এক শিক্ষককে সাসপেন্ড করার প্রতিবাদে মাসাধাকি কাল ধরে বিধাননগরের একটি ম্যানেজমেন্ট কলেজের গেটে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল শিক্ষা সেল। সোমবার শিক্ষক ও শিক্ষাকর্মীদের কলেজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায় অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন। তাঁর পাল্টা অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের অনমনীয় মনোভাবের জন্যই এই সমস্যা জিইয়ে রয়েছে।
কলেজ সূত্রে জানা গিয়েছে, বিবিএ বিভাগের এক শিক্ষককে সাসপেন্ড করার পর থেকেই কলেজের গেটে তৃণমূল শিক্ষা সেলের নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষকদের একাংশ। কলেজের ডিরেক্টর অনুপম মুখোপাধ্যায়ের অভিযোগ, অনুশাসন না মানার জন্যই শুভজিৎ চক্রবর্তী নামে ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। বারবার সতর্ক করেও কোনও ফল না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভজিৎবাবুর অবশ্য দাবি, কলেজের শিক্ষকদের উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধার দাবিতে সরব হওয়ার জন্যই তাঁর বিরুদ্ধে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন। কলেজ কর্তৃপক্ষ অবশ্য এই দাবি মানতে চাননি।
তৃণমূল শিক্ষা সেলের মহকুমা সভাপতি অশোক কুমার পতির দাবি, অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করতে হবে।
সোমবারও সকাল থেকে বিক্ষোভ চলছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “আমরা কলেজে ঢুকতে যেতেই বিক্ষোভকারীদের একাংশ আমাদের ধরে টানাটানি করতে শুরু করে। কলেজে না ঢোকার জন্য হুমকি দেওয়া হয়। কিছুক্ষণ পরে অবশ্য তাঁরা সরে যান।” তৃণমূল বিধায়ক নিখিলবাবু বলেন, “আমরা শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের ঘোর বিরোধী। কিন্তু এই কলেজ কর্তৃপক্ষ যে ভাবে চলছেন, তা কাম্য নয়। কলেজ কর্তৃপক্ষ নমনীয় হলেই আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলা সম্ভব।” |