|
|
|
|
|
মেক আপ ক্লাসের টেস্ট পেপার সলভ্ড
কারও সমস্যা আইশ্যাডো-র রং নিয়ে, কারও রোলার কার্লস-এ।
মুশকিল আসানে মাস্টারমশাই অনিরুদ্ধ চাকলাদার |
|
|
বহু পাঠকপাঠিকা এই কলামটি অনুযায়ী তাঁদের রোজকার জীবনে এই মেক আপ টিপস ব্যবহার করেন এবং ভাল ফল পান। তাঁদের চাহিদা অনুযায়ী কিছু প্রশ্নের উত্তর এখানে আলোচনা করা হল।
• গত ২৩ জুলাই, ২০১১-র প্রবন্ধে (টুলটুলে মুখ ঢলঢলে রূপ) আপনি বলেছেন, চোখের মেক আপের জন্য ‘ব্রাইট শেড’ ব্যবহার করতে হবে। কিন্তু আমার রং শ্যামবর্ণ। সুতরাং বেশি উজ্জ্বল রং ব্যবহারে আমার বন্ধুরা হাসে, খুব খারাপ লাগে। কী করব? কোনও হালকা রং ব্যবহার করতে পারি?
নিষ্ঠা দাশগুপ্ত, কাঁকুড়গাছি
যদিও সাজগোজ সম্পর্কে ‘পর রুচি পহেননা’ এই প্রচলিত উক্তিটিই ব্যবহার করি, কিন্তু আমি মনে করি পোশাক ও সাজ দু’টোই, মানুষ আত্মতুষ্টির জন্য করে থাকে। বেশির ভাগ সময় এটা আমার খুব ভাল লাগছে বা আমার খুব পরতে ইচ্ছা করছে, এই নীতিকেই মেনে চলি। আমি মনে করি, কিছু উজ্জ্বল রং আছে যেগুলি শ্যামবর্ণাদের খুব ভাল মানায়। যেমন, সবুজ, সমুদ্রনীল, অ্যাকোয়ামেরিন। কিন্তু এই রংগুলি ব্যবহারে যদি অস্বস্তি বোধ হয়, তবে আই-সকেট-এ শুধু রঙিন পেনসিল লাগাতে পারেন। ন্যাচারাল কালার ক্লোজার (স্কিনটোনের সঙ্গে মিলিয়ে), প্রথমে লাগিয়ে ব্রাইট কালার আইপেনসিল ব্যবহার করুন। ফলে বেশি কটকটে মনে হয় না এবং যথেষ্ট উজ্জ্বল লাগে।
• ২৮ মে, ২০১১-র প্রবন্ধে (চাঁদের কপালে টিপ দিয়ে যা), আপনি পাউডার বিন্দি ব্যবহারের কথা বলেছেন, আমার গুঁড়ো বিন্দি পরতে খুব ভাল লাগে। কিন্তু আমার ত্বক তৈলাক্ত, টিপ পরার কিছু ক্ষণ পর সমস্ত কপালে ছড়িয়ে যায়। কী ভাবে এটি ম্যানেজ করব?
মধুরা ব্যানার্জ্জী, মানিকতলা
যাদের তৈলাক্ত ত্বক, তাদের ক্ষেত্রে সত্যিই পাউডার বিন্দি ব্যবহার করাটা সমস্যার। প্রথমে কিছুটা তেল অথবা ভেসলিন লাগিয়ে পাউডার বিন্দি লাগান। যদি দেখেন সমস্যা থেকে যাচ্ছে, তবে স্টিকিং বিন্দি লাগিয়ে তার ওপর ময়েশ্চারাইজার বুলিয়ে, তার ওপর পাউডার বিন্দি লাগিয়ে নিন। এতে আপনার দু’টি কাজই হয়ে যাবে।
• ১০ সেপ্টেম্বর, ২০১১-র প্রবন্ধ (যেমন রাখো আমি বশ হবই), আপনি রোলার কার্লস ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কিন্তু আমার স্ট্রেট লম্বা চুল, এই ইচ্ছে আমি কী ভাবে পূরণ করব?
শিরিন খাতুন, কুচবিহার
রোলার কার্লস লেয়ারস অথবা স্টেপ কাট-এর জন্য খুব মানানসই। কিন্তু আপনার যদি স্ট্রেট লম্বা চুল হয়, তা হলে চুলের তলার অংশে রোলার কার্লস ব্যবহার করতে পারেন। এই স্টাইলটি যদি আপনার পছন্দ হয়ে যায়, তবে খুবই ভাল। কিন্তু আপনি যদি বেশি ‘বাউন্সি লুক’ চান, তবে অবশ্যই চুল কাটতে হবে লেয়ারস-এ। এতে চুল বিভিন্ন লেয়ার-এ কাটা থাকে বলে চুলের ভার বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। ফলে কার্লস এবং তার ফল সুন্দর ভাবে বোঝা যায়। এটি না হলে, অর্থাৎ চুলটি ঠিক মতো কাটা না থাকলে চুলের ডগায় (শেষ ভাগে) শুধুমাত্র কার্লটি হয়ে থাকে, যা খুব একটা ভাল লাগে না।
• আমার নিজস্ব পছন্দ লাল ঠোঁট, অর্থাৎ লাল রঙের লিপস্টিক সব সময় ব্যবহার করতে ভাল লাগে। কিন্তু দিনের বেলায় একটু অস্বস্তি হয়। দিনের বেলায় আমি কি লাল লিপস্টিক ব্যবহার করতে পারি? (প্রবন্ধ ২৪ ডিসেম্বর, ২০১১)
সুচেতা রায় গোস্বামী, রুবি পার্ক
লাল রঙের লিপস্টিক ব্যবহারের ইচ্ছে খুবই সাধারণ। বেশির ভাগ মানুষ লাল লিপস্টিক খুবই ভালবাসেন। কিন্তু দিনের বেলায় এটি ঠিক চলে না। বিদেশে সারা বছর লাল লিপস্টিক ব্যবহারের চল আছে। কিন্তু এখানে সে ভাবে চলে না। তবে লাল রংটি গায়ের রং, পরিবেশ এবং আবহাওয়ার ওপর নির্ভর করে। ভারতে সারা বছর আর্দ্রতাপূর্ণ গরম আবহাওয়া থাকে। এই পরিবেশে লাল লিপস্টিকের ব্যবহার খুব একটা সমীচীন নয়। শীতকালের জন্য সব সময়ই ভাল।
• মেল গ্রুমিং-এর লেখায় ছেলেদের সাজগোজের যে বিষয়টি উল্লেখ করেছেন, সেটি অনুযায়ী প্রতি দিন আমি কি কনসিলার ব্যবহার করতে পারি?
ঋজু সামন্ত, গোখেল রোড
‘ছেলেদের জন্য মেক আপ’ এই বিষয়টি খুবই স্পর্শকাতর। সুতরাং আপনার মেক আপ করার ইচ্ছেটিকে যথেষ্ট বুদ্ধি দিয়ে পরিচালনা করতে হবে। এমন ভাবে মেক আপ করবেন, যাতে মেক আপ কখনও ফুটে না ওঠে এবং বোঝা না যায় যে আপনি মেক আপ করেছেন। দিনের বেলা মেক আপ-এর ক্ষেত্রে বেশি সচেতন থাকতে হবে, কারণ দিনের আলোয় সব কিছু খুব স্পষ্ট হয়ে ওঠে।
|
সাক্ষাৎকার: কস্তুরী মুখোপাধ্যায় ভারভাদা |
|
|
|
|
|