খেলার টুকরো খবর

চ্যাম্পিয়ন বাংলা
জুনিয়র ভলিবল প্রতিযোগিতা হল দুর্গাপুরের সিধু-কানু স্টেডিয়ামে।
৩৮তম জাতীয় জুনিয়র ভলিবলে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হল বাংলা। রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে ফাইনালে তারা কেরালাকে ৩-১ সেটে হারায়। পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হয় তামিলনাড়ু। তারা ফাইনালে ৩-২ সেটে অন্ধ্রপ্রদেশকে হারায়। রাজ্য ভলিবল ফেডারেশন এ বার এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দিয়েছিল দুর্গাপুরের তানসেন অ্যাথলেটিক ক্লাবকে।

দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগ
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে আদিত্য স্মৃতি সঙ্ঘ ১০৫ রানে হারিয়েছে তরুণ স্পোর্টিং ক্লাবকে। প্রথমে আদিত্য করে ৩৪.৫ ওভারে ২১৯। দলের অভিষেক বসু ৫২, অনির্বাণ রাজা ৫০ রান করেন। তরুণের হয়ে শেখ সরিফুল আরিফ ২৭ রানে ৬, তারক বন্দ্যোপাধ্যায় ও সুমিত মোহন্ত দু’টি করে উইকেট দখল করেন। জবাবে তরুণ করে ৩৪.১ ওভারে ১১৪। অর্ণব মণ্ডল করেন ২৫। আদিত্যের অনির্বাণ রাজা ও অশোক সাউ দু’টি করে উইকেট দখল করেন।

বারাবনিতে ক্রিকেট
মদনপুর রবীন্দ্র-নজরুল সমিতি আয়োজিত ক্রিকেটে সোমবার জয়ী হল শিরিষডাঙ্গা যুব সঙ্ঘ। তারা ৪ উইকেটে কেন্দা সিসিকে হারায়। কেন্দা সিসি প্রথমে ৯৮ রান করে। যুব সঙ্ঘ ৬ উইকেটে রান তুলে নেয়।

হারল কৃপা সিসি
সিয়াকুলবেড়িয়া যৌথ কল্যাণ সমিতি আয়োজিত ক্রিকেটে সোমবার এরিয়া ফোর সিসি ৩৩ রানে হারায় সাঁই কৃপা সিসিকে। রতন ক্রীড়াঙ্গণে প্রথমে ব্যাট করে এরিয়া ফোর সিসি ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করে। জবাবে ৯৪ রানে শেষ হয়ে যায় সাঁই কৃপা।

খারোবাড়ি ক্রিকেট
রিভারসাইড খারোবাড়ি ক্রিকেটে সোমবার ফাইভ স্টার ক্লাব ২১ রানে হারায় মিহিজাম আমবাগান ক্লাবকে। প্রথমে ফাইভ স্টার ১৪৮ রান করে। জবাবে আমবাগান করে ১২৭।

টি-টোয়েন্টি
ইসিএলের বাঁকোলা এরিয়া আয়োজিত আন্তঃইসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে জিতল পাণ্ডবেশ্বর এরিয়া। আসানসোল স্টেডিয়ামে তারা হারায় কুনস্তরিয়া এরিয়াকে। প্রথমে কুনস্তরিয়া ১২০ করে। পাণ্ডবেশ্বর ৪ উইকেটে রান তুলে নেয়।

ব্রজমোহন কাপ
ব্রজমোহন কাপের খেলায় আরএইউসি ৩-১ গোলে হারিয়েছে আসানসোলের বরাসোল আদিবাসী কৃষক সমিতিকে। আরএইউসির হয়ে রনজিৎ সরকার, রানা সেন ও সন্তোষ রায় গোল করেন। বরাসোলের হয়ে ব্যবধান কমান ছোটু হাজারা।

জয়ী স্যান্টোস
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার রবিবারের খেলায় জয়ী হল ক্লাব স্যান্টোস। তারা এএসপিএসএ-কে ১৭৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৫৮ রান করে ক্লাব স্যান্টোস। রাজেশ পণ্ডিত ৫৪, রতন দত্ত ৫৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে এএসপিএসএ ৮০ রানে সব উইকেট হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.