার কারখানার গেটে আইএনটিইউসি এবং আইএনটিটিইউসি যৌথ ভাবে বিক্ষোভ দেখায়। আইএনটিটিইউসি-র পক্ষে সুনীল চট্টোপাধ্যায় জানান, কারখানা থেকে সিআইএসএফ প্রত্যাহার করলে দুষ্কৃতীরা কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুঠ করে নিয়ে যাবে। এ দিন মিছিল করে দুই সংগঠনের কর্মী-সমর্থকেরা কারখানার গেটে গিয়ে জড়ো হয়ে বিক্ষোভ দেখান।
|
জাতীয় সড়কে লরির ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে দুর্গাপুরের মুচিপাড়ার কাছে। পুলিশ জানায়, সোমবার দুপুরে এই ঘটনায় মৃতের নাম ওয়াইবি সিংহ (৪০)। তিনি স্থানীয় একটি বেসরকারি কারখানার কর্মী। এ দিন তিনি কারখানা থেকে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পিছন থেকে একটি লরি ধাক্কা মেরে পালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
|
মহাত্মা গাঁধীর মৃত্যু দিবস উপলক্ষে রানিগঞ্জের শিশুবাগান মোড়ে প্রতিকৃতিতে মাল্যদান করলেন স্থানীয় তৃণমূল বিধায়ক সোহরাব আলি। তিনি জানান শীঘ্র মহাত্মা গাঁধীর পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হবে এবং পুরসভাকে তাঁরা এই মোড় গাঁধীর নামে করার আবেদন জানাবেন। |