|
|
|
|
|
স্রেফ একটা ব্যান্ড-এড হলেই হবে |
ইনি চুপ করে তাকিয়ে থাকলেই নাকি পুরুষ’রা বুকে হাত দিয়ে দে-এ-এ-বী বলে উঠছেন।
তবে, আমরা দেখলাম অন্য রূপ! ইটপাটকেল-এ কমলিনী মুখোপাধ্যায় |
|
যদি কপালে তিন নম্বর চোখটা থাকত, কাকে ভস্ম করতেন?
উইশ লিস্ট লম্বা, তবে সবচেয়ে আগে তাকেই যে বোকা বোকা প্রশ্ন করে।
হাত বাড়িয়ে দিলেন আর ঈশ্বর হ্যান্ডশেক করলেন? কার মতো দেখতে ছিল তাঁকে?
হাত কই, এ তো কাঠ! উইলো কাঠ। মুখটা যেন সচিনের মত লাগল...
কাল রাতে ধ্রুবতারা কানে কানে কী বলে গেল?
ইস্স্, মনে পড়ছে না, আজ রাতে আবার আসবে, জিজ্ঞেস করে নেব।
গুপি না বাঘা, বর হিসেবে কে বেশি ভাল?
বাঘা! রবি ঘোষকে ছাড়া যায়! তা ছাড়া, গুপির গান যদি আচমকা অসাড় করে দেয়?
সকালে উঠে দেখলেন সমস্ত হিরের গয়না মাটি হয়ে গেছে, তখন?
এ মা, মাটি বুঝি টাকা নয়?
কান্না চাপতে গিয়ে হাসি পেল, কী করবেন?
ফের না কাঁদা পর্যন্ত হসিটাই চালাব।
ছায়ার সঙ্গে যুদ্ধ হবে। কী নেবেন সঙ্গে?
কিচ্ছু না, স্রেফ ব্যান্ড-এড!
|
অলংকরণ: দেবাশীষ দেব |
|
|
|
|
|