টুকরো খবর |
তৃণমূলের বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • সারেঙ্গা |
সরকার নির্ধারিত সহায়ক মূল্যে ধান কেনা শুরু না হওয়ার অভিযোগে বিরোধীরা আগেই আন্দোলন শুরু করেছে। শাসক দল তৃণমূল কংগ্রেসও সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনার দাবিতে এ বার সরব হল। শুক্রবার সারেঙ্গা ব্লক অফিস ঘেরাও করে তৃণমূলের শতাধিক কর্মীরা বিক্ষোভ দেখালেন। প্রতিটি পঞ্চায়েত এলাকায় তাঁরা শিবির করে ধান কেনার দাবি তুললেন। পরে তৃণমূলের ব্লক সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধি দল যুগ্ম বিডিও শঙ্কু বিশ্বাসের কাছে স্মারকলিপি দেন। ধীরেন্দ্রনাথবাবু বলেন, “ব্লকে এখনও চালকল মালিকরা সে ভাবে ধান কেনা শুরু করেননি। ফলে মজুত ধান বিক্রি করতে গিয়ে এলাকার চাষিরা সমস্যায় পড়েছেন। স্থানীয় ধান ব্যবসায়ীদের কাছে ৭০০-৭৫০ টাকা কুইন্ট্যাল দরে ধান বিক্রি করছেন অনেকে। তাই আমরা চাষিদের স্বার্থে প্রতিটি পঞ্চায়েত এলাকায় শিবির করে সহায়ক মূল্যে ধান কেনার দাবি জানিয়েছি প্রশাসনের কাছে।” যুগ্ম বিডিও বলেন, “তাঁদের দাবি ন্যায্য। কিছু চালকলে ধান কেনা চলছে। পাশাপাশি এলাকায় ধান কেনার শিবির করার জন্য চালকল মালিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। চাষিরা ওই শিবিরে গিয়ে মজুত ধান বিক্রি করতে পারবেন।”
|
দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • বেলিয়াতোড় |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বেলিয়াতোড় থানার বহড়াখুল্যা গ্রামে দুর্গাপুর-বাঁকুড়া ৯ নম্বর রাজ্য সড়কের উপরে বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম মহাদেব গরাই (৩২)। বহড়াখুল্যা গ্রামে তার বাড়ি। পুলিশ জানিয়েছে, পেশায় দিন মজুর মহাদেববাবু রাস্তা পার হওয়ার সময় বাঁকুড়ামুখী ট্রাকটি তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ চালককে গ্রেফতার করেছে। |
|