|
|
|
|
মালদহ সদর, রায়গঞ্জ জেলা হাসপাতাল |
পরিকাঠামোর উন্নয়নে রাজ্য |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপতি। সম্প্রতি চিকিৎসাধীন তিনটি শিশুর মৃত্যর ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিকর্তা। একটি বৈঠকও করেন তিনি। স্বাস্থ্য অধিকর্তা বলেন, “এই হাসপাতালের শিশুবিভাগ-সহ সহ বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসা পরিষেবা বেহাল হয়ে পড়েছে বলে যা বলা হচ্ছে তা ঠিক নয়। রাজ্য স্বাস্থ্য দফতর হাসপাতালের সামগ্রিক চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ম মেনে কাজ করার নির্দেশ দিয়েছি।” গত সোমবার হাসপাতালের শিশু বিভাগে ওই তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। গাফিলতির অভিযোগ তুলে সরব হন মৃতদের পরিবারের লোকজন থেকে শুরু করে রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তও। ঘটনার পর নার্সদের একাংশ অভিযোগ করে জানান, শিশু বিভাগে চিকিৎসকের অভাব রয়েছে। ২০টি বেড থাকলেও তিনগুন রোগী ভর্তি থাকে। একাধিক জানালার কাঁচ দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় রোগীদের সমস্যা হচ্ছে। শিশুবিভাগ নিয়মিত সাফাই না হওয়ায় দূষণ এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য অধিকর্তা জানান, এই হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। সমস্যা মেটাতে রায়গঞ্জ জেলা হাসপাতাল সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে ১৮০০ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মার্চ মাসের মধ্যে হাসপাতালে সিক নিউ বর্ন কেয়ার ইউনিট চালু করা হবে। এর পরে সিক নিওনেটাল কেয়ার ইউনিট চালু করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। আইসিইউ এবং স্থায়ী মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিয়োগ করার বিষয়টি দেখা হচ্ছে। হাসপাতালের একাংশ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ প্রসঙ্গে স্বাস্থ্য অধিকর্তা বলেন, “এই ধরনের কিছু অভিযোগ পেয়েছি। চিকিৎসকেরা সামান্য কারণেই রোগীদের বাইরের বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমে রেফার করছেন বলেও শুনলাম। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” জেলার চিকিৎসা পরিষেবা উন্নয়নের দাবিতে স্বাস্থ্য অধিকর্তাকে স্মারকলিপি জমা দিয়ে বিক্ষোভ দেখান কনফেডারেশন অফ স্টেট গর্ভমেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা। স্মারকলিপিতে স্থায়ী মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিয়োগ, হাসপাতালে আইসিইউ, সিক নিউবর্ন কেয়ার ইউনিট চালু এবং ইসলামপুর হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার চালু করার দাবি জানানো হয়েছে। সংগঠনের জেলা সম্পাদক সুযশ মুখোপাধ্যায় বলেন,“অবিলম্বে দাবি পূরণ করা না হলে জেলাজুড়ে আন্দোলনে নামা হবে।” |
|
|
|
|
|